মনে কি পড়ে তোমার সেই দিনের কথা- ঘন শীতের সকাল বেলা শিশিরের ভেজা মেঠো পথ- তুমি আর আমি দু'জন দু'জনার হাত ধরে অনেকটা পথ হাঁটা মনে কি পড়ে- মনে কি পড়ে সবুজ ঘাসে মিশে থাকা শিশিরের উপর দিয়ে তোমার খালি পায়ে হাঁটার কথা। তুমি আামাকে জড়িয়ে ধরে কাঁপছিলে আার আমি তোমাকে জড়িয়ে ধরে রূদের অপেক্ষা করছিলাম মনে কি পড়ে- মনে কি পড়ে- এইতো সেই দিন- গোধূলিতে কমলা রঙের শাড়ী পরে; হাতে লাল চুড়ি কপালে নীল টিপ দিয়ে ছোট বোনের বান্ধবী সেজে আমার বাড়ীতে আসার কথা। মনে কি পড়ে- মনে কি পড়ে তোমার- আমাদের কাশফুলের বাগানের কথা; তুমি প্রজাপতির পিছনে ছুটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলে, মনে কি পড়ে- মনে কি পড়ে- আমি তোমাকে আদর করে তুলে নিয়ে তেমার খোঁপায় জবাফুল গেঁথে দিয়ে ছিলাম আর তুমি হাসছিলে, মনে হয়ে ছিলো! মনে হয়ে ছিলো- সূর্য রতি তার সমস্ত লাল রং তোমার ঠোটে বিলিয়ে দিয়েছে। মনে কি পড়ে- মনে কি পড়ে তোমার এই কথা- এক দিন আমার কোলে মাথা রেখ চোখে চোখ রেখে- বলে ছিলে তুমি আমার শুধু আমার, তোমার এই পৃথিবী নাকি আমাকে ছাড়া অন্ধকার, তোমার এই কথা - কাছে আসা এ সব আজ কেবল স্মৃতি; মাঝে মাঝে স্মৃতিরা এসে শ্রাবণধারার মত দু'চোখর নোনা জলে ভাসিয়ে দেয়ে- আর বলে যায় এই তুমি কত টা অচেনা কত! কত!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আন্তরিক ধন্যবাদ আপনাকে ---
আমার শ্রদ্ধা জানবেন, সম্মানিত।
পাঠকালীন শুভেচ্ছা রইলো -
মূল্যবান সময় দিয়ে পাঠপূর্বক নির্যাস এবং মূল্যায়ন করে আমাকে প্রাণিত করার এই ঋণ আমার জন্য পরম সুখানুভূতি।
---- আপনার সুস্থ সুন্দর সুখী জীবন কামনা করি।
তানজিলা ইসলাম
অনন্যসুন্দর কবিতাটি !
এমন কবিতাপাঠে মন ভরে যায়। ভোট ও আন্তরিক ভালোবাসা রইলো----
আশা করি আমরা আগামি দিন গুলোতে আপনার কলম থেকে এরকম আরো সুন্দর কবিতা উপহার পাবো।
ভালো থাকুন কবি।
ধন্যবাদ, কবি
সশ্রদ্ধ ভালবাসা জানাই
------------
এই যে ছুঁয়ে গেলেন আমার লেখা,
তাতেই মুগ্ধ আমি প্রেরণায় শেখা।
-----------------------------<><><><>
সুখী হোন........... সুন্দর থাকুন..... এটাই আমার চাওয়া।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।