অর্ধজন্মের অর্ধমানব

উপলব্ধি (এপ্রিল ২০১৬)

তুহেল আহমেদ
  • ১৭
অন্ধকার নামছে চারিদিকে। শীত ততো পড়েনি, তবু আজকের সেই ভোর থেকেই কালো মেঘে ঢাকা আকাশ। আর এখানে?
নাহ, মেঘলা আকাশের কোন প্রভাব পড়ে না এখানে, এই বাড়িতে। ছোট্ট একটি বাড়ি, ঝুপড়ি বাড়িই বলা চলে। তিন দিক দিয়েই উঁচু টিলা আর ঝুপ, এই ঝুপের জন্য ভর দুপুরেও আলো পৌঁছায় না।
সন্ধ্যা নামছে বাহিরে, ধীরে। মাটির ঘরের মাটির বারান্দার মাটির দেয়ালে হেলান দিয়ে বসা এক রক্ত মাংসের মানুষ। ঠিক মানুষ বলা যায়! লোকটা স্বাভাবিক মত চলতে পারে না! জীবনের বেঁচে থাকা যুদ্ধের যোদ্ধাহত এক সময়কার কর্মঠ জোওয়ান, যে ভারী ভারী কাজ একাই করে ফেলতো সিদ্ধ হস্তে, আর আজ সেই তাকেই কেউ কাজে নিতে চায় না!
ওহ! ওকে ডাকবেই বা কেন? ও কি আর আছে!
কালের বিবর্তনে এক অসুস্থ শরীরে পরিনত হয়েছে। এখন ওকে হাঁটতেও হয় পা টেনে টেনে। ডান পায়ের নিচের গোড়ালি আর আঙুলের অংশ পঁচে গলে যাচ্ছে যেন দিনকে দিন। সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই লোকটার। ভ্রুক্ষেপ দিলেই বা চলবে কিভাবে? উনুনে আগুন জ্বালতেও যেখানে ভাবতে হয় সেখানে আবার পা!
আজ আবার অন্য ব্যাপার। লোকটার স্ত্রীর প্রসব ব্যথা উঠেছে, সেই সূর্য ওঠা ভোর থেকেই। বিকেলের দিকে ব্যথা বেড়ে যাওয়ায় পাশের গ্রামের দাই কে ডেকে আনা হয়েছে। জ্বলন্ত প্রদীপের আলোয় ঘর্মাক্ত করুন চেহারা দেখা যাচ্ছে। ঠিক স্পষ্ট নয়, তবু। টিলার ঝোপঘেরা এই ছোট্ট বাড়িতে অন্ধকার নামছে, আর অন্ধকার ছাড়িয়ে প্রতি মুহূর্তেই বাড়ছে এক অসহায় স্রষ্টার চিৎকার, সভ্যতার জন্মধাত্রী এক মায়ের। এই মুহূর্তে এই বাড়িতে আছে লোকটা, লোকটার বাক প্রতিবন্ধী ছোট ছেলে, এক দাই আর পাশের বাড়ির এক মহিলা। এই কয়টি প্রাণ নিঃশ্বাস ফেলছে এই ঝুপড়ি বাড়িতে।
আরো একটি প্রাণ আছে, যেটা এখনো প্রাণ হয়ে উঠতে পারে নি অবশ্য। শুধু কচি দুটি পা দিয়ে সভ্যতা সৃষ্টির জানান দিচ্ছে, আমিই সভ্যতা আমিই এক! একটু পর পর পা দোলাচ্ছে। মহিলা দুজনে সেই কতক্ষণ ধরেই চেষ্টা করছেন এই নব্য মানবকে পৃথিবীর আলো দেখাতে, কিন্তু না। উনারা পারছেন না। স্বাভাবিক নিয়মের থেকে উল্টো কিনা! চেষ্টা চলছে। অন্ধকার ঢেকে নিচ্ছে সব, চিন্তা ক্লিষ্ট আঁখিতে বসা লোকটার চোখের কোণে আটকে থাকা জল, লুকিয়ে যাচ্ছে আঁধার রংয়ে।
এই ঝুপড়ি বাড়ির আরো দুটি প্রাণ আছে, লোকটার ষোড়শী মেয়ে আর বছর দশের ছেলে। ওরা গিয়েছে আরোও এক দাই মাসীর খোঁজে। যারা আছে ওরা কিছু করে কুলে উঠছে না, গলা অব্দি এসে আটকে আছে বাচ্চাটা!
-
রাতের প্রথমদিক, ঝুপড়ি ঘরের আটসাঁট বিছানায় অবচেতন এক মহিলা পড়ে আছে নিস্তেজ হয়ে। তার ঠিক পাশে কচি একটা বাচ্চাকে শুইয়ে রাখা হয়েছে, পাশের বাড়ি থেকে একটু আগের আনা চার্জ লাইটের আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে কচি গলা, থুতনির রক্তাভ ত্বক!
নিঃশ্বাস! নাহ, তা আর নেই, অর্ধ জন্ম হওয়া এই মানবটির আর পৃথিবীর আলো দেখা হয়নি, বুক টেনে নেয়া হয়নি এই কালো পৃথিবীর ঘৃণা ভরা বাতাসের অক্সিজেন।
তাই ভালো। অর্ধ পৃথিবীর ছোঁয়া পাওয়া সেই অর্ধ মানব মায়ের জঠরের ভালবাসা পেয়েছে। পৃথিবীর আলো পাওয়ার পূর্বেই কি এক করুণ নির্মমতার ইতিহাসে পরিনত হলো সে! সেটা কল্পনা করা যায়! আসার পথেই থেমে গেলো তার যাত্রা! এই অবস্থায়ই ফিরে যায় সেখানে, যেখান থেকে সে এসেছিল।
-
কিছু সময়ের ভিতরেই আশেপাশের লোকজনের আগমনে বাড়ি ভরে যায়। মুরব্বী ধরনের লোকেরা কথা শোনাচ্ছে,
'কিরে বেটা তুই? বউয়ের এই অবস্থা! আর দিনে একবার কাউরে ডাকবারও পারলি না! এমনে তো ঘুর ঘুর করছ্ সারাদিন'
'টাকাই কি সব? এতো খারাপ হই গেছে তো যেকোন জায়গা থিকাই কিছু টাকা নিয়া হাসপাতালে লই যাতি পারতি না? সরকারি হাসপাতাল কি বন্ধ হই গেছে নাকি!'
জীবন যুদ্ধের যোদ্ধাহত লোকটি একদৃষ্টে আঁধারে তাকিয়ে ছিল, চোখে ছল ছল করছে এক সমুদ্র চাপা কষ্ট, দারিদ্র্যতার সীমায় বেঁচে থাকার কষ্ট। অবশেষে একপাশে চোখ রেখেই বলে,
'আল্লার মাল আল্লায় নিয়া গেছে, হিটা নিয়া ভাইবা কি হবে? আমি তো তাঁর দিকাই তাকায় ছিলাম। সে কিছু করে নাই, আমার আর কি করার?'

হঠাৎ করে বৃষ্টি নামে, সেই ভোর থেকে জমতে থাকা কান্না গুলো অবশেষে ঝরালো আকাশ। মধ্যরাতের প্রদীপের আলোতে এই ঝুপড়ি বাড়ির নিচের দিককার রাস্তার পাশের মাটিতে শুইয়ে দেয়া হয় বাচ্চাটিকে, চিরতরে। গতরাতের এই সময়ে ও খেলছিলো মায়ের আদরে, কোমলতায়! আর আজ?
আবার বৃষ্টি শুরু হয়, ঠিক বৃষ্টি না। ঝড়, তুমুল ঝড়। কষ্টে যেন ফেটে পড়ছে কালো আকাশের বুক।
-
ভোরের আলো জাগছে, ঝোপঘেরা টিলার ফাঁক হয়ে এক চিলতে রোদ এসে পড়ছে রাস্তার পাশের মাটিতে, সেখানে চোখে ভাসছে ঘাসের মাঝের বেড়া ঘেরা কিছু সাদা মাটির অংশ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রেজওয়ানা আলী তনিমা ভালো হয়েছে তবে আরেকটু বাড়ালে পারতেন। শুভকামনা অনেক অনেক।
মোহাঃ ফখরুল আলম ভাল লেগেছে। ভোট দিতে মন চায়। আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
কেতকী বিত্তহীন, অন্ধকারে নিমজ্জমান জীবনের গল্পে ভোট রইল।
ইমরানুল হক বেলাল একটি মানবী পৃথিবীর আলো বাতাস দেখার পূর্বেই গর্ভ অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিল। মানুষের জন্মটা ভারি অদ্ভুত! আপনার লেখার মাঝে ছোট গল্পের অসাধারণ একটা ভূমিকা রয়েছে । অনেক দুঃখ কষ্টের একটি গল্প। পড়ে মুগ্ধ হলাম । শুভকামনা •••।
আপনার সুন্দর মন্তব্যে ভালো লাগলো
ফেরদৌস আলম কষ্টের গল্প ! মনকাড়ার মত !
পড়ার জন্য ধন্যবাদ :)
Fahmida Bari Bipu চমৎকার লেখা। ছোটগল্পের সব ছোঁয়া বিদ্যমান। শুভেচ্ছা অশেষ।
পড়েছেন দেখে ভালো লাগলো আপু :)
রুহুল আমীন রাজু ভোরের আলো জাগছে, ঝোপঘেরা টিলার ফাঁক হয়ে এক চিলতে রোদ এসে পড়ছে রাস্তার পাশের মাটিতে, সেখানে চোখে ভাসছে ঘাসের মাঝের বেড়া ঘেরা কিছু সাদা মাটির অংশ।............. সুন্দর লেখা.....ভালো লাগলো.শুভেচ্ছা.
শামীম খান ভাল লিখেছেন । শুভ কামনা রইল ।
আপনার প্রতিও অশেষ শুভকামনা :)
গোবিন্দ বীন ভাল লাগল,ভোট রেখে গেলাম।আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।
অবশ্যই দাদা, বসা হয় না তো। কথা হবে।

৩০ মে - ২০১৫ গল্প/কবিতা: ১৯ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫