তোমার মমতাগুলো

শ্রমিক (মে ২০১৬)

নজিব রায়হান
  • ২৪
আজ ৩ মাস হলো , কম বেশি ৯০ দিন-
তোমায় দেখিনা।
না না ভুল হলো-দেখি,
মোবাইলে তোমার অনেক ছবি আছে,
ভিডিওকলে কথাও তো হলো কতবার।
তারপরও...চৈত্রের দুপুরে ফলের রস, লেবুর শরবত,
ফালুদা-লাচ্ছি কিংবা কোল্ডড্রিংক্স খাওয়ার পরও
যেমন তৃষ্ণা মেটেনা। এক গ্লাস পরিস্কার ঠাণ্ডা পানির জন্য
যেমন আনচান করে মন।
তেমনি তোমাকে কাছ থেকে না দেখার,
তোমার ওই ছোট ছোট অনেক তেল, ঝাল-নুনে খরখরে হয়ে
যাওয়া অমসৃণ হাতের স্পর্শ না পাওয়ার
হাহাকার যায়না আমার।
আমি জানি মা, তোমারও এমনিই হয়।
মোবাইলে যখন বলো ,"বাবা কেমন আছিস?"
তখন চোখের তারায় তোমার আমাকে দেখার অদম্য আকুতি।
যখন বলো," আমি ভালো আছি।"
তখন তোমার চোখ ছলছল করে লোনা জলে।
আর আমি?
যখন গভীর রাত, জানালা দিয়ে দিকভ্রান্ত মেঘের পেছনে ক্ষয়ে যাওয়া চাঁদটাকে দেখতে দেখতে
তোমার কথা মনে পড়ে।
আমি অজান্তেই আমার চিবুকে হাত বুলিয়ে
ছুঁয়ে নেই তোমার চিরনবীন মমতার স্পর্শ।
আমার চিবুক বুড়িয়ে গেছে মা...
কিন্তু তোমার মমতাগুলো যে পেয়ে গেছো অনন্ত যৌবন!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাঃ ফখরুল আলম আবার পড়লাম।
ভালো লেগেছে জেনে ভালো লাগলো,
গোবিন্দ বীন তোমার কথা মনে পড়ে। আমি অজান্তেই আমার চিবুকে হাত বুলিয়ে ছুঁয়ে নেই তোমার চিরনবীন মমতার স্পর্শ। আমার চিবুক বুড়িয়ে গেছে মা... কিন্তু তোমার মমতাগুলো যে পেয়ে গেছো অনন্ত যৌবন!!ভাল লাগল,আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।ভোট রেখে গেলাম।
মোহাঃ ফখরুল আলম প্রবাসী শ্রমিকদের মনে এই ধরনের চিন্তা কাজ করে। ভাল লেগেছে। আমার কবিতা পড়বেন।
কেতকী কবিতার বিষয় "মমতা" ছিল, কিন্তু সেটা কি শুধুই "মমতা" নাকি মে দিবসকে উদ্দেশ্য করে "মমতা" আমি ঠিক নিশ্চিত নই, হয়তো আমি নতুন তাই। তবে কবিতা সুন্দর হয়েছে। ভোট রইল।

১০ ফেব্রুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী