দূরের হাতছানি

দিগন্ত (মার্চ ২০১৫)

আগুন নদী
  • ১৩
বসন্তদূত ডেকে যায় মধু সুখ বাসনায়,
সীমান্ত চুমে যায় ছুঁয়ে যাওয়া ভাবনায়;
একাকী প্রহর প্রেমিক-প্রবর দারুচিনি দ্বীপদেশ
এলাচের বনে আঘ্রাণ সুধা শত, মধুর আবেশ।

সীমারেখা! কোথায় ফুটেছে অঞ্জন, পারিজাত;
সভ্যতা অসহায়! চলো মোরা হই অভিজাত!
এসো হাত ধরো, কিছুক্ষণ আরো পাশাপাশি;
মন্দাকিনী মন্থনে ভেসে জীবনটা দেখে আসি।

ওপারে আগর বনে লেগেছে সুখের ধুম,
বন মল্লিকার পরাগ ছুঁয়ে স্বর্ণলতা নির্ঘুম
দৃষ্টিসীমানা পেরিয়ে নীলাদ্রি যাবো ছাড়িয়ে,
উপল ছুঁয়ে নেবো প্রজাপতি পাখা বাড়িয়ে।

দিগন্তবৃত্তে রূপসী ঝর্ণা, অদেখা নদীর টান
স্বর্ণ চামেলি শাখায় ঝরে হলুদিয়া পাখিরগান,
তারপর আরো দূরে, হবো নির্জন দ্বীপবাসী!
দিগন্তরেখার মত রবো অসীমেরে ভালবাসি।

শুভ্র শীতল মেঘ স্পর্শে হবো অভ্র বৃষ্টিজল,
বিমল প্রেমে তৃপ্ত হৃদয়ে, ফোটাবো নীলকমল;

বসন্ত যায় সখা, তবে আর দেরী নয়!
দিগন্তে হাতছানি দেখো, মনে রেখো না ভয়।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
জালাল উদ্দিন মুহম্মদ দিগন্তবৃত্তে রূপসী ঝর্ণা, অদেখা নদীর টান স্বর্ণ চামেলি শাখায় ঝরে হলুদিয়া পাখিরগান, তারপর আরো দূরে, হবো নির্জন দ্বীপবাসী! দিগন্তরেখার মত রবো অসীমেরে ভালবাসি। ...............// অনন্য ভাব ও কথার মায়াজালে শব্দেরা যেন ডানা মেলেছে দূর দিগন্তে।মুগ্ধতা ছুঁয়ে যায় মন ও মনন।
আকবর হাসান ছন্দময় কাব্যের ঘ্রাণে আমি সর্বদাই বিমোহিত। ভালো লিখেছেন। ভালো থাকুন। প্রাপ্তি যোগ হয়েছে।
রবিউল ই রুবেন সুন্দর কবিতা.
এমএআর শায়েল সম্মান পরীক্ষার পর-হ্যাপি হঠাৎ বাড়ি চলে গেল। হ্যাপি তো আর গেল না, তাকে এক প্রকার বাধ্য হয়েই যেতে হল। কিন্তু তার চলে যাওয়াতে আমার কেন দুঃখ হয়? আমার দুঃখ কেন শেষ হয় না? কেন হ্যাপির এই চলে যাওয়াকে আমার যাওয়া বলে মনে হয় না! কেন মনে হয় ফিরে আসার জন্যই গেছে সে? বিস্তারিত পড়ুন-আমাকে ভালবাসা পাপ! গল্পটিতে এবং আপনার মতামত জানিয়ে সমালোচনা করুন। আপনার জন্য শুভ কামনা রইল।
দীপঙ্কর বেরা Khub Sundar, bhalo. Voted .pl read & vote my writing
মোহাম্মদ সানাউল্লাহ্ ছন্দে ছন্দে চমৎকার শব্দ রাজির মুগ্ধতা ছড়ানো দারুন প্রথম কবিতা ! ভোট রেখে গেলাম ।
প্রিন্স ঠাকুর ভাল। শুভকামনা নিরন্তর। আমার কবিতাটি (দিগন্তের মাঝে বিন্দু) পড়ার আমন্ত্রন রইল।

০৬ ফেব্রুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪