স্বাবাধীনতা

অন্ধ (মার্চ ২০১৮)

ইমরানুল হক বেলাল
  • ১৪
  • ৫৯
আমি আর কোনো কবিতা লিখবোনা,
এখন আর কবিতার খাতা-কলম ছুঁতে ইচ্ছে করেনা।
আজকাল কেন যেন কবিতা ও পড়তে মন চায়না,
কারণ, আমার কবিতা গুলো ঝড়ে পড়েছে
শুকনো পাতার মতন।
আজ আমার কবিতারা পথ হারিয়েছে
শ্বশানের পথে-বিশালতার বুকে।
সেই কবিতাকে ভালোবেসে বুকে আগলে
রাখতে পারিনি;
অবজ্ঞ অবহেলা অনাদরে নুয়ে পড়েছে
আমার কবিতা গুলো।
এখনো বুঝতে শিখিনি কবিতার ভাষা,
শুধুই কবিতাকে ভালোবেসেছি নতুন দিনের আলোয়।
এই অর্ধমৃত অসভ্য পৃথিবীর রঙ্গমঞ্চে
আমার কবিতা গুলো পড়ে আছে পথের ধুলোয়
অর্থহীন!
কী লিখবো আমি?
ঐ তৃষ্ণার্ত নয়নে প্রতিদিন-প্রতিমুহুর্তে
শুধু একটিই কবিতা খুঁজে।
যেন ধূসর অন্ধকার পৃথিবীতে কবিতার শব্দরা
ঝিমিয়ে পড়েছে চিরতরে।
আমার কবিতা গুলো আবার কখন জেগে ওঠবে?
যদি বন্ধ হয় মৃত্যু উপত্যকা,
যদি বন্ধ হয় জল্লাদের উল্লাসমঞ্চ,
যদি বন্ধ হয় রক্তস্নান,
যদি বন্ধ হয় বিস্তীর্ণ শ্মশান,
সেদিন জনতার মঞ্চে দাঁড়িয়ে উচ্চস্বরে বলবো -
আমি 'স্বাধীন'
'স্বাধীনতা'শব্দটি আমার প্রাণের স্পন্দন!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজল Excellent. I'm really impressed. Max for you.
Fahmida Bari Bipu কবিতা বেশ সুন্দর হয়েছে। শুরুতে অভিমান দেখে মজা লেগেছিল অবশ্য। তবে কবিতার গাঁথুনি বেশ ভালো। ভোট রইলো।
আপা আপনার মতো একজন গুণীজন সাহিত্য প্রেমীর কমেন্ট পেয়ে খুব ভালো লাগলো। কবিতার অভিমান থাকলে ও আমার অভিমান নেই। সালাম ও কৃতজ্ঞতা রইল আপনার প্রতি।
মোহাম্মদ বাপ্পি আপনার জন্য শুভ কামনা রইল ..
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল সাহিত্য প্রিয় বন্ধু বাপ্পি ভাইয়া।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল সাহিত্য প্রিয় বন্ধু বাপ্পি ভাইয়া।
শাহ আজিজ প্রথম লাইনেই হতাশা ঘিরে ধরল আমায় । তারপরও কবিতা হয়ে গেছে ।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল প্রিয় দাদা।
মোঃ মোখলেছুর রহমান এত অভিমান কেন ভাই,কবিতা তো বেশ হয়েছে।শুভকামনা সতত।
ধন্যবাদ মূল্যবান মন্তব্য দানের জন্য। কোনো অভিমান নেই প্রিয় কবি। কবিরা চিরকালই দুঃখ, দারিদ্র্য, হতাশা নিয়েই পথ চলে। দুঃখ আর নিঃসঙ্গতাই কবিদের নিত্য সঙ্গী
সালসাবিলা নকি চমৎকার কবিতা। ভাববস্তু ভালো লেগেছে
আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধেয় প্রিয় বন্ধু। সালাম ও শুভকামনা রইল আপনার প্রতি।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) কবিরা অমর,তাদের কলমি শক্তি মরেনা ।কবি বেঁচে থাকে সবার মনে ।কবিতায় আমি দেখছি আহবান নতুনত্ব র জয় গান
অনুপ্রাণিত হলাম বন্ধু আপনার সুন্দর মন্তব্য জেনে। আপনাদের দোয়া আর ভালোবাসা থাকলে সসবসময়ই পাশে থাকবো ইনশাআল্লাহ!
মামুনুর রশীদ ভূঁইয়া অবজ্ঞ অবহেলা অনাদরে নুয়ে পড়েছে আমার কবিতা গুলো... না কবিবন্ধু। অমন দরদী কবিতাখানি পাঠক হৃদয়ে নাড়া দেয়, পাঠক কখনো অবহেলা করে না। বরাবরের মতোই আপনার কবিতা আপনি খুব দরদ দিয়ে লিখে থাকেন। আশা করি এ কবিতাটি এ পর্বে নিশ্চিতভাবে প্রথম সারিতে থাকবে। পছন্দ, সর্বোচ্চ সম্মাননা আমার প্রিয় কবির জন্য। সময় পেলে ঘুরে আসুন আমার গল্প (অন্ধ প্রদেশ) ও কবিতার (কাজল জোছনা রাতে) পাতায়। মন্তব্য জানালে অনুপ্রাণিত হবো।
আপনার দরদভরা মন্তব্য পাঠে হৃদয় ভরে উঠল। মনের গহীনে আশার সঞ্চার এবং আবার নতুন করে অনুপ্রেরণা জেগে ওঠলো। আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল শ্রদ্ধেয় প্রিয় কবি। নিশ্চয়ই সময় করে আপনার গল্প কবিতা পড়বো। ইনশাআল্লাহ!
জাহেদুল আলম জাহেদ খুব দারুণ একটি কবিতা ভাই সুন্দর হয়েছে
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা রইল জাহেদুল ভাই।
শায়লা আক্তার আমার কাছে এই কবিতাটি গঠনমূলক হয়েছে মনে হলো।

২৫ অক্টোবর - ২০১৫ গল্প/কবিতা: ২৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪