আজন্মের বৈরিতা

বৈরিতা (জুন ২০১৫)

এস এম খায়রুল বাসার
  • ১৮
চিত্ত আর ভাষ্যের আজন্ম বৈরিতা
বয়ে বেড়ায় দেহ ভেলা।
চিত্তের প্রমিতি সাঁতারে কণ্ঠনালী অতিক্রম;
মুখগহ্বরে প্রলংবিত দন্তাতঙ্ক -প্রকাশে নির্লজ্জ বৈপরিত্য !
স্বপ্ন আর বাস্তবের আজন্ম বৈরিতা
বয়ে বেড়ায় দেহ ভেলা।
পূর্ণিমার চাঁদ দেখি, বসি কল্পনার রাজসিক চেয়ারে।
রজনিগন্ধ্যা আর হাসনাহেনার মাল্য বিনিময়ে –
রাজনৈতিক বৈরিতা মিটিয়াছে, বসিয়াছে সভা;
ধনী-নির্ধন, আম-জনতা একই কাতারে বসা।
ঊষার আলোতে তন্দ্রা ভেঙ্গে দেখি-
অগ্নিদগ্ধের বিপরীতে বুলেটবিদ্ধের যন্ত্রণা
বৈরিতা বাড়ায়াছে ভারি।
শোনা আর দেখার আজন্ম বৈরিতা
বয়ে বেড়ায় দেহ ভেলা।
অসাধারণ বাগ্মিতায় চেতনার জাবর কাটার শব্দে-
দাঁড়ায় স্থির হয়ে।
বাস্তবে দেখি ঠিক বিপরীত কাজটা;
অঝোরে কাঁদে শৃঙ্খলিত বাক্-টা।
বৈরিতা নয় মৈত্রীতা চেয়েছি, চেয়েছি প্রেমের জয়
মিনতিভরে-দু’জনের কাছে ;
অস্তিত্বের নিরন্তর লড়াইয়ে ক্লান্ত আমি
মরণমাঝে লুকাতে চলেছি – এখনও হয়নি রফা।


আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Anamul Haq পূর্ণিমার চাঁদ দেখি, বসি কল্পনার রাজসিক চেয়ারে। রজনিগন্ধ্যা আর হাসনাহেনার মাল্য বিনিময়ে –--------------------Niceeeeee
কানিজ ফাতেমা পূর্ণিমার চাঁদ দেখি, বসি কল্পনার রাজসিক চেয়ারে। রজনিগন্ধ্যা আর হাসনাহেনার মাল্য বিনিময়ে – রাজনৈতিক বৈরিতা মিটিয়াছে, বসিয়াছে সভা; ধনী-নির্ধন, আম-জনতা একই কাতারে বসা।-----nice
হাসনা হেনা অস্তিত্বের নিরন্তর লড়াইয়ে ক্লান্ত আমি মরণমাঝে লুকাতে চলেছি – এখনও হয়নি রফা। valo likhecen. Thank you..
Anamul Haque বৈরিতা নয় মৈত্রীতা চেয়েছি, চেয়েছি প্রেমের জয় মিনতিভরে-দু’জনের কাছে ; অস্তিত্বের নিরন্তর লড়াইয়ে ক্লান্ত আমি মরণমাঝে লুকাতে চলেছি – এখনও হয়নি রফা। ----------------------AwEsOmEeeeeee
গোবিন্দ বীন অসাধারণ বাগ্মিতায় চেতনার জাবর কাটার শব্দে- দাঁড়ায় স্থির হয়ে। বাস্তবে দেখি ঠিক বিপরীত কাজটা; অঝোরে কাঁদে শৃঙ্খলিত বাক্-টা। ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
মোহাম্মদ সানাউল্লাহ্ বৈরিতা নয় মৈত্রীতা চেয়েছি, চেয়েছি প্রেমের জয় মিনতিভরে-দু’জনের কাছে ; অস্তিত্বের নিরন্তর লড়াইয়ে ক্লান্ত আমি মরণমাঝে লুকাতে চলেছি – এখনও হয়নি রফা।-----------------উপলব্ধির চমৎকার প্রকাশ । বেশ ভাল লাগল ।
আপনাদের উৎসাহ আমার লেখার প্রেরণা যোগায়
ফয়সল সৈয়দ পূর্ণিমার চাঁদ দেখি, বসি কল্পনার রাজসিক চেয়ারে।অসাধারণ
মন্তব্য করার জন্য ধন্যবাদ। আরো লেখার উৎসাহ পেলাম।

০১ মে - ২০১৫ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "অবহেলা”
কবিতার বিষয় "অবহেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৪