বর্ষা সঙ্গম

বর্ষা (আগষ্ট ২০১১)

সূর্য
  • ৭১
  • 0
  • ৯০
ঝুমুর ঝুমুর বৃষ্টি ঝরে
বৃষ্টি ঝরে এ বর্ষাতে,
হলেম মাতাল খেলায় মেতে
খেলায় মেতে তোর সাথে।

ঘোর ঘন ঘোর বাদল দিনে
বাদল দিনের বদ্ধ প্রাণ,
সজনে পাতার নূপুর পায়ে
নূপুর পায়ের নৃত্যবাণ।

জানলা ধরে অনেক দূরে
অনেক দূরে তাকিয়ে রই,
বুকের ভিতর অচিন পাখি
অচিন পাখি পায়না থই।

কামনার মেঘ বৃষ্টি হয়ে
বৃষ্টি হয়ে ঝরেই যায়,
মনের কথা খুলে বলা
খুলে বলা হলো দায়।

অনেক দূরে হঠাৎ করে
হঠাৎ করে পড়ল বাজ,
থামল নাচন খুলল নূপুর
খুলল নূপুর গায়ের সাজ।

অলস দুপুর জড়িয়ে গায়
জড়িয়ে গায় প্রেম সরোবর,
প্রেমের ছোয়ায় সিক্ত অধর
সিক্ত অধর জমাট আদর।

ঝুমুর ঝুমুর ঝরিয়ে বাদল
ঝরিয়ে বাদল থামল বান,
প্রেমের ছোঁয়ায় গা এলিয়ে
গা এলিয়ে দেহের টান।

প্রস্ফুটিত আলোর ছোঁয়া
আলোর ছোঁয়া চারদিকে,
সূর্য এলো মাঝ গগণে
মাঝ গগণে ঝিকমিকিয়ে।

বর্ষার মেঘ কাটলো এবার
কাটলো এবার সব আঁধার,
কষ্টরা সব হারিয়ে গেল
হারিয়ে গেল দিন কাঁদার।

জানলা খুলে হাত বাড়িয়ে
হাত বাড়িয়ে আলো ছোঁয়া,
চারপাশ সব আলোয় ভাসে
আলোয় ভাসে তোর কায়া।

সত্য আলোর সব চাওয়া
সব চাওয়া আজ পুর্ণ হল,
মনের গহীন স্বপ্ন আমার
স্বপ্ন আমার জীবন পেল।

বর্ষা সঙ্গমে জীবনের ব্যাপ্তি
জীবনের ব্যাপ্তি হল পরিপূর্ণ,
মনে থাকা কালো মেঘ
কালো মেঘ বর্ষায় চূর্ণ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাইফ চৌধুরী সুন্দর ছন্দে অনেক ভালো একটা কবিতা লিখেছেন। বর্ষা সংখ্যায় আমিও একটা ছন্দময় কবিতা সাবমিট করেছিলাম।২০১১ এ।
ভালো লাগেনি ৫ ফেব্রুয়ারী, ২০১৪
সূর্য সবার মন্তব্যের পরে- তার উত্তরে ধন্যবাদ জানালে নেটওয়ার্কে গল্পকবিতার নাম ভেসে ওঠে। এতে নেটে নিয়মিত থাকার একটা লাভ হয়, অনেক নতুন পাঠক সেই গল্পকবিতায় ক্লিক করে লেখাটা পড়ে। তাই এমাসে পাঠকের মন্তব্যের উত্তরগুলো/ধন্যবাদ ব্যক্তিগতভাবে দেইনি। সবার কাছে তাই দুঃখ প্রকাশ করে রাখলাম। কৃতজ্ঞ থাকলাম সবার কাছেই। সবাই ভালো থাকবেন|
আসলাম হোসেন এক কথায় অসাধারণ.....।
সোহেল007 কবি গুরুর একটি গান শুনেছিলে "তুমি কেমন করে গান কর হে কবি"। আমার বলতে হচ্ছে "তুমি কেমন করে ছন্দ গাঁথ হে কবি"। ছন্দের খেলায় প্রতিটি দিন তোমার কাটুক আনন্দে। শুভ কামনা রইল।
অদিতি কবিতা পড়ে কেমন যেন একটা শিহরণ জাগে। একটা মাতাল করা তাল এনে দেয়। অসাধারণ
Akther Hossain (আকাশ) দারুন লাগলো !
সূর্য এই কবিতার সকল পাঠকের প্রতি কৃতজ্ঞচিত্তে ধন্যবাদ থাকলো। সবার কাছেই কৃতজ্ঞ রইলাম।
পন্ডিত মাহী আমি বুঝি কম, কিন্ত এটা পড়লেই সুরে ছন্দে এলোমেলো হয়ে যাই... সুর্য ভাইকে বলতে ইচ্ছে করে... সুরের সাগর দিচ্ছি পারি,সুরের নাই ঘর আর বাড়ি, ইচ্ছে হলেই কাঁদি হাসি সুরেরই মায়ায়। আমি মুঠোয় ধরে স্বপ্ন কিনি, মুঠোয় ধরে প্রেম... আমি সুরের মাঝে বাধাই করি, তোমার ছবির ফ্রেম...
মনির খলজি দীরুক্তিশব্দের সমাহার কবিতাটির বিশেষ দিক.. যা শুধু গানের ক্ষেত্রে সুন্দর সুর-তাল-লয় সৃষ্টি করে বেশি....সুন্দর লিখেছেন।
মামুন ম. আজিজ প্রিয়তে নিলাম। ....বর্ষার বৃষ্টির রিনিঝিনি সুরে যে ছন্দমাতাল সুর তার খানিক পেলাম এই খানে এই চটুল আবেগী দিগন্ত বরিষন কবিতায়।

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪