প্রেম সাগরে

ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৬)

মোহাম্মদ আবুল হোসেন
  • ৫৮
ভালবাসার প্রেম সাগরে ভাসিয়ে দিলাম তরী
রূপের দোলায় দুলছে যে তা আহা মরি মরি!
তোমার চোখে চোখ রেখেছি, অনেক কথা বাকি
হরিণী ওই চোখের ওপর হাজার স্বপ্ন আঁকি।
কে আছে আর এমন করে বাসতে পারে ভালো
আমার বুকে ছড়িয়ে এখন কোটি তারার আলো।
হীরের চেয়েও দামী এ প্রেম এক্কেবারে খাঁটি
চোখ, কপোল আর চিবুকখানা দেখতে পরিপাটি।
যেমন গড়ন তেমনি যে তার দৃষ্টি কাড়া গা
আঙ্গুলগুলো পেন্সিল যেন দেখেই আমি হা!
ঠোঁটের ওপর মিষ্টি হাসি করছে শুধু খেলা
তাই না দেখে কাটিয়ে দেই আমি সারাবেলা।
রেশমি চুলে দুষ্টু বাতাস যায় যে ভালবেসে
তার হাসিতে আমি হাসি, মরি হেসে হেসে।
গল্প বলে কাব্য যেন, যা বলে তাই ভালো
তার কথাতেই আধার রাতে ঘর হয়ে যায় আলো।
মিষ্টি করে বলল সেদিন- ‘তোমায় ভালবাসি
বাসতে হবে ভাল আমার নইলে দেব ফাঁসি’।
ভালবেসে বিবাগী তাই এইতো এখন আমি
প্রেমের সওদা কিনতে আবার হেথায় হোথায় থামি-
শক্ত হাতে হাল ধরেছি প্রেম সাগরে ভয়
জোয়ারভাটা বুঝে বুঝে তবেই চলতে হয়।
রাতে যখন জোছনা ওঠে লজ্জা পেলো চাঁদ
তোমায় আমি হারিয়ে গেনু নেই কিছুতে বাধ।
এমন করে কেমন করে বাসবো তোমায় ভাল
তুমি আমার সারাটা সুখ হোক সাদা কি কালো।
আমার ঘরে ‘বনলতা’ প্রেম ডেকেছে বাণ
সেই তো আমার কল্পকথা আমার দেহের প্রাণ।

আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়েজ উল্লাহ রবি বেশ ভাল লিখেছেন, শুভেচ্ছা জানবেন। ভাল থাকবেন সুস্থ থাকবেন।
গাজী সালাহ উদ্দিন খুব ভালো ,শুভকামনা ।আমার পাতায় আমন্ত্রন রইলো ।
গোবিন্দ বীন শক্ত হাতে হাল ধরেছি প্রেম সাগরে ভয় জোয়ারভাটা বুঝে বুঝে তবেই চলতে হয়। রাতে যখন জোছনা ওঠে লজ্জা পেলো চাঁদ তোমায় আমি হারিয়ে গেনু নেই কিছুতে বাধ। এমন করে কেমন করে বাসবো তোমায় ভাল তুমি আমার সারাটা সুখ হোক সাদা কি কালো। ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
Fahmida Bari Bipu সুন্দর ছড়া। শুভেচ্ছা সহ ভোট রইল।
শাফায়াত আহমাদ ছন্দের মিল দেখে ভালো লাগলো।ভোট দিলাম।আমার পাতায় স্বাগতম।
এফ, আই , জুয়েল # ছন্দে ছন্দে অনেক সুন্দর কবিতা ।।

১১ মার্চ - ২০১৫ গল্প/কবিতা: ১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪