তোমার প্রতীক্ষায়

অস্থিরতা (জানুয়ারী ২০১৬)

আল মামুন
  • ১৫
  • ৬৬
আজ থেকে ঠিক তিন বছর আগে তাকে প্রথম দেখা অন্যপ্রকাশনের স্টলে,
কি যে এক মায়াবী লাবণ্যময় টোলপরা সচ্ছ মসৃণ মুখ-খানি তার,
কাশফুলের ছাওনিতে যেন বাসা বেঁধেছে দুটি হরিণী চোখ
আর কাজলের আলপনায় মুড়িয়ে রেখেছে মায়ার দৃষ্টি,
তার বর্ণহীন ভেসলিন মাখা ঠোঁটে লাল পদ্মের ডুবন্ত হাসি
আর অনাবিল রূপ তুলেছিল আমার মন পাজরে অজানা শিহরন,
তার কার্লি চুলে দখিণা বাতাস ভাসছিল শ্রাবণের মেঘ হয়ে,
তার সবুজ শাড়ির আঁচলের নকশীকাথায়
উড়ছিল ছোট ছোট ভালোলাগার লাল নীল প্রজাপতি,
যেন বসন্তের সমস্ত নিংড়ানো রং এঁকে দিয়েছে
তার কপালে এক বিন্দু লাল জলের টিপ,
তার আধো খোলা আঁচলে ঢাকা বক্ষখানি
ফুলের গন্ধ নিয়ে আসছিল ইথারে,নিঃশব্দে!
তার প্রতিটি নিঃশ্বাসের আগুন পোড়াতে ছিল আমার দীর্ঘশ্বাস,
আমি উন্মাদ বৃত্তাকার মাঝে ঘুরপাক খেতে ছিলাম আশার আলো ছায়ার,
ভাসতে ছিলাম স্বপ্নমাখা কাগজের নৌকায় হাসনাহেনার সুবাসে।

অতঃপর...
তার রুনুঝুনু শব্দে চলে যাবার কালো গাঢ় পথটি আমায় স্পর্শ করে,
আমি ফ্যালফ্যাল করে ফ্যাকাসে মনে অনুভব করি
নিজ হৃদয়ে ঝরছে বেদনার নীলজল!
তাইতো আনমনে ব্যাকুল হৃদয়ে প্রতি বছর এই সময়ে অপেক্ষা করি
তোমার কেনা সেই দিনের বইটি হাতে-
সেই অন্যপ্রকাশনায়...
সেই স্টলে....
তোমার প্রতীক্ষায়. ....
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আবু রায়হান মিছবাহ বেশ ভালো হয়েছে....,শুভ কামনা
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০১৬
শ্রী সঞ্জয়--- দারুন লিখেছেন কবিবর . সুন্দর ভাবনা . সাথে ভোটও রইল .
ভালো লাগেনি ২০ জানুয়ারী, ২০১৬
উৎসাহিত হলাম আপনার মন্তব্যে। খুব খুব ভালো থাকবেন । ভালবাসা নিরন্তর ।
ভালো লাগেনি ২৪ জানুয়ারী, ২০১৬
নাসরিন চৌধুরী হুম বেশ লিখেছেন, বর্ননায় ভালবাসা ঝরে পড়ছিল- সাথে প্রতীক্ষা। শুভেচ্ছা জানবেন
ভালো লাগেনি ১৯ জানুয়ারী, ২০১৬
অসংখ্য ধন্যবাদ কবিকে । ভালবাসা জানবেন ।
ভালো লাগেনি ২৪ জানুয়ারী, ২০১৬
গাজী সালাহ উদ্দিন ভালো লাগলো ,আমার পাতায় আমন্ত্রন রইলো
ভালো লাগেনি ১৮ জানুয়ারী, ২০১৬
অসংখ্য ধন্যবাদ কবিকে । ভালবাসা জানবেন কবি । হাঁ, অবশ্যই আসছি আপনার পাতায়। ভালো থাকুন সবসময়।
ভালো লাগেনি ১৯ জানুয়ারী, ২০১৬
হাসনা হেনা ভাল লিখেছেন কিন্তু শাড়ীর আঁচলে নকশী কাঁথা কোথায় পেলেন। শুভ কামনা রইল।
ভালো লাগেনি ১৩ জানুয়ারী, ২০১৬
নকশীকাঁথা থেকে কারুকাজ উদ্দেশ্য নিয়েছিলাম, ফের সেখান থেকে ভালবাসার রঙিন আকাশ! অনেক অনেক ভালো লাগলো আপনার মত মানুষ পাশে পেয়ে। আপনার সুস্থ সুন্দর সুখময় দীর্ঘায়ু জীবন কামনা করছি । ভালো থাকবেন সব সময় আমাদের সবার জন্য ।
ভালো লাগেনি ১৯ জানুয়ারী, ২০১৬
জুনায়েদ বি রাহমান দারুণ উপস্থাপন। ভালো লাগা রেখে গেলাম কবি।
ভালো লাগেনি ১১ জানুয়ারী, ২০১৬
কবিকে জানাই অসংখ্য ধন্যবাদ । ভালো থাকবেন কবি । শুভেচ্ছা রইলো আপনার জন্য ।
ভালো লাগেনি ১২ জানুয়ারী, ২০১৬
তানি হক ভালো লাগলো উপমা মুখোর কবিতাটি ... কবিকে ধন্যবাদ ও শুভেচ্ছা ।
ভালো লাগেনি ৮ জানুয়ারী, ২০১৬
কবিকে জানাই আমার ভালোবাসা । কবির মন্তব্যে উৎসাহিত হলাম । কবির সুস্থ সুন্দর সুখময় দীর্ঘায়ু জীবন কামনা করছি । ভালো থাকবেন কবি সব ভালোবাসার জন্য ।
ভালো লাগেনি ১২ জানুয়ারী, ২০১৬
ইমরানুল হক বেলাল ভালো হয়েছে অসাধারণ কবিতা কথায় ছন্দ দারুণ মিল। ভোট রইল। আমার পাতায় আমন্ত্রণ।
ভালো লাগেনি ৬ জানুয়ারী, ২০১৬
কবির মন্তব্যে অনুপ্রাণিত হলাম। কবিকে জানাই অজস্র প্রীতি ও ভালবাসা । হাঁ অবশ্যই আসব আপনার পাতায়_!
ভালো লাগেনি ৮ জানুয়ারী, ২০১৬
রেজওয়ানা আলী তনিমা শুভেচ্ছা ও ভোট রেখে গেলাম
ভালো লাগেনি ৪ জানুয়ারী, ২০১৬
কবিকে জানাই হৃদয় নিংড়ানো ভালবাসা। শুভেচ্ছা রইলো কবির জন্য অফুরন্ত ।
ভালো লাগেনি ৪ জানুয়ারী, ২০১৬
রুহুল আমীন রাজু চমত্কার শব্দ গাথুনি .......অনেক ভালো লাগলো . আমার পাতায় আমন্ত্রণ রইলো .
ভালো লাগেনি ২ জানুয়ারী, ২০১৬
কবিকে জানাই অজস্র ধন্যবাদ এতো সুন্দর করে উৎসাহিত করার জন্য । কবির সুস্থ সুন্দর দীর্ঘায়ু কামনা করছি ।
ভালো লাগেনি ৪ জানুয়ারী, ২০১৬

২৭ আগষ্ট - ২০১৫ গল্প/কবিতা: ৬ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪