ফাগুনে, ফাল্গুনে প্রেম

ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৬)

জীগল মণ্ডল
  • ৮৪
এখনো প্রতিদিন সকালেই ফাল্গুনের অপেক্ষায় থাকি,
ঐ ফাল্গুনেই সে আমার পাশে বসেছিল।
তখনও ফাগুন মাস ছিল।

উত্তরা থেকে পলাশী, ফাল্গুন আসে যায়
আর আমি ছাপোসা অফিস সহকারী,
কম বেতনের কর্মচারী,
মফস্বলের গ্রেজুয়েট,

তবুও প্রেম এসেছিল, আবেগে ভাসিয়েছিল,
এ নিরাবেগ, ১৩৭ নম্বর বাসযোগ্য শহরে,
তখনও কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার হয়নি
আমারও তর সয়নি
সহজ সরলভাবে প্রেমের কথা বলেছিলাম
সে কিছু না বলে কাজে মন দিল,
আমার অফিসেই, অন্য ফ্লোরে,
তারপর সে আর কোনদিন কথা বলেনি ,
আমার সাথে,
কিংবা ফাল্গুন বাসে আমার পাশে বসেনি,
প্রতিদিনের ফাল্গুন আসে যায়,
বছরের ফাগুন চলে যায়।

আমার বোকা সরল প্রেম
শীতের নদীর মত শান্ত শীতল,
কুয়াশায় ঢাকা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়েজ উল্লাহ রবি বেশ ভাল লিখেছেন, শুভেচ্ছা জানবেন। ভাল থাকবেন সুস্থ থাকবেন।
গোবিন্দ বীন কিংবা ফাল্গুন বাসে আমার পাশে বসেনি, প্রতিদিনের ফাল্গুন আসে যায়, বছরের ফাগুন চলে যায়। ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
জীগল মণ্ডল ধনবাদ ভাই
ভালো লাগেনি ২ ফেব্রুয়ারী, ২০১৬
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর কবিতা ।।

১৪ সেপ্টেম্বর - ২০১৫ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অভিমান”
কবিতার বিষয় "অভিমান”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৪