ছবি

ভয় (এপ্রিল ২০১৫)

মুহম্মদ ফজলুল করিম
  • ১২
  • ২৪
তুমি তখন ঝুল-বারান্দা দিয়ে হাঁটতে ,
অফিস-ফেরত রিকশা থেকে তোমার দিকে তাকিয়ে থাকতাম
আর তুমি মুচকি হাসতে দেখে , সেই ছোটকালের মত লাফিয়ে লাফিয়ে
সিঁড়ি বেয়ে উঠতাম , যেন একটুও দেরী না হয়।
সোফায় এলিয়ে বসতাম , আর তুমি পাশে এসে
রাজ্যের গল্প বলতে , হাসতে , ঠাট্টা করতে।
বুকে মাথা নিয়ে চুলে বিলি করে দিতে ,
সারা রাজ্যের ক্লান্তি ধুইয়ে দিতে ।


একদিন বললে কি , আমাদের না একটা বাবু হবে।
আমি কি করেছিলাম মনে আছে ? খুশীতে আত্মহারা হই নি ,
শুধু অল্পবয়সী মেয়েদের মত না বুঝেই কেঁদে উঠেছিলাম।
তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছিলে ,
এমন ভাবে , যেমন ভাবে ভীতু বাচ্চাদের মায়েরা জড়িয়ে ধরে।


সেদিন অনেক কষ্ট পাচ্ছিলে , হাসপাতালের বেডে শুয়েছিলে।
আমি না ভয় পেয়ে শক্ত করে তোমার হাত ধরেছিলাম ,
এমনভাবে , যেন তুমি কোথাও হারিয়ে না যাও।
পারিনি , তুমি হারিয়ে গিয়েছিলে অনন্তকালের বেড়াজালে ,
হারাবার ভয় আর পাওয়ার স্বপ্নটা সত্যি হয়ে গিয়েছিল সেদিন।
ছোট্ট বাবু ছবিকে রেখে গিয়েছিলে ,ওকে কোলে নিয়ে আবারো কেঁদেছিলাম,
সেবার ছিল ছবির জন্যে কান্না , এবার তোমার জন্যে কান্না।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তুলি-সুমি খুব সুন্দর হয়েছে। কষ্টও লাগল
কষ্ট ছাড়া আর কীইবা বলার মত অনুভূতি আছে।
জুন সেবার ছিল ছবির জন্যে কান্না , এবার তোমার জন্যে কান্না। খুব সুন্দর।ভালো লাগা সাথে শুভ কামনা রেখে গেলাম।
তাপস এস তপু প্রেমানুভূতির প্রকাশ !! ভিন্নতা আছে, শুভকামনা রেখে গেলাম।
ভিন্নতাটা রাখতে চাইছিলাম , সব একঘেয়ে হয়ে যাচ্ছিল :(
দীপঙ্কর বেরা সুন্দর লেখা । মন্তব্য ও ভোটের অপেক্ষায়
জসীম উদ্দীন মুহম্মদ তুমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরেছিলে , এমন ভাবে , যেমন ভাবে ভীতু বাচ্চাদের মায়েরা জড়িয়ে ধরে। ------------------------------------------------ অনেক সুন্দর!
অনেক ধন্যবাদ , ভাই।
এফ, আই , জুয়েল # বাহ ! অনেক সুন্দর একটি লেখা ।।
অনেক অনেক ধন্যবাদ ভাই।
ফরহাদ সিকদার সুজন ভালো লাগলো ভাই চালিয়ে যান........ ভোট রইল। আমার পাতায় আমন্ত্রণ রইলো ভাই।
ধন্যবাদ ভোটের জন্যে। আমিও আপনার পাতায় ভোট রেখে গেলাম।
এস আহমেদ লিটন অনেক সুন্দর! ধন্যবাদ!
উৎসাহ দেবার জন্যে , ধন্যবাদ ... :)
মোহাম্মদ সানাউল্লাহ্ স্মৃতির পাতায় ধুল জমে গেছে তবু সতেজ হৃদয় খানি ! বেশ ভাল লাগল দারুন কাব্য গাঁথা ।
অনেক ধন্যবাদ আপনাকে।
শামীম খান ভাল লেগেছে আপনার কবিতা । শুভ কামনা আর ভোট রইল ।
অনেক ধন্যবাদ , আপনাকেও।

৩০ জানুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪