মা রে তুই তো আমার প্রভু

উপলব্ধি (এপ্রিল ২০১৬)

হিসানুর রহমান রাকিব
  • ৫৯
আমি দেখিনি স্বচক্ষে
ঐ অবিনশ্বরকে কখনো ;
তবে আমি তোকে দেখেছি মা,
আর তাতেই আমার পূর্ন হয়েছে
প্রভুকে দেখার অতৃপ্ত অভিলাষ ।

মা তুই আমার চোখে প্রভুরই প্রতিচ্ছবি,
পৃথিবীতে মা তুই ছাড়া কাউকে দেখিনি আমার জন্য এতটা আত্মবিসর্জন দিতে,
কখনো কাউকে দেখিনি আমার
হিতের তরে কারোর চোখে উদ্বিগ্নতা ।

আপন স্বার্থ উপেক্ষা করে ;
নিজ দেহে কষ্ট দিয়ে,
কত ইউনিট চাপ সহ্য করেইনা
দেখিয়েছিস
আমায় ধরনীর আলো
সেটা জানে শুধু সেই ভোর রাতের প্রহর যে প্রহরে আমি এসেছিলাম এ জগতে ।
তবু কখনো তোকে বলতে শুনিনি সে কষ্টের তীব্রতা নিজ মুখে ।

অতঃপর জন্মলগ্ন থেকেই কখনো দেখিনি তোকে নিজের জন্য এতটুকু চিন্তায় মগ্ন থাকতে ;
দেখেছি আমাকে ভাল রাখার জন্য কত ত্যাগ তিতিক্ষা,
আমার মুখের হাসি নিরবধি করে রাখতে কতনা প্রয়াস ।

সেই ত্যাগের বর্ননা বলে শেষ করা যে অসম্ভব মা !
পৃথিবীর সব কাগজ ভরে যাবে
সব কলমের কালির হবে অন্ত,
তবে শেষ হবেনা কখনো সেই বর্ননা ।

আমার জন্য যে নিজেকে এতটা
বিসর্জিত করেছে সে কেন হবেনা বল মা আমার কাছে প্রভুতুল্য ।

আমি দেখিনি মা কখনো দেখিনি স্রষ্টাকে,
তবে আমি তোকে দেখেছি মা ;
আর তাতেই পূর্ন হয়েছে স্রষ্টা দেখার অভীপ্সা ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ইমরানুল হক বেলাল চমত্কার একটি কবিতা। মায়ের জন্য আপনার ভালোবাসার অনুভূতি তুলনাহীন। পড়ে মুগ্ধ হলাম। শুভকামনা রইল। ধন্যবাদ।
কেতকী মাকে নিয়ে কবিতায় ভোট দিলাম।
রুহুল আমীন রাজু মায়ের প্রতি অগাধ ভালবাসার এই কবিতাটি পড়ে ভালো লাগলো খুব......
Helal Al-din অসাধারণ,ভোট রেখে গেলাম।
সেলিনা ইসলাম সন্তানের জন্য মায়ের ত্যাগের কোন সীমা পরিসীমা নেই! আর মায়ের মত ত্যাগ পৃথিবীতে কেউ করে না কখনো। চমৎকার থিমে সুন্দর কবিতা। তবে আরও ভালো লেখার চেষ্টা করতে হবে...আরও ভালো ভালো লেখার সৃষ্টি হোক লেখকের দ্বারা সেই শুভকামনা নিরন্তর।
গোবিন্দ বীন আমি দেখিনি মা কখনো দেখিনি স্রষ্টাকে, তবে আমি তোকে দেখেছি মা ; আর তাতেই পূর্ন হয়েছে স্রষ্টা দেখার অভীপ্সা ।ভাল লাগল,ভোট রেখে গেলাম।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।

২৯ সেপ্টেম্বর - ২০১৫ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫