উদাসী ফাল্গুন

ভালোবাসা / ফাল্গুন (ফেব্রুয়ারী ২০১৫)

Krishna Probhat
  • 0
  • ১২৩
ভাবের চিতায় লাগায়ে আগুন,
হা... হাঁকার করে বিরহী ফাগুন,
ছিন্নবীণার গানে।।
দিবসও বেলার শেষে
আঁধারেতে যায় মিশে
কাকলির কলতান।।
আছি কোন ঘাটে নাও বাঁধি-
মোর ভাষা হারা দুটি আঁখি;
ভেবে হয় কূলহারা।।
সে শুধু মরুচারী মরীচিকা,
ফেলে যায় হৃদয়ে ছায়ায় রেখা,
মলিন সাঁঝে ডেকে ডেকে হয় সারা।।
উদাসী হওয়ার গন্ধে মিশে,
যায় সে ধেয়ে বদ্ধর বেশে;
চমক বেগুর হিয়া।।
পলাশ বনে ফাগ লেগেছে'
কুসুম যত উঠল ফুটে;
জোছনা মেঘে চাকার চাতক ডাকছে পিয়া পিয়া।।
টুটিয়া হিমের রাত্রি,
এল নবাগত নবযাত্রী;
মনের হরষে কুহু কুহু কেকা গায়।।
হৃদয়ে মোর কি সুর বাজে,
সরষে ফুলে আগুন লাগে,

প্রাণ করে হায়! হায়!
দিগবধ্ধদের আঁচল উড়ে,
দূরের আকাশ ফেললে ছেয়ে,
লুটে নিলে যা কিছু মোর ধন।
লুটত বাজের ফকির যেন,
বিশের আড়ে চাঁদ চুয়ানো,
মাঠের পরে বনের বাড়ে ছোট আমার মন।।
কোন দেশের কোন রাজা ওরে,
রতন দিলে উজাড় করে;
দূর বিরহীর পায়।।
রতন ফেলে যায় সে ছুটে,
জোয়ার জলে, বাঁধন টুটে-
তিয়াশি সবার ডাকছে মোহনায়।।
শূন্য আমার বুকের মাঝে,
নিত্য ব্যথা চিত্ত রাজে;
বীজন শুষ্ক মরুত পথে।

ছিন্ন সাধের তন্ত্রীখানি,
বাঁধতে কুলায় বীপার বাণী;
অশ্রু মাটি মেখে।।
রে, অভিশপ্ত বিরহী ফাগুন
এল, কুসুম বাগে লাগায়ে আগুন,
লুটায় ধূলায় চিত্ত কুঁড়ি।।
করে লয়ে বিষের বাঁশি।
বাজায় পরাণ দিবানিশি।
ফাগুনের জিঞ্জুরি।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রুহুল আমীন রাজু ভালো লিখেছেন ....শুভ কামনা রইলো .
ভালো লাগেনি ২৮ ফেব্রুয়ারী, ২০১৫
মোহাম্মদ সানাউল্লাহ্ আপনার প্রথম কবিতাটা খুব ভাল লাগল ! শুভ কামনা রইল ।
ভালো লাগেনি ১৩ ফেব্রুয়ারী, ২০১৫
প্রিন্স ঠাকুর ভাল লাগলো... শুভ কামনা। আমার পাতায় আমন্ত্রণ রইল।
ভালো লাগেনি ১০ ফেব্রুয়ারী, ২০১৫
মোজাম্মেল কবির শুভ কামনা রইলো। নিয়মিত লিখে যেতে হবে।
ভালো লাগেনি ৪ ফেব্রুয়ারী, ২০১৫

২৯ জানুয়ারী - ২০১৫ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "নগ্নতা”
কবিতার বিষয় "নগ্নতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৪