হঠাৎ করে পাল্টে গেলে-

ঘৃনা (আগষ্ট ২০১৫)

এম,এস,ইসলাম(শিমুল)
হঠাৎ করেই
তুমি পাল্টে গেলে আবার।
তাই আরেও একবার,
বদলে গেলো আমার আকাশের রং!!!
কষ্ট পেলো মেঘেদের মন,
তাই বৃষ্টি হয়ে রক্ত ঝরছে এই-
অবুঝ হৃদয়ের।
যাকিনা তোমাকে পৃথিবীর সবার ছেয়েও,
বেশী ভালোবেসে ছিলো।
এখন থেমে গেলো সব কোলাহল! "
একবার চেয়ে দেখো অঝর দ্বারায় বৃষ্টি নামছছে
কষ্টের বৃষ্টি......................!!!!!! "
হয়তো একদিন কষ্টরাও ক্লান্ত হবে!!!
আবার আকাশ নীল হবে,
কিন্তু তখন কালো অন্ধকারে ঢেকে যাবে আমার পৃথিবী........''''''!!!!
হ্যাঁ !!
এটাও সথ্যি কোনো দিনও আমার আকাশ আলোকিত ছিলো না।
হঠাৎ করে,
একগুচ্ছো আলো নিয়ে আমার অন্ধকার আচ্ছন্ন পৃথিবী আলোয়
রাঙিয়ে দিয়ে ছিলে,
ভাবিনী যে, এটা ছিলো তোমার ছলনা!
তবে ক্ষণিকের জন্য হলেও-তোমার যাওয়া আসার মাঝখানের এই রুপান্তর।
আমার অবুঝ হৃদয়ের গভীর- ভালোবাসায় অম্লান হয়ে থাকবে এই হৃদয় পটে....চিরো দিন...!!!!
আমি অন্ধকারে,
অন্ধকারে-ই রয়ে গেলাম~~~~???
তুমি আলোর দূত হয়ে অন্য কারো ভূবন আলোকিতো করে দিলে!!
নতুন সুখের আশায়....?
আর আমি আপন করতে গিয়েও~
পর হয়ে গেলাম~~~~!!!
হয়ে গেলাম~~~~ দুরের মানুষ।
আমি না হয় শামুক'এর মতো নিজেই -নিজে'কে নিজের ভিতরে লুকিয়ে নিলাম।
ভালো থেকো তুমি.......!!!!!
যতো 'টা ভালো থাকলে আর মনে পড়বেনা আমাকে```````?
যতো 'টা ভালো থাকলে শুনতে পাবেনা
আমার সথ্যিকার প্রেমের বুক ফাটানো চিৎকার♪♪♪♪!
তবে হ্যাঁ:
যদি কোনো দিন হেরে যাও বা ঘৃণিত হও নতুন সুখের কাছে- সে'দিন বুঝবে পাজর ভাঙ্গার কষ্ট কাহাকে বলে।
♥আর সে দিন জানবে কতোটা ভালোবেসে ছিলাম তোমাকে~~~!!
কতোটা ব্যথা সয়েছি নিরবে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোকসেদুল ইসলাম আবেগীয় লেখা। ভাল লাগল। অামার পাতায় আমন্ত্রণ
আপনার ভালো লাগল জেনে আমারও ভাল লাগল, আনন্দের অনুভূতি হলো। আমার পক্ষ থেকেআপনার প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা। ভাল থাকবেন নিশ্চয়।
মোহাম্মদ সানাউল্লাহ্ যেন একগুচ্ছ আবেগ ঝরে পড়ল ! বেশ ভাল লাগল ।
আপনার চমৎকার মন্তব্যে স্নাত হলাম কবি। আমার পক্ষ থেকে আপনার প্রতি রইল অশেষ কৃতজ্ঞতা ও অফুরন্ত ভালোবাসা। ভাল থাকবেন নিশ্চয়।
সোহানুজ্জামান মেহরান বেশ চমৎকার লিখেছেন। প্রেম, বিরহ, আর ভালবাসা। ভোট রইলো।
কবির বলিষ্ঠ মন্তব্যে প্রাণীত হলাম।  প্রীতি ও শুভেচ্ছা জানবেন প্রিয় কবি-

১২ জুলাই - ২০১৫ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪