অস্থির সময়, শূন্য ভালবাসা

অস্থিরতা (জানুয়ারী ২০১৬)

মোহাম্মদ আবুল হোসেন
অস্থির সময়, শূন্য ভালবাসা
একবুক হাহাকার শূন্যতা চারদিক
এমনই শূন্যতায় কেটেছে কত যে শীত, ফাগুন
কত যে জ্বলেছে আগুন
কত যে বাণ ডেকেছিল মনে
কিছু তার ধরে রাখিনি।
শুধু আজকের দিনের প্রত্যাশায়- তুমি আসবে
ভালবাসবে, প্রাণ খুলে প্রাণে, চোখে রেখে
চোখ। এ আশায় অস্থির হয়ে আমি
পথ চেয়ে বসে আছি- পাথর দৃষ্টি আমার
শাহবাগের ফুলের দোকান পেরিয়ে যেতেই
টিউশন থেকে জমানো টাকায়
কিনে নিই একটি গোলাপ- তোমাকে দেব বলে!
অস্থির হয়ে বসে আমি- এ প্রতীক্ষা শেষ হয় না
কখন আসবে
পাশে বসবে
তোতা পাখির মতো বলবে ভালবাসার হৃদয়ছোঁয়া
মিষ্টি কথা! আমি তারই প্রতীক্ষায় বসে-
বেলা গড়িয়ে যায়
দেখা নেই তোমার
পায়চারি করি অস্থির এই আমি
ঘাম ছোটে, এই শীতেও ঘামতে থাকি
ভালবাসা কি এভাবেই কষ্ট দেয়-
এ আমার প্রথম প্রেম, তাই বুঝি কষ্টটা বেশি
দাগ কেটে যায় হৃদয়ে!
অকস্মাৎ শাহবাগমুখী ছুটে চলে দলবেঁধে
কিছু টগবগে তরুণ- আমার ভয় হয়
তবে কি আবার সংঘাত, রক্তপাত কোথাও?
আর পারি না অপেক্ষা করতে
হাতের গোলাপ শুকিয়ে গেছে এখন
তাই শাহবাগের দিকে মরা-মনে ফিরতে থাকি-
একি
ভ্যানের ওপর শোয়ানো একটি মেয়ে
কে কে ও! সাবেরা, সাবেরা না!
আমি ছুটে যাই পিছু পিছু- অস্থির সময়ের সঙ্গে
ছুটি ডিএমসিতে জরুরি বিভাগে
ডাক্তার বললেন, নেই। সব শেষ।
আমি শুধু অস্থির সময়, শুকনো গোলাপ হাতে
দাঁড়িয়ে রই পাথর যেন।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Aliraj Islam খুব সুন্দর হইসে
জুনায়েদ বি রাহমান ভালো লাগলো ভাই। ভোট রেখে গেলাম।
গাজী সালাহ উদ্দিন সুন্দর ।আমার পাতায় নিমন্ত্রন রইলো
রেজওয়ানা আলী তনিমা ভালো লাগলো , ভোট রেখে গেলাম
মোহাম্মদ সানাউল্লাহ্ বেশ ভাল ! পাঠককে অস্থিরতার চুড়ান্তে নিয়ে ছাড়লেন কবি ! ভাল লাগল , তাই ভোট দিয়ে গেলাম ।
ভালো লাগেনি ৩ জানুয়ারী, ২০১৬
Thanks brother for your kind comment.
ভালো লাগেনি ৪ জানুয়ারী, ২০১৬
ফয়েজ উল্লাহ রবি শুভেচ্ছা ভাল লেগেছে বেশ ভোট রেখে গেলাম।
গোবিন্দ বীন কিছু টগবগে তরুণ- আমার ভয় হয় তবে কি আবার সংঘাত, রক্তপাত কোথাও? আর পারি না অপেক্ষা করতে হাতের গোলাপ শুকিয়ে গেছে এখন তাই শাহবাগের দিকে মরা-মনে ফিরতে থাকি- একি।ভাল লাগল,ভোট রেখে গেলাম।পাতায় আমন্ত্রন রইল।
ভালো লাগেনি ৩১ ডিসেম্বর, ২০১৫
ধন্যবাদ বন্ধু। ভাল থাকবেন। আসুন একে অন্যকে সহায়তা করি। একজন আরেকজনকে ভোট দিই। এতে আমরা মানসিক স্বস্তি পাব।
ভালো লাগেনি ১ জানুয়ারী, ২০১৬

১১ মার্চ - ২০১৫ গল্প/কবিতা: ১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪