প্রাপ্তির হিসেব

প্রায়শ্চিত্ত (জুন ২০১৬)

মোহাম্মদ আহসান
  • 0
ঘড়ি ধরে স্কুল কলেজ ছাত্রজীবন
ঘড়ি ধরে মাঠে খেলা অনুশীলন
খেলোয়াড় জীবনের কঠিন অধ্যবসা,
ঘড়ি ধরে প্রতিদিন চাকরী জীবন
চায়না তবুও মনকষ্টে কাজে আসা,
গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে
দৌড় শিখে ফেলেছি সেই কোন কালে
তারপর ঘড়ির কাঁটার পেছনে ছুটছি তো ছুটছি
কখনও আস্তে কখনও জোড়ে কখনও হোচট খাচ্ছি
কখনও বিশ্রামের ভেতরও বিষম খেয়ে ছুটছি
কিন্ত কেন ছুটছি?ভাববার সময় নেই বলেই ছুটছি,
কিশোর যৌবন পেরিয়ে মধ্য বয়সে এসে
হঠাৎই মনে হলো এতোটা পথ কত দ্রুত চলে এসেছি
কখনও দুঃখে কখনও কষ্টে কখনও হাঁসিতে খুশিতে
কখনও ভাবনায় চিন্তায় বিশাল আকাশের নিচে
নিজেকে খুবই ক্ষুদ্র একা অসহায় মনে হয়েছে,
এখন ভাবি আমার রাজ্য নেই প্রজা নেই প্রাসাদ নেই
হুকুম তামিল করার চাকর নখর পর্যন্ত কেউ নেই,
এতো এতো নেইতে মিলে মিশে একাকার হয়ে গেছে মন
তাই প্রাপ্তি অপ্রাপ্তির হিসেবের আক্ষেপটাও আমার নেই,
এখন যা আছে তাও হিসেব রাখিনা গুনে গুনে
দীর্ঘশ্বাস নেওয়া আর ছাড়ার মাঝে
বুকের ভেতর যে শান্তি থাক না তা বেহিসেবি,
দীর্ঘ চলার পথের প্রাপ্তি সঙ্গি সাথী
তাতো কেবল ঐ নির্ভেজাল দীর্ঘশ্বাসই,
বেশি হিসেব করলে যদি আবার ধুপ করে
আমাকেই থামিয়ে দিয়ে চলে যায় পরোপারে
তখন এ দেহটা মূল্যহীন হয়ে মাটিতেই মিশে যাবে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন দীর্ঘ চলার পথের প্রাপ্তি সঙ্গি সাথী তাতো কেবল ঐ নির্ভেজাল দীর্ঘশ্বাসই, বেশি হিসেব করলে যদি আবার ধুপ করে আমাকেই থামিয়ে দিয়ে চলে যায় পরোপারে তখন এ দেহটা মূল্যহীন হয়ে মাটিতেই মিশে যাবে।ভাল লাগল,আমার কবিতা পড়ার আমন্ত্রন রইল।ভোট রেখে গেলাম।
অর্বাচীন কল্পকার কথা গুলো খুব সুন্দর ভাবে গুছিয়ে লেখা
ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য
মোঃ কামরুল ইসলাম নিরেট ভাবনা। ভালো লাগলো।
ধন্যবাদ আপনাকে পড়ার জন্য
সেলিনা ইসলাম এত কিছু কিছু পাওয়ার মাঝে আসল প্রাপ্তি মাটিতে মিশে যাওয়া,যা সময় নেই কারোর,হয়না ভাবা! সুন্দর লিখেছেন শুভকামনা রইল।
আপনার শুভকামনা পাথেয় হয়ে থাক।আপনার মঙ্গল কামনা করছি
কেতকী প্রাপ্তি অপ্রাপ্তির হিসেব না থাকাই ভালো। আপনার বোধটা আমার পছন্দ হয়েছে। কবিতায় ভোট রইল।
ফেরদৌস আলম আহসান ভাই, এত ভেতরে ডুব দিলেন কীভাবে। সামনে আরো কিছু কবিতার প্রত্যাশা করতেই পারি আপনার কাছে।
ধন্যবাদ ফেরদৌস,আপনার মন্তব্য লেখতে অনুপ্রেরনা জোগাবে

০৬ ডিসেম্বর - ২০১৪ গল্প/কবিতা: ২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪