বিনা কারণে অপবাদের বোঝা মাথায় দিয়েছ , ভেঙ্গে দিয়েছ জীবনের সব চাওয়া পাওয়া গুলো , স্বপ্নের নায়ে যা তুলে রেখে ছিলাম তা আজ ভাসিয়ে দিয়েছ অথৈ সাগর জলে । ভাঙ্গা বুক আর স্বপ্নের তরি নিয়ে আজ চললাম উজান স্রোতে দেশ হতে দেশান্তর হয়ে , বুকের মাঝে ভেড়ে ওঠা এক বুক জ্বালা নিয়ে সীমানা ছেড়ে অচেনা পথের যাত্রী হয়ে আজ পথ চললাম। চললাম আর আসবোনা ফিরে কোন দিন ভাঙ্গা তরি ভিরবেনা তোমার ঘাটে, একটু ভালবাসা একটু সুখ আর একটু হেয়ালিপনার অভিমান, যা তুমি বলতে, তবুও যেতাম ভুলে। প্রতিরাতের মত আর কখনো চুমো খেতে আসবোনা এলোমেলো চুল গুলো বেণীর আদলে বাঁধতে আসবোনা , ভোরের ডাকা পাখির মত তোমাকে ডাকতে যাবোনা চোখ মেলে দেখতে পাবেনা তোমার চোখে চোখে আমার এই দৃষ্টি। চলে গেলাম আসবনা আর ফিরে তুমি তোমার সব বুঝে নাও শুধু আমাকে খুজোনা আর ফিরবোনা তোমার অবহেলার পাত্র হয়ে খুজোনা আর খুজোনা। এখন আর সারাক্ষণ বিরক্ত করতে চাইবোনা মোবাইলের সামনে তোমার নম্বরটি থাকলেও কিরিং কিরিং রিংটন বাজবেনা এই অকেজো পুরনো মোবাইল থেকে । শোন একটু উপদেশ দেই তোমায়, যখন তোমার জীবন থেকে অনেক দূরে চলে যাবো কখনো স্মৃতি খুঁজতে যেওনা , পুরনো স্মৃতি গুলো তোমাকে ভাবাতে পারে কাঁদাতে পারে ক্ষনে ক্ষনে অকারণে । চললাম আমি চললাম তুমি সুখী হোও আশীর্বাদ তোমার তরে নিজের শরীরের প্রতি খেয়াল রেখো , খাওয়া দাওয়া ঠিকমত করবে আজ কেন জানি তোমার হাতের খাবার খেতে ইচ্ছে করছে তা তো আর হবেনা যাক যখন কাওকে খাওয়াতে দেখবো নিরবে তোমায় স্মরণ করে চোখের পানি তো পেলতে পারবো । একটু চোখের জল বানের জলে ভাসাতে তো পারবো , আসি , আসবোনা আর ফিরে তুমি এখন মুক্ত পাখি মুক্ত বাতাসে উড়ে চলো মুক্ত মনে নীড়ে। আমি তো আর আসবোনা, আসবোনা আর ফিরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাজী জাহাঙ্গীর
সেপারেশনটা তাহলে হয়েই গেল, আহা সম্পর্কটা টিকলনা হা হা হা...। নিজের ভুল গুলো শুধরে নিতে কেরোসিনের কুপি হয়েই না হয় জ্বলুক হৃদয়...। এত সরল হলে চলে, আরো একটু কাব্যিকতা মিশাতে হবে, সোজা সাপটা বানানগুলো যাতে ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। সর্বেোপরী সাইটের অন্যান্য লেখাগুলোও পড়ার চেষ্টা করতে হবে। নতুন বছরের শুভেচ্ছা, শুভ কামনা আর আমার পাতায় আমন্ত্রন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
তৃতীয় পুরস্কার সনদপত্র।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।