একদার প্রেয়সী বলছি... তোমাকে

ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৬)

রেজওয়ানা আলী তনিমা
  • ১১
  • ৫২
কোন এক সোনালি বিকেলে বলেছিলে-
আমার রেশমী একঢাল চুল তোমার খুব প্রিয়,
তাই নির্মম কেমোতে ঝরে যাওয়ায়
ওসব হারানো গৌরবের সাথে হারিয়েছি তোমাকেও।
নার্সের সযত্ন পরির্চযায় এ দেহ কর্কট আক্রান্ত পরবাসী,
আমি কিন্তু তোমায় আজও অনেক ভালোবাসি ।

মরণরোগে লালিমা হারিয়েছে এ মুখ যাকে একদা
বহু কাব্যিক পঙ্কতিতে সাজিয়েছিলো তোমার মুগ্ধচোখ।
বিশ্বাস করো , ক্যান্সারে অতটা বিধ্বস্ত নয় এ শরীর-
যতটা অবনমিত হয়েছিলাম তোমার প্রস্থানে-
আমার কুঞ্চিত ওষ্ঠ যখন হারিয়েছে বৈধ চুম্বনের অধিকার ।
এ কুরূপী হাতে সূচের ফোড়, ফ্যাকাশে - আজও সজীব হয়ে উঠতে পারে,
-একবারটি ধরতে যদি তা আলতো করে....।

প্রেম নাকি অবিনশ্বর , কত কত কথা ,ছবি, গান -একে ঘিরে,
জীবনসাথী হয়ে একদিন শুনিয়েওছিলে-তাহলে কেন এখন এমন প্রত্যাখ্যান?
পরিবারের প্রিয়জন, কত আয়োজন ,জানা অজানা অনেক মুখের ভিড়ে ,
পোড়া কপালে আমার শ্রান্ত চোখ শুধু একজনকেই খুঁজে ফেরে।
মরণ পর্যন্ত থাকবে সাথী হয়ে গোধূলী বেলাকে সাক্ষী রেখে তোমার সেই শপথ,
আজ এতটুকু ঝড়ে দুভাগ হয়ে গেলো সেই আপাত অবিচ্ছিন্ন পথ।
সত্যি এই কালব্যাধি আর সারবোনা,
তবু একথা এভাবে জানাবারও তো কোন প্রয়োজন ছিলনা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আল মামুন প্রতিটি চরণেই যেন সহস্র বেদনা ঝরে ঝরে পড়ছে.... অসাধারণ। শুভেচ্ছা ও ভোট...
সুন্দর মন্তব্যের জন্য কৃতজ্ঞতা ।
গাজী সালাহ উদ্দিন ভালো লাগলো ।আমার পাতায় আমন্ত্রন রইলো ।
মন্তব্য ও আমন্ত্রণের জন্য অনেক ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।
এফ, আই , জুয়েল # অনেক সুন্দর কবিতা ।।
অজস্র ধন্যবাদ মন্তব্যের জন্য।
হাসনা হেনা ভাল লিখেছেন। অনেক শুভ কামনা আপনার জন্য। ভোট রেখে গেলাম।
মন্তব্য ও ভোট দুটোর জন্য অশেষ কৃতজ্ঞতা রইলো আপু। শুভকামনা নিরন্তর।
সহিদুল হক অনুভুতির কাব্যিক প্রকাশ , খুব সুন্দর! শুভেচ্ছা রেখে গেলাম
অজস্র ধন্যবাদ মন্তব্যের জন্য। ভালো থাকবেন ।
জসিম উদ্দিন আহমেদ আমি কবিতার রস, ছন্দ, কাব্য-তত্ত্ব বিশ্লেষণ, অন্ত্যমিল কোন অলংকারই বুঝিনা, তারপরও আপনার কবিতাটি আমার হৃদয় ছঁয়ে গেছে। অসাধারণন ভাবনা.... ভোট রেখে গেলাম।আমার পাতায় আমন্ত্রণ রইল। ভাল থাকবেন।
মন্তব্যে অনেক উৎসাহ পেলাম জসিম ভাই। ধন্যবাদ ।অনেক শুভকামনা ।
এশরার লতিফ কবিতার শব্দে শব্দে কষ্ট ছড়ানো। ভালো লাগলো। অনেক শুভকামনা।
দুঃখিত ভাইয়া, প্রতিমন্তব্যে দেরী হয়ে গেল। মতামতের জন্য অনেক ধন্যবাদ রইলো।
শাহ আজিজ খুব বেদনাময় অভিজ্ঞতা । এক যন্ত্রনাময় বিদায় । আমাদের অভিজ্ঞতার দুঃখবোধ ভাগ করে নেই এসো, তনিমা !
মন্তব্যের জন্য অশেষ ধন্যবাদ ও প্রত্যুত্তরে বিলম্বে দুঃখপ্রকাশ। শুভেচ্ছা।
Fahmida Bari Bipu ভাল লাগলো কবিতা। আসলে কবিতা এবং গল্প/উপন্যাস একেবারেই ভিন্ন পথের পথিক। কেউ কেউ থাকে হয়তোবা সব্যসাচী। কিন্তু আপনি মনে হয় গল্পেই বেশি সচ্ছন্দ। শুভকামনা রইল।
বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত আপু। আপনার মন্তব্যের সাথে একমত। গল্পই বেশী ভালো লাগে, লিখতে ও পড়তে। তবু চেষ্টা করে দেখলাম আরকি। মন্তব্যে অজস্র ধন্যবাদ।ভালো থাকবেন আপনিও।
মোহাম্মদ সানাউল্লাহ্ প্রেম-ভালবাসার চিরন্তনী আবেদন খুব সুন্দর ভাবে উঠে এসেছে আপনার দারুন কবিতায় ! ভোট রেখে গেলাম ।
বিলম্বিত উত্তরের জন্য দুঃখিত ও মন্তব্যে অজস্র ধন্যবাদ।

১৪ সেপ্টেম্বর - ২০১৫ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৫