বৈরী সময়ের কাছে

বৈরিতা (জুন ২০১৫)

ম, ম শফিকুল ইসলাম প্রিয়
  • 0
  • ১৮
বৈরী সময়ের কাছে
হেরে গেছে আমার কবিতা।
ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে
অসম্ভব মৃত্যু যন্ত্রনায় কাতরাচ্ছে
আমার কবিতা।
পুড়ে গেছে ওর ছত্র, গাত্র
পুড়ে গেছে লাইন, শব্দ
পুড়ে গেছে ছন্দ, লয়।
পুড়ে খাক্ উৎপ্রেক্ষা, উপমা।
ওকে বাচানোর মত কোন-
ডাক্তার নেই বার্ন ইউনিটে।
ওর অসহায় কাতর ধ্বনিতে
দুমড়ে মুচড়ে একাকার আমার হৃদয়।
পুড়ে গেছে ওর কন্ঠস্বর
স্তব্ধ হয়ে গেছে ওর সুর।
আমি অসহায় কবি এক
দাড়িয়ে দাড়িয়ে পুড়ে যাওয়া
দেখা ছাড়া আমার আর কোন উপায় নেই।
মানুষ রূপি হায়েনারা
পেট্রল বোমা ছুড়ে পালিয়েছে।
বাঁচাও বাঁচাও আর্তনাদ শুনেও
কেউ এগিয়ে আসছে না
আমার কবিতাকে বাচাবার প্রয়াসে।
আমার কবিতারা পুড়ছে-
বাসের ভিতরে,
ট্রাকের ভিতরে,
লেগুনা, টেম্পু আর অটোর মধ্যে।
শুধু ঢাকার রাজ পথেয় নয়
দেশের অলিতে গলিতে
সব সবখানে।
এভাবে আর কতদিন পুড়বে
আমার কবিতা!
তাদের কি বাচার কোন অধিকার নেই?
পদাঘাত ঐসব রাজনৈতিক-
ধ্বজ্জাধারীদের বুকে ও মুখে
থু থু ওদের মুখে যারা
আমার কবিতাকে বাঁচতে দিল না।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
হুমায়ূন কবির সুন্দর লিখেছেন। শুভেচ্ছা থাকল।
অনেক ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা রইল।
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লাগলো ।
অপনার ভালোলাগায় আমি অনুপ্রনিত।অনেক ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা রইল।
সোহানুজ্জামান মেহরান হয়তো একদিন কবিতা প্রাণ ফিরে পাবে। ভালো লাগা রেখে গেলাম।
সেই আশায় দিনগুনি। অনেক ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা রইল।
গোবিন্দ বীন তাদের কি বাচার কোন অধিকার নেই? পদাঘাত ঐসব রাজনৈতিক- ধ্বজ্জাধারীদের বুকে ও মুখে থু থু ওদের মুখে যারা আমার কবিতাকে বাঁচতে দিল না।ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।
অনেক ধন্যবাদ ভাইয়া। নিরন্তর শুভেচ্ছা রইল।

১৯ এপ্রিল - ২০১৫ গল্প/কবিতা: ১১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪