প্রথম প্রহরে

বৈরিতা (জুন ২০১৫)

নীল কণ্ঠ
  • ৭০
সকাল হতে খুব বেশী বাকী নেই আর;

পুবের আকাশ সবে লাল হতে শুরু করেছে,

এক পশলা ঠান্ডা বাতাস এসে জুড়িয়ে গেলো উদোম গা;

একটু আগে থেমে যাওয়া বৃষ্টির পানি চুঁইয়ে পড়ছে-

জানালায় রেলিং ধরে।



অদ্ভুত এক সময় রাত ও দিনের মাঝামাঝি।

বারান্দায় পা গুটিয়ে বসে আছি;

ভাবছি তুমি পাশে আছো,

পরম আদরে বিলি কেটে দিচ্ছো মাথায়!




আচ্ছা শীতল বাতাস কি তোমারও হৃদয় ছুঁয়ে যাচ্ছে,

তুমিও কি ভাবছ-

জীবনের শ্রেষ্ঠ সময়ে আমার পাশে বসে আছো?



বৃষ্টি শেষের নীরবতা, বাতাসে হিম শীতল স্পর্শ

আর অদ্ভুত এক আলো আঁধারীর জগতের ঘোরে

আমি হারিয়ে যাবো,

চিরতরে হারিয়ে যাবো;

যাবে কি আমার সাথে?



কৃষ্ণ গহ্বরের ভীষণ অন্ধকার,

অথবা সূর্যের তীব্র আলোর দিকে

ধরণী প্রসব বেদনায় কাঁপছে;

একটি নতুন দিনের জন্ম হবে,

সেই সাথে জন্ম হবে-

কিছু মানুষের নতুন কিছু স্বপ্নের।

সময়টা বড্ড বেঁয়াড়া

ক্ষণে ক্ষণে রঙ বদলায়,

এই লাল এই নীল এই আবার কাঁচা হলুদ রঙ!



আমি ভাবছি তুমি আমার হাতটি ধরে বসে আছো।

তুমি কি জানো, চুলে লুকিয়ে রাখা তোমার ঘুমন্ত মুখ দেখে

'আরো হাজার জন্ম কৃষ্ণ হয়ে জন্ম নিতে ইচ্ছে করে'!

বুক ফেটে অস্পুট স্বরে বেরিয়ে আসছে

'ভালোবাসি, ভালোবাসি তোমাকে, অনেক ভালোবাসি'!




একটি নতুন সকালের জন্ম হলো,

জন্ম হলো একটি কবিতার।

মুয়াজ্জিনের মিষ্টি মধুর সুর ভেসে এলো;

কবি তার এলোমেলো চোখ দিয়ে তাকিয়ে আছে,

তাকিয়ে আছে সদ্য ভূমিষ্ট কবিতার দিকে

'ভালোবাসি কবিতা তোকে অনেক ভালোবাসি'।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
দীপঙ্কর বেরা বেশ । বেশ ভালো লেখা
ধন্যবাদ স্যার । ভালবাসা নিন
খন্দকার আনিসুর রহমান জ্যোতি একটি নতুন সকালের জন্ম হলো, জন্ম হলো একটি কবিতার। মুয়াজ্জিনের মিষ্টি মধুর সুর ভেসে এলো; কবি তার এলোমেলো চোখ দিয়ে তাকিয়ে আছে, .........// খুব ভালো কবিতা ......অনেক ধন্যবাদ নীলকন্ঠকে ......
স্যার আপনারা ভাল বলছেন এটাই অনেক ...। দোয়া করবেন ।
সোহানুজ্জামান মেহরান আপনার প্রথম কবিতা পড়লাম।বেশ ভাল লাগলো।
ভালবাসা নিন । এভাবে পাশে থাকবেন ...।
গোবিন্দ বীন তাকিয়ে আছে সদ্য ভূমিষ্ট কবিতার দিকে 'ভালোবাসি কবিতা তোকে অনেক ভালোবাসি'। ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
ভাললাগলে আমি খুশি ... ধন্যবাদ
আবুযর গিফারী কার সাথে বৈরিতায় কবিতায় এতো স্রোত এলো বুঝলামনা!!!! তবে কবিতাটি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।
স্যার ... ভালবাসার সাথেই আমার বৈরিতা ...।। ধন্যবাদ

১৯ মে - ২০১৫ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫