বক্ষে ধরে রাখিস মাগো মরণ যেদিন হবে আমার; বক্ষে ধরে রাখিস। যাসনে ভুলে তুই আমারে হাজার ছেলের ভীড়ে; রাখিস মনে বাসিস ভালো দিসনে দূরে ঠেলে। তোর মাটির এই কোমল পরশ, ঘাসের মৃদু গন্ধ। তোর নদীর এই মিঠে পানি, বটের শীতল ছায়া। হাজার জনম ধরেও যদি খুঁজি নিখিল বিশ্ব। কোথাও পাবো নাকো আমি কোথাও পাবো নাকো। বক্ষে ধরে রাখিস মাগো মরণ যেদিন হবে আমার; বক্ষে ধরে রাখিস। কাশফুলের এই নদীর তীরে হাঁটতে চাই যে আমি আরো; দেখতে চাই অনেক করে পালতোলা নাও গুলো। জ্যোৎস্না রাতে কোথাও এমন নরম জ্যোৎস্না ঝরে নাকো; ফুলের গন্ধে কানন এমন কোথাও মাতে নাকো। ইচ্ছে করে সব ছেড়ে তোর নরম বুকে ঘুমিয়ে থাকি; পার হয়ে যাক হাজার বছর, ডাকবে না কেউ মোরে। বক্ষে ধরে রাখিস মাগো মরণ যেদিন হবে আমার; বক্ষে ধরে রাখিস।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।