সেই যে বাবা চলে গেল অন্ধকার নিশীথে
চুপি চুপি দূর অজানায় আমায় একা ফেলে।
তারপর আর কোনোদিন বাবা এলো না ফিরে।
ডাকলো না আমায়, আমার নামটি ধরে।
বললো না আমায়, চল যাই দুজনে গঞ্জের হাটে।
কিংবা বকলো না আমায়, পড়া মুখস্থ করিনি বলে।
আজও আমি প্রতিদিন নিশীথে জেগে থাকি একা,
যদি কোনোদিন বাবা ফিরে এসে দরজায় দেয় টোকা।
advertisement