মনে কি পড়ে

শীত / ঠাণ্ডা (ডিসেম্বর ২০১৫)

এম,এস,ইসলাম(শিমুল)
  • ২৬
মনে কি পড়ে তোমার সেই দিনের কথা-
ঘন শীতের সকাল বেলা
শিশিরের ভেজা
মেঠো পথ-
তুমি আর আমি দু'জন দু'জনার
হাত ধরে অনেকটা পথ হাঁটা
মনে কি পড়ে-
মনে কি পড়ে
সবুজ ঘাসে মিশে থাকা শিশিরের উপর
দিয়ে তোমার খালি পায়ে হাঁটার কথা।
তুমি আামাকে জড়িয়ে ধরে কাঁপছিলে
আার আমি তোমাকে জড়িয়ে ধরে
রূদের অপেক্ষা করছিলাম
মনে কি পড়ে-
মনে কি পড়ে-
এইতো সেই দিন-
গোধূলিতে
কমলা রঙের শাড়ী পরে; হাতে লাল চুড়ি
কপালে নীল টিপ দিয়ে ছোট
বোনের বান্ধবী সেজে আমার বাড়ীতে আসার কথা।
মনে কি পড়ে-
মনে কি পড়ে তোমার-
আমাদের কাশফুলের
বাগানের কথা;
তুমি প্রজাপতির পিছনে ছুটতে
গিয়ে হোঁচট খেয়ে পড়ে গিয়েছিলে,
মনে কি পড়ে-
মনে কি পড়ে-
আমি তোমাকে আদর করে তুলে নিয়ে তেমার খোঁপায় জবাফুল গেঁথে দিয়ে ছিলাম আর তুমি হাসছিলে,
মনে হয়ে ছিলো!
মনে হয়ে ছিলো-
সূর্য রতি তার সমস্ত লাল রং
তোমার ঠোটে বিলিয়ে দিয়েছে।
মনে কি পড়ে-
মনে কি পড়ে তোমার এই কথা-
এক দিন আমার কোলে মাথা রেখ
চোখে চোখ রেখে-
বলে ছিলে তুমি আমার শুধু আমার,
তোমার এই পৃথিবী নাকি আমাকে ছাড়া অন্ধকার,
তোমার এই কথা - কাছে আসা এ সব আজ
কেবল স্মৃতি;
মাঝে মাঝে স্মৃতিরা এসে শ্রাবণধারার মত দু'চোখর নোনা জলে ভাসিয়ে দেয়ে-
আর বলে যায় এই তুমি কত টা অচেনা কত!
কত!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিপ্লব পাল আনেক দিন পর একটি সহজ-সরল কবিতা পড়লাম। খুব ভাল লাগলো।
সম্মানিত | শ্রদ্ধেয় |  আপনার ভালোলাগা  ---- আমার প্রয়াসের তৃপ্তি।  বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।  প্রতিদিন প্রতিক্ষণ সুন্দর ও ভাল থাকুন।।
রেজওয়ানা আলী তনিমা ভোট ও অনেক শুভেচ্ছা থাকলো
আন্তরিক ধন্যবাদ আপনাকে ---  আমার শ্রদ্ধা জানবেন, সম্মানিত।  পাঠকালীন শুভেচ্ছা রইলো -  মূল্যবান সময় দিয়ে পাঠপূর্বক নির্যাস এবং মূল্যায়ন করে আমাকে প্রাণিত করার এই ঋণ আমার জন্য পরম সুখানুভূতি।  ---- আপনার সুস্থ সুন্দর সুখী জীবন কামনা করি।
তৌহিদুর রহমান খুব সুন্দর একটা লেখা। অনেক ভাল লাগল।শুভেচ্ছা নিবেন। আর সেই সাথে আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল। ভাল লাগলে ভোট করবেন প্লিজ।।।
পাঠকালীন শুভেচ্ছা ও প্রাণময় ভালোবাসা রইলো।  সুপ্রিয় লেখক / কবি আপনার জন্য শুভাশীর্বাদ। সাথে সাথে আপনার আমন্ত্রণ গৃহীত করলাম কবি।
তানজিলা ইসলাম অনন্যসুন্দর কবিতাটি ! এমন কবিতাপাঠে মন ভরে যায়। ভোট ও আন্তরিক ভালোবাসা রইলো---- আশা করি আমরা আগামি দিন গুলোতে আপনার কলম থেকে এরকম আরো সুন্দর কবিতা উপহার পাবো। ভালো থাকুন কবি।
ভালো লাগেনি ১৮ ডিসেম্বর, ২০১৫
ধন্যবাদ, কবিতা পাঠ করার জন্য। সুন্দর মন্তব্য দিয়ে অনুপ্রাণিত করার জন্য। শুভকামনা সতত। ভালো থাকবেন প্রতিক্ষণ।
ভালো লাগেনি ১৯ ডিসেম্বর, ২০১৫
স্মৃতি জ্জামান দারুন গতিময়,পয়ার বিন্যাস,মাত্রা,স্বরের আড়োলিত প্রকাশ। নেচে নেচে চলা অনুভুতি এনে দেয়, বিমুগ্ধ।ভোট ও শুভেচ্ছা রেখে গেলাম কবি।
ভালো লাগেনি ১৮ ডিসেম্বর, ২০১৫
-----আ ন্ত রি ক ---- ধ ন্য বা দ ----- কবিতা পাঠ করার জন্য। === <>____<> ==== আপনার মঙ্গল কামনা করি, সুখী হোন প্রতিক্ষণ।
ভালো লাগেনি ১৮ ডিসেম্বর, ২০১৫
গাজী সালাহ উদ্দিন সুন্দর
ভালো লাগেনি ১৭ ডিসেম্বর, ২০১৫
আন্তরিক ধন্যবাদ ও প্রাণময় ভালোবাসা রইলো।  কবিতাপাঠ করার এই আন্তরিকতার জন্য।
ভালো লাগেনি ১৮ ডিসেম্বর, ২০১৫
এস, এম, ইমদাদুল ইসলাম কবির কলমে ধার আছে । চালিয়ে যান -------
ভালো লাগেনি ১৫ ডিসেম্বর, ২০১৫
ধন্যবাদ, কবি সশ্রদ্ধ ভালবাসা জানাই ------------ এই যে ছুঁয়ে গেলেন আমার লেখা, তাতেই মুগ্ধ আমি প্রেরণায় শেখা। -----------------------------<><><><> সুখী হোন........... সুন্দর থাকুন..... এটাই আমার চাওয়া।
ভালো লাগেনি ১৬ ডিসেম্বর, ২০১৫
হুমায়ূন কবির আবেগময়ী কবিতা, দারুন ভোট সহ শুভেচ্ছা
ভালো লাগেনি ১৪ ডিসেম্বর, ২০১৫
মন্তব্যযোগে যথার্থ অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ কবি। আপনার জন্যও প্রতি শুভেচ্ছা রইলো। ভালো থাকুন অজস্র।
ভালো লাগেনি ১৫ ডিসেম্বর, ২০১৫
আল মামুন "মাঝে মাঝে স্মৃতিরা এসে শ্রাবণধারার মত দু'চোখ নোনা জলে ভাসিয়ে দেয়ে-" অসাধারণ লিখেছেন কবি....। শুভেচ্ছা রইল
ভালো লাগেনি ১৩ ডিসেম্বর, ২০১৫
হে কবিবর, প্রেরণাদায়ক মন্তব্যে অনুপ্রাণিত হইলাম।ধন্যবাদ।
ভালো লাগেনি ১৪ ডিসেম্বর, ২০১৫
শ্রী সঞ্জয়--- দারুন লাগল । ভোটও বটে ।
ভালো লাগেনি ১০ ডিসেম্বর, ২০১৫
অশেষ ধন্যবাদ কবি, আপনার ভালোলাগা  ---- আমার প্রয়াসের তৃপ্তি।  বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জানাই।  প্রতিদিন প্রতিক্ষণ সুন্দর ও ভাল থাকুন।।
ভালো লাগেনি ১১ ডিসেম্বর, ২০১৫

১২ জুলাই - ২০১৫ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫