প্রত্যর্পিত স্বপ্ন

বর্ষা (আগষ্ট ২০১১)

সূর্য
  • ৮১
  • 0
  • ৫৯
এ ঘন ঘোর বর্ষায়
আমার এ ঘরটায়
বৃষ্টির জল পড়ে ভিজে যায় অবিরাম,
ফুটো চাল ঐ উপরে
কোন উপায় নাইরে
ফুটোর তলে ঠিক থাল পেতে রাখলাম।

ভাঙ্গা কপাট ছেড়ে দৃষ্টি যতদূর যায়-
জলকেলী দু'জনে হেঁসে লুটোপুটি খায়,
কি জাদু বর্ষার! কপোত কপোতিরা মাতে-
খুনসুটি, ভালবাসার আবিষ্ট সংঘাতে।

জন্মেছি আমি যেমন
তুমিতো ছিলে তেমন
তবু কেন আমাদের এতটা ব্যবধান?
চালচুলো ভিজে যায়
ঘরে বসে থাকা দায়
বিধাতাকি দিবেনা এর কোন সমাধান?

কিশোরী কোটা পেরিয়ে হয়েছি যে আমি মা-
তাই এই বর্ষা, আজ মনে প্রেম আনে না,
জাদু-সোনাটারে; কি করে রাখব যতনে-
ভাঙ্গা ঘর, বারি ধারা, ভেঙ্গে আসা তুফানে?

তোমার সে দায় নেই
ঘরে তো অভাব নেই
বর্ষা তোমাকে ভাসায় প্রেমের যমুনায়,
সড়কের দ্বীপ ধরে
হেঁটে ফিরে যাও নীড়ে
স্নান সারো গরম জলে বাথটাবটায়।

বৃষ্টি মাঝে সারাটি প্রহর অলস বসে-
বাবুর বাবা থাকে রিকসায় দেহ কষে,
উদাস তাঁকায় সে, হাল ছেড়ে ঊধর্্ব পানে-
ঘরে কি জুটবে আহার? কি জানি কে জানে!

আমাদের এ নিয়তি
জীবনটা ইতি উতি
বাবুটাও রাস্তায় হাত ধরে জনে জনে,
কদমের ফুল বেঁচে
দুখের কিছুটা ঘোচে
অভাবে কেটে যায় দিন, হাত গুনে গুনে।

আমিও মানুষ হই, আমারও মন আছে
বর্ষার রিনিঝিনি আমারও মনে বাজে,
মন চায় ঘুরতে, তিন জনে এ শহর-
আসবেনা কভু জানি জীবনে এ প্রহর।

সাম্যবাদ এলে মানি
পূর্ণ হবে স্বপ্ন খানি
মিটে যাবে জীবনে আছে যত আহলাদ,
সেদিনের স্বপ্ন গড়ি
হাতে নিয়ে থালা হাড়ি
খুজে ফিরি; ফুটোয়- জল পড়ার বিলাপ।

ভাঙ্গা ঘর, বর্ষা- মনের অনাহূত সৃষ্টি
কল্পনার বেড়াজালে সুখ স্বপ্নের দৃষ্টি,
উদাসী বর্ষাদুপুরে নীরবে স্বপ্ন বুনি
হৃদয় গহীনে বর্ষার কলতান শুনি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বাউল অনেক চমৎকার কবিতা । শুভ কামনা করছি।
jebon nesa hena খুব ভাল হয়েছে ...........................
জনী চৌধুরী আমার খুব ভাল লাগল...
আবু ওয়াফা মোঃ মুফতি জীবন বোধের গভীর ছাপ কবিতায় স্পস্ট, ভালো লাগলো |
সূর্য সবার মন্তব্যের পরে তার উত্তরে ধন্যবাদ জানালে নেটওয়ার্কে গল্পকবিতার নাম ভেসে ওঠে। এতে নেটে নিয়মিত থাকার একটা লাভ হয়, অনেক নতুন পাঠক সেই গল্পকবিতায় ক্লিক করে লেখাটা পড়ে। তাই এমাসে পাঠকের মন্তব্যের উত্তরগুলো/ধন্যবাদ ব্যক্তিগতভাবে দেইনি। সবার কাছে তাই দুঃখ প্রকাশ করে রাখলাম। কৃতজ্ঞ থাকলাম সবার কাছেই।
অদিতি ভাল, অনেক ভাল☺
ফয়সাল আহমেদ bipul কবিতার শরীরে আকা যে শিরি গুলো আছে তাতে আপনাকে আরোহন করতে হবে l খুব ভালো লাগলো
Muhammad Fazlul Amin Shohag আপনার কবিতাটি আবার পড়তে আসলাম, পড়ে ভালই লাগে। শিহরন জাগে।
ওবাইদুল হক সেরাটা কই জানিনা
ওবাইদুল হক কেমন আছেন সূর্য ভাই । (আপন বষা` জরে মনের গহিনে । আমি বলবনা কাউকে , তবে ভুলিনি কাউকে হোক অবারিত এ প্রেম মানব জাতির কল্যানে । এটা আমার মনের ভাষা ) আর তোমার লেখার ভাষায় , আজো আমি সপ্ন দেখি নিশিতে গোপনে , তোমার গগনে আসেনি বষা` এসেছে তোমার মনের অঙনে । অসাধারন কবিতা লিখেছেন তাই ভাব না দিয়ে পারলামনা । ধন্যবাদ ।

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“ডিসেম্বর ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ ডিসেম্বর, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী