স্বাধীনতা

ত্যাগ (মার্চ ২০১৬)

এ এস এম আব্দুর রোফ
  • ২৬
এই তো বাবা আজ থেকে ৪৪ টা বছর আগে,

মায়ের বোনের কাছে বিদায় নিয়ে

আমাকে,

ছোট্ট ৭ বছরের বাচ্চাটাকে কোলে নিয়ে

ছোট্ট একটু আলতো চুমুতে বললে

বাবা থাক আমি আসছি।

সেই তো গেলে বাবা আর তো এলে না।

পাশের গ্রামের রহিম চাচা

কাদের যেন নিয়ে এল

পড়নে মেলেট্রি জামা

পায়ে বড় বড় জুতা

আবার হাতে মানুষ মারার অস্ত্র।

বাবা শুনতে পাচ্ছ তুমি?

কি বলব সেই অমানুষদের কথা

তোমার সেই বাবুটিকে

তোমারি হাতে লাগানো বড়ই গাছে,

বাধে রেখে আঘাত করলো শেষে,

খুব লেগেছে আমার বাবা, খুব খুব খুব।।

বুবু আর মাকে ওরা

মুখে আসছে না বাবা ……

মা আর বুবুর চিৎকার এ

চারিদিক যেন খা খা

কেউ আসেনি বাবা বাচাতে আমাদের

কেউ কেউ কেউ না।

চলে যায় ওরা অমানুষের দল

পাশের বাশার ওই মৌলবি চাচা

নিয়ে মোরে ঘরে ঢুকে।

দেখি বাবা,

ঈদে দেয়া তোয়ার মায়ের কাপড়ে

ঝুলে আছে বুবু আর মা।

বাবা শুনতে পাচ্ছ তুমি?

আজ ৪৪ টা বছর পর

৫১ তে আমি আজ ,

চুলগুলো পাক ধরেছে

শক্তি ও কমে গেছে,

তবুও এতটুকু কমেনি

ওই পাষানের দল কে গুলি করে মারার ক্ষোভ

তুমি ও তো তখন ৫৩ তে ছিলে বাবাচ,যুদ্ধে গেছ

দেশের জন্য ,দেশের মানুষের জন্য

আজ দেশ স্বাধীন ,তুমি নেই

নেই জননী মা, আর আদরের বুবু।

বাবা আমাদের রান্নাঘরটা হয়তো এখনো আছে

শুধু নেই বুবুর সাথে ঝগড়া করে

আর মায়ের হাতের দুধ ভাত খাওয়াটা।

বাবা আজ ও মনে পড়ে তোমার আসরের নামাজের পড়,

লুঙ্গি আর পাঙ্গাবি পড়ে

বাজারের সেই মুড়ি মুড়কি নিয়ে আসা,

কত মধুর ছিল দিনগুলো বাবা,

ওরা ওই অমানুষগুলো

ভাল থাকতে দিল না আমাদের ।

সেই যে হারিয়েছি তোমায় ,

হারিয়েছি কৈশোর ,যৌবন

আজ বুড়ো হতে চলেছি

তবুও একটি বার বুকটা ফুলিয়ে বলতে পারি বাবা,

আজ আমি , আমার দেশ , আমরা পেয়েছি

আমাদের স্বাধীনতা।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাঃ ফখরুল আলম ভাল লাগল। আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
রুহুল আমীন রাজু কবিতার মত কবিতা ....ভালো লাগলো.
মোহাম্মদ সানাউল্লাহ্ স্বাধীনতা সংগ্রামে মানুষের ত্যাগের ইতিহাস উঠে এসেছে আপনার সার্থক কবিতায় । খুব ভাল লাগল । প্রাপ্যটা রেখে গেলাম ।
ফয়েজ উল্লাহ রবি খুব সুন্দর বেশ ভাল লেগেছে শুভেচ্ছা সাথে ভোট।
ধন্যবাদ্‌ আর সুভকামনা রইল
গোবিন্দ বীন তবুও একটি বার বুকটা ফুলিয়ে বলতে পারি বাবা, আজ আমি , আমার দেশ , আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা।।ভাল লাগল,আমার কবিতা ও গল্প পড়ার আমন্ত্রন রইল।ভোট রেখে গেলাম।

১৭ ফেব্রুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪