ব্যাকরণ

শিক্ষা / শিক্ষক (নভেম্বর ২০১৫)

শাহ আজিজ
  • ১৫
সামনে বটে বইটা খোলা
তবুও কেমন লাগছে ঘোলা
মাথাটা ঠিকই আছে নুয়ে
মনেতো হয়না পড়েছে ঘুমিয়ে !
তবুও জাগে মনে সংশয়
দিনকাল যা না-লাগে ভয়
হতে লাগেনা সময় বিপথগামী
অন্তঃজ্বালা জানেন অন্তর্যামী ।
মৃদু মৃদু দুলছে মাথা
মুখস্ত হচ্ছে নতুন পাতা
কি ভালো পুত্র আমার
উজ্জ্বল করবে মুখটা সবার।
তবুও বিছানা ছেড়ে পা পা করে
গিয়ে দাড়াই একদম ধারে
চক্ষু মুদে কর্ণে তারের মাথা
কোলে ওর মোবাইলটা রাখা
শুনছে রাগিণী তালে তালে
এদিক ওদিক মাথা দুলিয়ে
বায়োলজি রেখে সামনে
শুনছে গান একমনে
ককটেল স্টাডির কি নমুনা
না দেখলে কেউ বুঝবেনা
পুত্রধন জেগে উঠে –দেখে আমায়
“এতরাতে বাবা”! যাও বিছানায়
বললাম আমি আসছেনা ঘুম
শুনব গান মোবাইলে তাই উঠলুম
‘ দেখ বাবা, রবি ঠাকুর নেই এতে’
মন তোমার ভরবেনা তাতে
চলছে এখন রিহানার গান
আছে শুধু আনন্দ বিনোদন ।
বলি আমি ‘তাও শুনব’
তালে তালে আমিও নাচবো
ভালো হবে বাতের ব্যাথা
শিখব কিছু নতুন কথা।
পুত্র সব ভুলে গিয়ে
দেখছে আমায় দূরবীন দিয়ে,
‘বাবা, নির্ঘাত তুমি করছ স্লিপিং ওয়াক
যাও, ওই পড়েছে আমার মায়ের ডাক’।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিলন বনিক সুন্দর ভাবনা..সমসাময়িক...খুব ভালো লাগলো.........
ধন্যবাদ মিলন।
এফ, আই , জুয়েল # দারুন ভাবনার অনেক সুন্দর একটি কবিতা ।।
ধন্যবাদ জুয়েল ।
রেজওয়ানা আলী তনিমা চমৎকার ছন্দময় কবিতা,শুভকামনা রইল
ধন্যবাদ সময় দেবার জন্য ।
সেলিনা ইসলাম চমৎকার কবিতা...! শুভকামনা রইল
ধন্যবাদ সময় দেবার জন্য ।
আল মামুন ছন্দ অসাধারণ! তারা সাথে পিতা পুত্রের শেষের আলাপন! খুব সুন্দর হয়েছে।আমার কবিতা পড়ে দেখতে আমন্ত্রণ জানালাম।
ধন্যবাদ সময় দেবার জন্য ।
গোবিন্দ বীন মৃদু মৃদু দুলছে মাথা মুখস্ত হচ্ছে নতুন পাতা কি ভালো পুত্র আমার উজ্জ্বল করবে মুখটা সবার। তবুও বিছানা ছেড়ে পা পা করে গিয়ে দাড়াই একদম ধারে চক্ষু মুদে কর্ণে তারের মাথা। ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
ধন্যবাদ সময় দেবার জন্য ।
হুমায়ূন কবির ভালোলাগল কবিতাটি।
ধন্যবাদ সময় দেবার জন্য ।
দেবজ্যোতিকাজল ছন্দময় । গতি উত্তম । প্রকৃতি শাশ্বত
ধন্যবাদ সময় দেবার জন্য ।
junaidal বেশ ভালো এবং সুন্দর কবিতা। আমায় মুগ্ধ করেছে। ভোট দিয়ে গেলাম। আমার পাতায় আমন্ত্রণ জানালাম। সাথে দোয়া জানালাম। আমার জন্যে দোয়া করবেন। আপনার মঙ্গল হোক; লেখালেখির জীবনে।
ধন্যবাদ সময় দেবার জন্য ।

০৮ মে - ২০১৫ গল্প/কবিতা: ৮১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪