অজানিতা! জানতি কি তুই?তোরে আমি এমন করে,
ভালবাসার গভীর ছোঁয়ায়,বুকের মাঝে রাখব ধরে ।
জানতি কি তুই?
মোর হৃদয়ের রাণী করে
জড়িয়ে নেব স্বপ্নাডোরে
অসীম গগণ জ্বলবে তারা,চন্দ্র-স্নাত ধুলির ধরা,
স্বপ্নে তব জড়িয়ে নিয়ে করিনু তোরে পাগল পারা |
জানতি কি তুই?
ছন্দহীনার ছন্দ যে তুই,বসত মোর এ হৃদয় জুড়ে,
ডানা মেলে বিচরিয়া মন আকাশের ছন্দ নীড়ে |
মোরে লয়ে স্মৃতি যত
হৃদয়ে থাকা পুরান ক্ষত
মনস্মৃতির পাতা থেকে মুছে দে সব রাবার দিয়া,
হাজার কোটি স্বপ্ন লয়ে বাঁধিবি ঘর আমায় নিয়া ।
জানতি কি তুই?
তোর গানেতে আমার এ সুর বাজবে হিয়ার অন্দরেতে,
খুঁজিস আমায় আপন করে সুখ যমুনার বন্দরেতে ।
আমি যে আাজ তোরই মাঝে, হারিয়ে গেনু চুপটি করে,
অ-জানিয়া!অজান্তে তু্ই, বুকের মাঝে রাখিস ধরে্ ।
আমি যে আজ ‘তুই’ হলাম, তোরই মাঝে খুজি মোরে,
রূপালি চাঁদ ভেজায় মোদের,চাদনী রাতে চুমি তোরে ।
সাগর জোয়ার দু’কুল ছেপে
উঠবে যখন কেঁপে-কেঁপে
আমারে তুই শান্ত রাখিস,জলস্রোতের গহীন বাঁকে,
তোর মনের-ই কন্দরেতে ভিড়িয়ে নিস জাহাজটাকে ।
অজানিতা!জানতি কি তুই?তোরে এত ভালবাসি,
দু’জন মিলে হটতে পারি বিজন পথে পাশাপাশি ।
তোর হাসিটা দেখব বলে জনম-জনম তাকিয়ে থাকা,
তোর স্মৃতি পড়বে মনে,যখন ‘এ জন’ থাকবে একা ।
সেদিন যেন বলতে পারি,তুই ছিলি মোর হৃদয় রাণী,
পৃথিবীটাকে ভূলে গেলেও তোরে যেন সদা-ই চিনি ।
অজানিতা!জানতি কি তুই?আমি আজ এমন হ’ব,
তোর হৃদয়ের প্রতি তানে,শিরায়-শিরায় মিশে র’ব ।
জানাতে নেই বাকি……..
ভালবাসি বলে কাঙালের ন্যায় তোর পানে চেয়ে থাকি ||
১৮ অক্টোবর - ২০১৫
গল্প/কবিতা:
২ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
-
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
-
তৃতীয় পুরস্কার সনদপত্র।
আগামী সংখ্যার বিষয়
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫