নিরাশার কাফন

হতাশা (অক্টোবর ২০২৫)

আহমাদ মাগফুর
  • 0
  • ১২৭
যদি আমি চলে যাই
কিইবা আসে যায়
বলো দেখি ফাগুনের রাত,
জীবন তো হেরে গেছে
এইবার যেতে হবে
ভালো থেকো নতুন প্রভাত।

ভালো থেকো মায়া ঘেরা
প্রভাতের পুষ্পেরা
ভুলে যেও আমি কে ছিলাম,
ছিলাম তো কিছুদিন
তবুও যদি জমে ঋণ
তুলে দিও দেহের নিলাম।

এটা যদি নাই পারো
হিসেবের ভয় করো
বাড়ে যদি বিস্বাদের ধাপ,
আমাকেই দোষী করে
দিও তবে মনভরে
আরো কিছু নীল অভিশাপ।

সেই শাপ সাথে নিয়ে
সীমানার কাছে যেয়ে
ফিরাবো না আমি এই মুখ,
পথধরে হেঁটে হেঁটে
সন্ধ্যায় থেমে গিয়ে
আঁধারেই খুঁজে নেবো সুখ।



জোনাকিরা নিভে গেলে
ঝিঁঝিঁ পোঁকা থেমে গেলে
উঁকি দিবো আমলকি বনে
পিছুটান ভুলে গিয়ে,
কিছু ব্যথা সাথে নিয়ে
মিশে যাবো মাটির সনে।

চাঁদতারা জেগে শেষে
সকালের রোদ এলে
তোমাদের হবে স্বাগতম,
হাসিভরা সে প্রভাতে
নিশ্চুপ অপঘাতে
মুছে যাবে আমার মাতম।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আল আমিন অনেক সুন্দর হয়ছে, চালিয়ে যান, পাশে আছি
পাঠ এবং মন্তব্যের জন্য আন্তরিক ধন্যবাদ প্রিয় আলামিন আল আমিন!

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

যদি আমি চলে যাই কিইবা আসে যায় বলো দেখি ফাগুনের রাত,

০৮ ফেব্রুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "আতঙ্ক”
কবিতার বিষয় "আতঙ্ক”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ অক্টোবর,২০২৫