তুমি নেই বলে

ভয় (এপ্রিল ২০১৫)

জুবাইউর রহমান রাজু
  • ১০
এ বর্ষার ভেজা রাতে, তুমি নেই বলে;
সময় মোর কাটে না,চন্দ্রমা আলো দেয় না,
তাঁরা পথ দেখায় না,পাখি গান শোনায় না,
শুধু তুমি নেয় তাই, সকলেই বলে ।

সমুদ্রের ঝড়ো বায়ু বলে বলে যায়,
তোমাকে যে চায় তারা তোমাকেই চায়,
পাখিসব মৃদু কষ্টে বলে বলে যায়,
তোমাকে যে চায় তারা তোমাকেই চায় ।

এ শরতের সন্ধায়, তুমি নেই বলে;
সময় মোর কাটে না,কাঁশফুলও ফোঁটে না,
হাওয়া বয়ে যায় না,মেঘ আকশে ভাসে না ,
শুধু তুমি ভেসে আসো, সকলেই বলে ।

ঝরে যাওয়া আশ্রুরা বলে বলে যায়,
তোমাকে যে চায় তারা তোমাকেই চায়,
হৃদয়ের আনুভূতি বলে বলে যায় ,
তোমাকে যে চায় তারা তোমাকেই চায় ।

এ বসন্তের বিকালে, তুমি নেই বলে;
সময় মোর কাটে না,কোকিল ডেকে যায় না,
হৃদয়ে দোলা দেয় না,আবেশেতে জড়ায় না,
শুধু তুমি ভালবাসো, সকলেই বলে।।

শিশীর পড়ার ছন্দ বলে বলে যায়,
তোমাকে যে চায় তারা তোমাকেই চায়,
ঐ লাল সূর্যের আভা বলে বলে যায়,
তোমাকে যে চায় তারা তোমাকেই চায় ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সেলিনা ইসলাম লিখতে থাকুন...! শুভকামনা রইল।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) বেশ চমৎকার লেখা , ভাল ই লাগলো , কবিকে সালাম ,
এফ, আই , জুয়েল # দারুন ! অনেক সুন্দর একটি লেখা ।।
এস আহমেদ লিটন অসাধারণ কবি! অনেক অনেক ধন্যবাদ!
মোহাম্মদ সানাউল্লাহ্ কতটা কষ্ট মনের ভেতর পুষে রাখলে এমন কবিতা লেখা যায় সেটাই ভাবছি কবি ! ভীষণ ভাল লাগল তাই ভোট রেখে গেলাম । তবে কবিতার “তুমি” কিন্তু দারুন লাকী, নয় কী ?
ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ ।
নাসরিন চৌধুরী হুম প্রিয় মানুষ না থাকলে পাশে এমন হাহাকার হয়---হতেই বাধ্য। কবির জন্য শুভকামনা।
ভালো লাগলো আপনার মন্তব্য ।
আখতারুজ্জামান সোহাগ তুমি বিনে কেমন কাটে বলো আমার প্রহর! কবিতায় হাহাকার মন ছুঁয়ে গেল। শুভকামনা কবির জন্য।
অনেক অনেক ধন্যবাদ ।
শামীম খান তাড়াহুড়া করে লিখেছেন । একটু সাজিয়ে লিখলে আরও বুঝতে পারতাম । শুভেচ্ছা রেখে গেলাম । আগামীতে আরও সুন্দর লেখা পাবো আশা রাখি ।
ধন্যবাদ, আপনার শুভকামনার জন্য ।
নাইমুল খান ছন্দময় সুন্দর কবিতাটা বেশ ভাল লাগল ।
অনেক অনেক ধন্যবাদ ।

০৫ মার্চ - ২০১৫ গল্প/কবিতা: ১০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪