অনেক স্মৃতিকথার মাঝে
যে স্মৃতি আজ ভাস্বর
আর কেউ নয় কন্যা আমার
জানেন ভালোই ঈশ্বর
অনেক প্রার্থনারই বরে
আসলো সে কোল আলো করে
আনন্দেরই বারি ঝরে
নিলাম তারে বুকের পরে
সেই যে খুশির সুখের পবন
ভুলবো আমি বলো কেমন?
ইষ্টদেবই জানেন শুধু
পিতৃ স্নেহের অমোঘ মধু
advertisement