একটি কবিতার আত্মহত্যা অথবা পার্থিব বিভীষিকা

পার্থিব (জুন ২০১৭)

রাকিব মাহমুদ
  • ১০
গভীর নীরব রাতে একটি কবিতা আত্মহত্যা করবে বলে
অনেকগুলো ঘুমের ওষুধ হাতে নিয়ে বসে আছে
জানালার বাইরে আকাশে চমৎকার পূর্ণিমার চাঁদ
ঝিরিঝিরি বাতাস বইছে থেকে থেকে শিহরণ জাগানিয়া
এমন একটি মায়াবী রাতে অপ্রিয় কোনো ঘটনা
মেনে নেয়া যায় না!

আমি বললাম, 'এ হতে পারে না, এটা কাপুরুষতা!'
জবাব দিলো, 'বীরপুরুষ হয়েও যদি কিছু করতে না পারি
তবে মৃত্যুই আমার কাছে শ্রেয়।'
বললাম, 'চেষ্টা চালিয়ে যেতে হবে
কখনোই হাল ছেড়ে দিতে নেই...'
ম্লান হাসলো সে। 'চেষ্টা চলবে, এবং এটাই প্রতিশ্রুতি
আমাদের, আমরা পৃথিবীর শেষ দিন পর্যন্ত
সে চেষ্টা চালিয়ে যাবো অবিরত।'
'তবে কেন তোমার এই যুদ্ধত্যাগ?'
'চারদিকে এত নোংরামি, আমার এ চোখদুটো
পুড়ে যাচ্ছে! মগজে আগুন ধরে যাচ্ছে!
ওইসব মানুষরূপী পশুগুলোর আত্মার পচনের গন্ধ
আর সহ্য করতে পারছি না আমি! তাই
তোমাদের এই পচনধরা অসুস্থ সমাজকে আজ
আমি পরিত্যাগ করছি।'
'নিপীড়িত মানুষগুলো-- যাদের তুমি ভালোবেসেছিলে
ওরা যদি তোমাকে কাপুরুষ বলে?
'তা ওরা বলবে না;
ঠিকই বুঝে নেবে, ওদেরকে ভালোবাসি বলেই
ওদের দুর্ভোগ সহ্য করতে পারিনি বলেই
ওদের মুখে হাসি ফোটাতে পারিনি বলেই
আমার এই আত্মহনন। তবে,
আমি আশাবাদি, বিজয় একদিন আসবে, ওরা হাসবে
পৃথবীটা অনেক বেশি সুন্দর হয়ে উঠবে একদিন!'
'ওরা কষ্ট পাবে...'
'ওদেরকে আমার ভলোবাসা জানিও...'
বলতে বলতে গভীর ঘুমের কোলে ঢলে পড়লো সে
ধীরে ধীরে মুদে আসলো হাজার বছরের
প্রাচীন তার চোখদুটো...

আফসোস, আমি কিছুই করতে পারলাম না!
অবশ্য কিছু করার অবশিষ্ট ছিলো না ততক্ষণে আর।

আমি ঘর থেকে বাইরে এসে দাড়ালাম
আজ ছিলো কবিতার প্রিয় রুপালি জোছনার রাত
ঝিরিঝিরি বাতাস বইছিলো থেকে থেকে শিহরণ জাগানিয়া!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ কবির হোসেন ba onno rokom kobita valo laglo.
আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন। কবিতায় প্রশংসাটুকু পেয়ে খুব ভালো লাগলো। পাশে পেয়ে অশেষ কৃতজ্ঞতা। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা রইলো নিরন্তর।
মনিরুজ্জামান মনির সুন্দর ভাবনা
আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন। কবিতায় প্রশংসাটুকু পেয়ে খুব ভালো লাগলো। পাশে পেয়ে অশেষ কৃতজ্ঞতা। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা রইলো নিরন্তর।
নাসরিন চৌধুরী গভীর নীরব রাতের চেয়ে "গভীর রাতে" পড়তে ভালো লাগছিল। কবিতাটি ভালো লেগেছে। অনেক অনেক শুভেচ্ছা
নীরব শব্দটি দিয়ে যে আরো কিছু বলতে চেয়েছি..। আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন। কবিতায় প্রশংসাটুকু পেয়ে খুব ভালো লাগলো। পাশে পেয়ে অশেষ কৃতজ্ঞতা। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা রইলো নিরন্তর।
রুহুল আমীন রাজু চমৎকার কবিতা ...। দারুণ লাগলো । অনেক শুভ কামনা । ( আমার পাতায় আমন্ত্রণ রইলো )
আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন। কবিতায় প্রশংসাটুকু পেয়ে খুব ভালো লাগলো। পাশে পেয়ে অশেষ কৃতজ্ঞতা। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা রইলো নিরন্তর।
নাজমুল হুসাইন নোংরা পৃথীবির জন্য এটাও একটা প্রতিবাদ।তবে আমরা চাই কবিতারা বেচে থাক।ভোট রেখে গেলাম।আমার পাতায় দাওয়াত থাকলো ভাই।
আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন। পাশে পেয়ে অশেষ কৃতজ্ঞতা। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা রইলো নিরন্তর।
কাজী জাহাঙ্গীর বেশ আবেগী মন, অনেক শুভকামনা আর ভোট, ভাল থাকবেন।
আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন। পাশে পেয়ে অশেষ কৃতজ্ঞতা। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা রইলো নিরন্তর।
জয় শর্মা (আকিঞ্চন) প্রকৃতির উদাহরণ বলতে বলতে কিছু বাস্তবিক তুলে ধরে নিল কবিতা শেষ মুহূর্তে! বেশ লিখেছেন। শুভকামনা। আমার পাতায় আমন্ত্রণ।
আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন। কবিতায় প্রশংসাটুকু পেয়ে খুব ভালো লাগলো। পাশে পেয়ে অশেষ কৃতজ্ঞতা। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা রইলো নিরন্তর।
আলমগীর কাইজার আমি আশাবাদী। ধন্যবাদ কবি, অনেক সুন্দর লিখেছেন।
আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন। কবিতায় প্রশংসাটুকু পেয়ে খুব ভালো লাগলো। পাশে পেয়ে অশেষ কৃতজ্ঞতা। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা রইলো নিরন্তর।
মোঃ নুরেআলম সিদ্দিকী কবিতার স্বাধ ও বৈশিষ্ট চমৎকার লাগলো। শেষে বলবো অসাধারণ কবিতা। অনেক অনেক শুভকামনা, বরাবর ভোট ও আমার পাতায় আমন্ত্রণ রইলো......
আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন। কবিতায় প্রশংসাটুকু পেয়ে খুব ভালো লাগলো। পাশে পেয়ে অশেষ কৃতজ্ঞতা। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা রইলো নিরন্তর।
এশরার লতিফ কবিতার স্বেচ্ছামৃত্যু, ভালো লাগলো কবিতাটি।
আপনার মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ জানবেন। কবিতায় প্রশংসাটুকু পেয়ে খুব ভালো লাগলো। পাশে পেয়ে অশেষ কৃতজ্ঞতা। অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভকামনা রইলো নিরন্তর।

০৫ জুলাই - ২০১৫ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫