হারিয়ে তোমায় ভালবাসি আজ

বাংলাদেশ (ডিসেম্বর ২০১৯)

আহমাদ মাগফুর
  • ৩৬
তুমি যে কী ছিলে আমার
ওগো বুঝে এল ঠিক তোমাকে
হুটকরে ছেড়ে আসবার পর,
দরিদ্র অভাবী তোমার বুকেই যে
রয়ে গেছে আমার ফেলে আসা
ঘোরলাগা স্বপ্নের সোনালী শহর।

শহরের চিরচেনা পথঘাট সেই পুরনো
গলি, গলির মাথার মসজিদ আর
তার পাশে সাদা ধবধবে চুনমাখা বাড়ি,
বাড়ি ভরা মানুষের কলরব, আব্বার
ধমক আম্মার আদর, ভাইবোনের খুনসুটি
রিক্সার টুংটাং আর কিছু ফেরিওয়ালার গাড়ি।

প্রেমিকার যে এলাকা, সেও তো ছেড়ে গেছি
তোমারই কোলে, তোমার মাটিতেই তো সে
হাঁটছে কিংবা ঘাসের উপর বসছে, শীতের
এমন ভূমিকা স্বরূপ আজ নামল যে কুয়াশা
হেমন্তের বাতাসে, কে জানে তার ভেজা আবেশে
অনিচ্ছায় সে আমায় নিয়ে কী কথা ভাবছে।

আজও হয়ত তোমার ভোরেই জেগে ওঠছে
অনভিজ্ঞ আরো কোটি প্রাণ, তারা জাগছে আর
ভাবছে তুমি নিরীহ অসহায়, অনেক হয়েছে
আর নয় এবার যেতে হবে 'তোমাকে' ছেড়ে,
কেবল দূরের সকালে আমিই জানছি তুমি
নাই, তাই পুরান সুখেরা ডাকে শুধু হাত নেড়ে।


যখন ছিলাম তখন তোমায় আমিও তো করেছি
হেলা, চোখ তুলে দেখেনি তোমায় জেনেছি তুচ্ছ
ভেবেছি অজ্ঞানে মহাবিশ্বে তুমি কেবলই 'আনাড়ি',
আজ শত সহস্র দূরে এসে একাএকা বসে কী যে
মনোরম লাগে দেখে তোমার গাঢ় সবুজের জমিনে
লাল রক্তের বৃত্ত এঁকে উড়তে থাকা সেই শাড়ী।

তোমাকে ছেড়ে এসেই মূলত আজ তোমার প্রকৃত
প্রেমে পড়ে গেছি, ভুলে গেছি অতীতের সব পাওয়া
না পাওয়ার দুঃখ আর পুরনো যতসব হিসেব নিকেশ,
তোমাকে দূরে রেখে খোদার কসম
আজ মন ভাল নেই প্রিয় বাংলাদেশ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আহমাদ মাগফুর ভালবাসা মোখলেছ ভাই। নিয়মিত থাকবার চেষ্টা করব! :-)
আহমাদ মাগফুর পাঠ, মন্তব্য এবং উৎসাহের জন্য আন্তরিক অভিনন্দন
মোঃ মোখলেছুর রহমান কবিতা আছে হাতে, নিয়মিত লিখবেন আশা করি।
MD. MOHIDUR RAHMAN লেখা চালিয়ে যাবেন আশাকরি.

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বিষয় বাংলাদেশ। এই বাংলাদেশই আমার জন্ম, শৈশব আর কৈশর ডিঙিয়ে যৌবনের চলমান অনুভূতির স্মৃতিঘর । উচ্চশিক্ষার প্রয়োজনে আজ বাংলাদেশের বাইরে থাকতে হচ্ছে অনেক দিন। দেশে থাকতে বাংলাদেশ নিয়ে যেভাবেই ভেবেছি তবে বিদেশের মাটিতে বসে বাংলাদেশের প্রতি যে প্রেম ভালবাসা আমি উপলব্দি করছি তা কখনও অতীতে কখনো করেনি। বাংলাদেশের প্রতি এই অনুভূতির প্রকাশটুকুই কবিতায় বলতে চেয়েছি।

০৮ ফেব্রুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪