অরোধ্য প্রীতি

এ কেমন প্রেম (আগষ্ট ২০১৬)

মোরসালিন মিরাজ
  • ২৯
আমি এক নদ,
এক খরস্রোতা নদ।।

সাইবেরিয়া পাদদেশ থেকে এসেছি,
পলিতে পলিতে ভূমি গড়েছ,
তাকে আবার শাষনও করেছি।
কারো হয়েছি দেবতা,
চয়ন করে কারো এসেছে বিষণ্ণতা।।
পাড় ভেঙ্গেছি,ম্লান করেছি ভূমি,
মানুষকে সর্বস্বান্ত করেছি আমি।
সিংহের ন্যায় হূংকার কতবার ছেরেছি।

তুমি আমাকে থমকে দিয়েছো,
শান্ত করেছো।
আমার হিংস্রতা কেড়ে নিয়েছো,
হৃদি হরণ করেছো।
এতটা লায় আমি কাউকে দিই নি।।
যতটা দিযেছি তোমায়
কেবল তোমার কাছে এসেই
আজ আমার স্তব্ধতা,বড্ড ভয় পায়।
আমার জল আজ স্থবির
নদীর পাড় ভাঙ্গার শক্তি আর নেই আমার
জাহাজ ডোবানোর গভীরতা নেই
মাঝিকে ভয় দেখানোর সাহস নেই।।

কেবল তোমার কাছেই হলাম সর্বস্বান্ত।
আজ নদের পাড়ে তোমার ঘর
আমার জলে তোমার সাঁতার
ভিনদেশীদের জাহাজে তোমার দৃষ্টি
মাঝির নৌকার পালে তোমার হাসি
তুমি সর্বনাশ করেছো সর্বনাশী।

আমি নদ,
আজ এক স্রোতহীন নদ।
তোমার কাছে এসেছি ভেদিয়া কত প্রান্ত
পরতে-পরতে ভালবাসা জমিয়েছি
নিজের অস্তিত্বকে বিলীন করেছি
তোমাকে ভালবেসেছি
আজ আমি নিজেই সর্বস্বান্ত।।

অবশেষে ,
তূমি গেলে ফেশে।
আমার ঠান্ডা জলে,তূমি কাপছো,
আমি তোমায় গ্রাস করেছি।।
রাজকন্যা,তূমি মরবে গো মরবে।
এবার বূঝবে, বিলাসিতা করার মজা!
খূউব লাঞ্চিত করা হইয়েছিল না?
বৃংহতী শূনেছো?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
SHABIHA ISLAM MiTHILA কবিতা সুন্দর। দারুন লিখেছেন।
ভালো লাগেনি ২২ সেপ্টেম্বর, ২০২২
RiDuAn Ul Hoq সচারাচর কবিতা খুব একটা পড়া হয়না। কিন্তু,আপনার কবিতা সবসময় আমাকে বিমোহিত করে, কবিতায় নিজেকে নিমজ্জিত করে। যখনই আপনার কবিতা পড়তে যায়, এক অতৃপ্ত আত্মা আমায় যেন ভর করে। হে কবিগুরু,যদি সুযোগ হয়,আসছে মাসে এই শিষ্যের এক কাপ কফির দাওয়াত গ্রহণ করে আমাকে ধন্য করবেন।
কাব্যের কবি সুন্দর লিখেছেন। ভালো লাগলো। আমার পাতায় আমন্ত্রণ রাখলাম।
জয় শর্মা (আকিঞ্চন) শুরু হয়তে শেষ অব্ধি পড়লাম, বুঝলাম এখনও বেশ কিছু শিখার বাকি। খুব সুন্দর লিখেছেন কবি শুভকামনা।
কাজী জাহাঙ্গীর উপমার গাথুনী ভালোই জুড়েছেন, কিন্তু পূর্বের অঙ্কগুলোর বেদনা বয়ান শেষ অঙ্কে শক্তি প্রদর্শন এ রূপ নিয়েছে, তবে আবেদন আছে বলে ভাল লাগল, সাথে ভোট আর আমার পাতায় আমন্ত্রন ।
অসংখ্য ধন্যবাদ এতো নিবীড় ভাবে মন্তব্য করার জন্যে। আপনাদের আশীর্বাদ ও প্রেরনা আমার কাম্য...
ইমরান হাসান ভালো লাগলো
হৃদির গভীরতম স্থান থেকে ধন্যবাদ।।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) কিছু বুঝলাম কিছু বুঝতে কষ্ট হল , সুভ কামনা রইল , কবির এ পথ চলা সুদীর্ঘ হক ।
একটা কল্পনা কে জাগ্রত করেই কবিতা টি লিখা।।কোন অংশ টুকু বুঝলেন না একটু দয়া করে বলবেন...প্রেরনা দেয়ার জন্যে অসংখ্য ধন্যবাদ।।

১০ অক্টোবর - ২০১৫ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪