কবিতা বিসর্জন

উপলব্ধি (এপ্রিল ২০১৬)

মোঃ জাহেদুল ইসলাম
  • ১০
  • ৮২
কাগজ কলম নিয়ে
বসে থাকি ঘন্টার পর ঘন্টা ।
কিন্তু হাজার চেষ্টা করেও লিখতে পারিনা
দু’লাইন কবিতা ।
কখনো খানিকটা লিখলেও
কবিদের সভায় নিতান্তই হাস্যকর হবে ভেবে ,
দলা পাকিয়ে ফেলে দেই ওটা ।
দিস্তার পর দিস্তা কাগজ আর
ডজন ডজন কলম শেষ করে
ঠোঁটে চিমটি কেটে মাথার চুল ছিঁড়ে
বের করতে পারিনা একটি মাত্র কবিতা ।
এইতো মাত্র ক’দিন পরেই একুশের বইমেলা
এবার একটি কবিতার বই প্রকাশ না করলেই নয় ।
কিন্তু আমার কলম যে থেমে যায় বারবার ।
কেন ? কেন এমন হয় ?
রবীন্দ্রনাথ নজরুল নাকি ,
কলম ধরলেই লেখা হয়ে যেত
একেকটা কবিতা সেকি !
যদি হত আমার মত ,
শুধু গীতাঞ্জলি লিখতেই
রবীন্দ্রনাথের চলে যেত
সারাটা জীবন হয়তো ,
কিংবা পুনঃজন্ম নিয়ে আবার পৃথিবীতে এসে
শেষ করতে হত ওটা ।
কিন্তু তাঁদের বেলায় হয়নি তা
আমার বেলা হচ্ছে বারবার ।
আকাশ – বাতাস , সাগর – নদী , চাঁদ – তারার কাছে
হাজার অনুনয় ,বিনয় ,ভিক্ষা চেয়েও
পাইনা এতটুকু কাব্য ।
অথচ সেদিন যখন তুমি ,
এসেছিলে আমার কাছে
আমার মাথার মধ্যে ভীড় করছিল ,
কতশত কাব্য
কবিদের মনই এরূপ
লিখে না রাখলে হাজার চেষ্টা করে ,
সেটা মনে হয়না পরে ।
কিন্তু আমি খাতা কলম বের করে ,
লিখে রাখিনি কবিতার পঙতিগুলো ।
কবিতার চেয়ে দামি এই সময়টুকু ,
আমি নষ্ট করতে পারিনি ।
প্রেয়সী আমার ,
আমি তোমার জন্য
কবিতা বিসর্জন দিয়েছি ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রেজওয়ানা আলী তনিমা মানুষ প্রেয়সীর জন্য লেখা শুরু করে আর আপনি ছাড়বেন? ব্যাতিক্রমী বটে!
আমি ছাড়িনিতো । শুধু প্রেয়সীকে দেওয়া সময়ের মধ্যে কবিতাকে টেনে আনতে চাইনি । কবিতাকে কেন আমি প্রেয়সীর প্রতিপক্ষ হিসেবে দাড় করাবো? মন্তব্যের জন্য ধন্যবাদ ।
মোহাঃ ফখরুল আলম অনেক ভাল হয়েছে। ভোট পাওয়ার যোগ্য।
মোহাম্মদ সানাউল্লাহ্ প্রেয়সীর জন্য কবিতা বিসর্জন ! দারুন বলেছেন । নববর্ষের শুভেচ্ছা রইল ।
ধন্যবাদ । বৈশাখী শুভেচ্ছা আপনাকেও ।
ইমরানুল হক বেলাল যাঁরা লেখালেখি করেন, তাঁদের জন্য আপনার গুরুত্বপূর্ণ কথা গুলি কাজে লাগবে। ভাই শত চেষ্টা করে ও মাথায় কবিতার ছন্দ খোঁজ না পেলেও এ কবিতাটি কিন্তু সেরা দশে চলে এসেছে। ভালো লিখেছেন। ভোট দিয়ে গেলাম। আমার লেখা -"জীবন চলার পথে " গল্পটি পড়ার আহ্বান রইল।
ধন্যবাদ । আপনার আমন্ত্রণ গ্রহণ করলাম ।
রুহুল আমীন রাজু সব কবির'ই মনের কথা ফুটে উঠেছে এই কবিতায়...... অনেক ভালো লাগলো.
Helal Al-din কবিতারা এমনি যখন আসে দল বেঁধে আসে, জীবনে বা খাতা কলমে। ভাল লেগেছে আপনার কবিতা।
ধন্যবাদ মন্তব্যের জন্য । ভালো থাকুন ।
কেতকী সত্যিকারের সাহিত্য বুঝি এমনই, শত চেষ্টা করলেও একলাইন বের হয় না। অথচ যখন ভাব আসে তখন শত সহস্র লাইন ভীড় করে মনের পর্দায়। কবিতায় ভালো লাগা রইল। ভোট দিলাম। আমার ছোট গল্প পড়ার আমন্ত্রণ রইল।
অনেক ধন্যবাদ । আমন্ত্রণ সাদরে গ্রহণ করা হল ।
গোবিন্দ বীন অথচ সেদিন যখন তুমি , এসেছিলে আমার কাছে আমার মাথার মধ্যে ভীড় করছিল , কতশত কাব্য কবিদের মনই এরূপ লিখে না রাখলে হাজার চেষ্টা করে , সেটা মনে হয়না পরে ।ভাল লাগল,ভোট রেখে গেলাম।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।
অনেক ধন্যবাদ । ভালো থাকুন সতত ।

০৬ নভেম্বর - ২০১৫ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪