মনোরথ

কামনা (আগষ্ট ২০১৭)

শাহ আজিজ
  • ১২
আমার কামনায় ছিলেনা তুমি
কি করে এই অকপট সত্যটা বলি
কামনায় থাকেনা মা থাকেনা দানার কনা
থাকেনা সেই কামনায় দেয়ালের লক্ষ্মীসরা
পুকুর পাড়ের কালচে পাতায় সূর্য কিরন
কিংবা বৃক্ষপৃষ্টে জড়িয়ে ওঠা আশালতার কঙ্কন
ট্রেনলাইনে ছেড়া খোঁড়া লাশের খণ্ড
আষাঢ়ে কৃষ্ণচুড়া – না না তাও নয়
উত্তেজনা প্রশমনে এক কল্কি ধুন
একদম নয় – নয় ছয় করা ভেজাল বাংলা মদ
আমার কামনায় হে নিষ্ঠাবান প্রভু
বাসনা তব দিওনা ঘি পান্তায় মেখে কভু ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন ট্রেনলাইনে ছেড়া খোঁড়া লাশের খণ্ড আষাঢ়ে কৃষ্ণচুড়া – না না তাও নয় উত্তেজনা প্রশমনে এক কল্কি ধুন একদম নয় – নয় ছয় করা ভেজাল বাংলা মদ আমার কামনায় হে নিষ্ঠাবান প্রভু বাসনা তব দিওনা ঘি পান্তায় মেখে কভু ।। ভাল লাগল,ভোট রেখে গেলাম।কবিতা পড়ার আমন্ত্রন রইল।
মোঃ মোখলেছুর রহমান আমার কামনা.........কভু,অসাধারন,ভোট রইল।
জসীম উদ্দীন মুহম্মদ চ ম ত কার আবেশময় কাব্যিক।। শুভ কা ম না নিরন্তর।।
কেতকী অকপটে বলা শব্দগুলো ঝঙ্কার দিয়ে উঠে আপনার কবিতায়। শুভেচ্ছা সহ ভোট রইল।
ঝঙ্কার গুলো নিরহঙ্কার হয়ে ঝরুক এ শ্রাবনে ।
ইমরানুল হক বেলাল আমার কামনায় ছিলেনা তুমি কী করে অকপট সত্যটা বলি। কথা গুলো কবিতার উপমায় বেশ সুন্দর করে ফুটে ওঠেছে। প্রিয় কবির লেখা পড়ে আমি মুগ্ধ হলাম। হৃদয়গ্রাহী কবিতার জন্য রেখে গেলাম ভোট, এইং মুগ্ধতা।
উত্তম এবং তথাস্তু ।
কাজী জাহাঙ্গীর ‘কিংবা ঝোপটা ছেড়ে জলের দোলনায় ভেসে থাকা একজোড়া কলমি লতা যেন কামুক হাওয়ার তাড়নায় জড়িয়ে থেকে পরস্পরে ভরিয়ে দিতে একসারি বীজ নিষিক্ত অমরায়’...অনেক শুভকামনা। ভাল থাকবেন বড় ভাই।
বাহ বাহ , আরেক কবিতা হয়ে গেল । এই অভ্যাসটা কিন্তু একজন কবিকে প্রতিষ্ঠিত হতে সাহায্য করে। তাৎক্ষণিক ছন্দ বা শব্দ একজন কবির অমুল্য সম্পদ।
মোঃ নুরেআলম সিদ্দিকী একদম নয়-নয় ছয় করা ভেজাল বাংলা মদ আমার কামনায় হে নিষ্ঠাবান প্রভু; বাসনার তরে দিওনা ঘি পান্তায় মেখে কভু। অসাধারণ ভাব ভঙ্গি, আর বিন্যাস। সহজে মন ছুঁয়ে গেল। অনেক শুভকামনা ভোট রইলো। সময় হলে আমার পাতায় আমন্ত্রণ।
আমিও কখনো সখনো জঙ্গি হয়ে যাই কলম নামের অস্ত্র হাতে নিয়ে । ধন্যবাদ।

০৮ মে - ২০১৫ গল্প/কবিতা: ৮১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪