( 1 )
ওই দিনটা- পাড়ার কাছেই স্বপ্নে ছিল মোড়া ,
স্বপ্ন তাদের ভেঙ্গেই গেছে, লাগবে না আর জোড়ান ।
মাথায় হাত এখন পাড়ার-, ছেলে বুড়ো সবার
'কি লাভ বা বল তাতে- হয়েছে যা হবার' !
'যাদের জন্যই জনসাধারন বলি পাঠার মত
বলছি আজ কালুর মতই- আছে এমন যত'... ।
সিধাসাধা, বলতে গেলেই- সবার-ই খাতির পেত,
আজব পাড়ার গাজব ছেলে কা’লু নামেই ক্ষ্যত ।
কালু, পাড়ার সেরার সেরা , কামে এবং নামে-
কালু একদিন বিক্রি হত দামের চেয়েও দামে ।
যোগ্য বলেই- পাড়ার লোকে ভালোবেসেই তাকে
আদরেতে কদর করেই- অগ্রস্থানে রাখে ।
গাজব বলে –ওই ছেলে ইলেকশনে দাঁড়ায়,
‘এবার কিছু হবেই হবে’! ভাবে পাড়ায় পাড়ায় ।
বসায় তাই- সেবক পদে অভাব ঘুঁচবে বলে,
কালু বলে, ‘ঘুঁচিয়ে দেবো ! মুখ্যমন্ত্রী হলে’- ।
-ওই গাঁয়ের জনা দশেক থাকত কালুর সাথে
ভুলিয়ে ভালিয়ে পটিয়ে নিত, অর্থ দিয়ে হাতে ।
কখনো আবার সন্মেলনে নামেই দিত ভাষন,
‘তোমরাও আমার মত, লড়লে পাবে আসন’ ।
শিখতে হবে, ঘুরতে হবে থাকতে হবে সাথে
'মারপিটটা হলেই কিন্তু- হাতটা রাখো হাতে' !
‘আর্ট-বুদ্ধির উপকারেই’ -কালুই সদা রত
তবে, কালুর চালটা ছিল- মাকড়সার মতো ।
( 2 )
চালটা তাহার এমনই ছিল আজব চালের পাশায়
দিনের আলো নিভলে ঘরে জ্বলবে আলো বাসায় ।
ঘর গুলো সব ইটের হবে লাগবে রঙ সাথে,
বাদের জমিন আবাদ হবে ফলবে ফসল তাতে ।
'নকরি হবে হাতের মোয়া' , ছেলে মেয়ের সবার
বিনামূল্যেই মিলবে সবজি, গ্রাম বাংলায় আবার !
হাসপাতালে মরবে না আর, বিনা সেবা পেয়ে-
‘মন্ত্রী হলেই- নিয়ে আসবে বিদেশ থেকে গিয়ে’ ।
‘অন্ন পেয়েই ধন্য হবে -দেশের বৃদ্ধ-বৃদ্ধা
সবার আগে আমার থেকেই পাবে ভীষন শ্রদ্ধা’ ।
পাড়ার লোক-তো সাধাসিধে , গ্রাম বলেই কথা-
জানতো কালু, আনতো তাই নিত্য নতুন প্রথা ।
তাইতো কালু পাড়ায় পাড়ায় দিনে রাতে যেত,
লোকের কাছে গিয়ে গিয়ে নানান আস্থা দিত !
একদিন তাই বিপুল ভোটে জিতলো যখন কালু
ভাবতে লাগে পাড়ার লোকে-, সুখের দিন চালু- ।
স্কুল হবে, কলেজ হবে, হবে আরো কত ,
হাসপাতালে নানান ডাক্তার রইবে শত শত ।
জ্বলবে আরো ঘরেই আলো তেলের বাতি নিভে
স্বল্প মূল্যে বিজলি বাতি -কালুই এবার দিবে !
আরো কিছু আসবে নতুন , ভরবে সবার মন
রাঙিয়ে দেবে খুশির আলোয়, আসবে কালু যখন ।
(3)
(এবার পাড়ার লোক খুবই নিরাশ । কারন মন্ত্রীপদে কালুর অনেকদিন বসা হয়ে গেছে, কিন্থু কালুর দেখা নেই । তাই পাড়ার লোক বলে... )
অনেক দিনই হয়ে গেছে কালুর মন্ত্রী পদে,
পাড়ার লোকে ভাবতে লাগে ‘রইনু আবার বাদে’ !
কালু এমন ছিল না তো , করছে তবে কেন?
যেটাই আজ চাইনি মোরা সেটাই হল যেন !
একদিন তাই পাড়ার প্রেম গেল কালুর কাছে-
বলল আচ্ছা, 'কালু দাদা চাকরি কোনো আছে' ।
এই নাও আজ তোমার গড়া 'এইট পাশের ডিগ্রি'
ভীষন বিপদ ঘরেই আমার, চাই যে একটা শিগ্রি ।
আর কালুদা- ভোটটা নিয়ে ভুলেই গেলে না কি !
এটা হবে -ওটা হবে, আরো যে কত বাকি !
ভাবছে আজও পাড়ার লোকে, আসবে কবে কালু?
বলছে জানো, ‘ভুলেই গেছে -হাতে পেয়ে মাল্লু’ !
ভেবে ভেবে পাড়ার লোকে- নরকেই স্থান নিল
বলো কালুদা- আস্থা-টাস্থা কোথায় তোমার গেল ?
ভাবছ তুমি মুক্তি যুদ্ধে, নেইকি- আজ মোরা
আছি আছি! লড়বো দেশে থাকবে আরো গোরা ।
তাইতো মোরা সবাই মিলে স্থির করেছি এবার
আগেই যে- করবে সব, প্রস্তুতই নেবো দেবার ।
তুমি আজ দেশের সেরা- , পাঁচটি বছর ধরে-
'হয়ত তোমার যাবে সময় নিজের সেবা করে' ।
ভুলেই গেছো জানি আমি । ভোটগুলি সব নিলে-
মন্ত্রী হলে, ফলাফলে- ব্যর্থের ঝোলা দিলে !
ভালোই নাম ছিল পাড়ায় , বলত মুচি মালি
বলছে এবার ওরাই আজ- "কালুই মাখে কালি" ।
ধন্ন্যি তোমার রাজনীতি, ধন্ন্যি তোমার মন,
"আচ্ছা ভাই তোমরাই বল বাঁচবো এবার কেমন" ?
২৬ অক্টোবর - ২০১৫
গল্প/কবিতা:
৭ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪