এক রূপকাহিনীর বিসর্জন

উপলব্ধি (এপ্রিল ২০১৬)

ফাহিম আজমল রেম
  • ১২
শুনতে হয়ত লাগবে খারাপ
বুঝতে তবে লাগবে অভিশাপ
এক নিদারুণ বিসর্জনের গল্পে
করে ফেলেছিলাম কি আমি খুব পাপ।
ঘটনার শুরুটা ছিল স্বাভাবিক
তখন আমার নিশানা ছিল ঠিক,
তীর ছুড়তাম পেশাদার রূপে
আঘাত করে গেল একদিন যে খাপে খাপে।
মেয়েটি ছিল মধ্যবিত্ত সাধারণ
স্বপ্ন কিন্তু ছিল তার অসীম,
আমার সাথে মিলিয়েছিল হাত
জীবনযুদ্ধে যেন সে না খায় হিমশিম।
সাহায্যের হাত তাই বাড়িয়ে দিলাম
আরো দিলাম হৃদয়ের দুকূল ছোয়া,
অনুভবে ছিল সে পরীর মতন
বয়ে যেত আমার শরীরে অনাবিল সব হাওয়া।
এভাবে চলল বেশ কিছুদিন
এগিয়ে যাচ্ছিল আমাদের জীবন নৌকা
হঠাৎ এল এক ঘূর্ণিঝড়,
করে দিল আমাকে খুব যে বোকা।
মরণব্যাধী রোগে ধরল মেয়েটিকে
বাচার যে কোন উপায় নেই,
আমি তবুও ছাড়িনি তার হাত
ভেবেছিলাম মনেপ্রাণে সে তো সুস্থ হবেই।
রাতদিন করে সেবাশুশ্রুষা
ছিলাম তার খুব পাশে,
মেয়েটির পরিবার তখন পড়েছিল ভেঙে
এক তীব্র ভয়ানক পরিহাসে।
তবুও তাদের যুগিয়েছিলাম সাহস
দাড়িয়েছিলাম আমি তাদের পাশে
মেয়েটির সেই চেহারার জোশ
ভাবতাম অসুস্থ চরিত্রটির কাছে বসে বসে।
কি হয়নি সেই দিনগুলোতে
আমাদের ক্ষুদ্র মিষ্টি জীবনটাতে,
খুনসুটি ঝগড়াঝাটি আর সুখ হাসির ভাগাভাগি,
মনে পড়ে যায় বর্তমানের করুণ সময়টাতে।
তার হারানো চুলের খোপা
খুজে দিয়েছিলাম একদিন আমি,
বেধে দিয়েছিলাম যত্ন করে
হয়েছিলাম সম্পর্কটাতে একটু অগ্রগামী
স্মৃতিগুলো যে অবিনাশী
থেকে যায় কিছু ছোটখাট অর্জন,
একদিন মেয়েটিকে দিতে হল চিরবিদায়
কাদছিল ভরা সমুদ্রের জলে মেয়েটির পরিবার পরিজন,
আর চোখের সামনেই হয়ে গেল নিমিষেই
আমাদের এক চরম রূপকাহিনীর বিসর্জন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রেজওয়ানা আলী তনিমা ভালোই হয়েছে কিন্তু ভুল করে গল্প বিভাগে চলে এসেছে মনে হচ্ছে।শুভেচ্ছা নিরন্তর।
মোহাঃ ফখরুল আলম ভাল হয়েছে। ভোট পাবেন। আমার কবিতা পড়ার আমন্ত্রণ জানালাম।
ফেরদৌস আলম কাব্যিক গল্প ! ভালো!
রুহুল আমীন রাজু ভালো লাগলো.....শুভেচ্ছা. আমার পাতায় আমন্ত্রণ রইলো.
নাস‌রিন নাহার চৌধুরী কবিতার ছলে গল্প বলার ধরণে ভিন্নতা আছে...ভোট রইল।
ইমরানুল হক বেলাল দারুণ কবিতা।সুন্দর হয়েছে। শুভেচ্ছা। আমার পাতায় আমন্ত্রণ।
গোবিন্দ বীন ভাল লাগল,ভোট রেখে গেলাম।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।

২৯ সেপ্টেম্বর - ২০১৫ গল্প/কবিতা: ১৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪