নৈঃশব্দের সঙ্গিনী

দুঃখ (অক্টোবর ২০১৫)

Fahmida Bari Bipu
  • ১৫
  • ৬০
ব্যস্ততায় ঘিরে রাখা নিদারুণ এই হিসেবী দিনগুলোতেও
আলগোছে ফেলে রাখা বাক্সটাতে আটকে যায় চোখ।
পুরনো জীবনের ছিঁড়ে খুঁড়ে ফেলা যত হিসেব নিকেশ
দুমড়ে মুচড়ে চাপা দিয়ে রেখেছি ঐ বাক্সটাতে।
তোমার ছেড়ে যাওয়া জীবনের যত স্বাক্ষর,
একটু একটু করে বেড়ে ওঠা সম্পর্কের সকল স্মারক
ভীষণ যন্ত্রণায় তাড়িয়ে বেড়াতো সারাক্ষণ।
আমার একাকী জীবনের সংগী হতে সর্বস্ব বাজি রেখে দিত
তোমার ফেলে যাওয়া হতশ্রী স্মৃতিগুলো।
তাড়াতে চাইলেও সেঁটে যেত ঠিকঠাক;
যেমনিভাবে সেঁটে গিয়েছে তোমার অনিন্দ্যসুন্দর মুখখানি
বুকের বা পাশে, একটু নীচে...সূক্ষ্ণ ব্যথায় প্রায়ই জানিয়ে যায় সেটা।
ঝুল বারান্দায় রেখে দেওয়া টবের গাছগুলোতে
সকাল-সন্ধ্যে ফুটে চলেছে সাদা গোলাপী নয়নতারা, বাগানবিলাস।
তোমার যত্নবিলাসী ওরা জানেনা তোমার অন্তর্ধানের কথাটা;
তাই বুঝি ফুল ফোটাতে নেই কোন আলস্য।
চোখের সীমানার মাঝে সর্বত্রই তোমার ছায়া;
নৈঃশব্দের মায়াজালে আবদ্ধ এই তোমাতেই আজ আমার বাস।
শেষ কবে পড়েছিলে ঐ মেরুন শাড়িটা?
কুচিগুলোর রেখা যেন আজও স্পষ্ট হয়ে আছে।
চিরুনির ভাঁজে ভাঁজে বুঝি আটকে আছে কিছু চুল!
তোমার বাহারী খোঁপায় ভারী মানিয়ে যেত কৃষ্ণচূড়া,
দু’একটি পাঁপড়ি কী এখনো এখানে ওখানে খুঁজে পাওয়া যায়?
আয়নার এক কোণে সযত্নে সাঁটা আছে ছোট্ট লাল একটি টিপ;
পুরো ঘরময় ইতি উতি ছড়িয়ে আছে
তোমার নিত্য দিনের হাজারো সংগী সাথি।
সাথে কেন নিলে না বলতো?
বেশ ফাঁকি দিলে আমায় তাইতো?
ভাবছো বুঝি,’কেমন? মজা দেখ এইবার!’
অনন্তলোকের ওপার থেকে হেসেই হয়তো কুটিকুটি।
ফিরে তো আসে না কেউ, তুমিও ফিরবে না জানি;
কেন তবে মিথ্যে ছোঁয়ায় ভুলিয়ে রাখো আমায়?
সত্যিকারের ভুলে যেতে দেওনা এবার!
একটিবারের জন্য............।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Sultan Chy ভালো লাগলো... :)
ভালো লাগেনি ১৯ ফেব্রুয়ারী, ২০১৬
এশরার লতিফ হৃদয় স্পর্শ করা কবিতা, সুন্দর.
অনেক ধন্যবাদ এশরার ভাই, অনেক ব্যস্ততার মাঝেও লেখাটি পড়েছেন।
তৌহিদুর রহমান অসাধারন লেখা। আর কিছু বলার মত খুঁজে পাচ্ছি না এই মুহূর্তে।।।
পড়ার জন্য অনেক ধন্যবাদ।শুভকামনা,
হাসনা হেনা সুন্দর ব্যথিত স্ম্রিতিচারণ। অনেক শুভ কামনা রইল।
অনেক অনেক ধন্যবাদ ও শ্রদ্ধা আপনার জন্য।
তুহেল আহমেদ শেষ কবে পড়েছিলে ঐ মেরুন শাড়িটা ? কুঁচি গুলোর রেখা যেন আজও স্পষ্ট হয়ে আছে । আপনার লিখা কিনা ! সব সময়ই এক একক সত্তা নিয়েই নিজের মত সাহিত্যের স্বার্থকতা কে স্বার্থক করে । অসাধারণ গম্ভীর অনুভূতির অনুভব আপু , সুন্দর --
তুহেল আহমেদ শেষ কবে পড়েছিলে ঐ মেরুন শাড়িটা ? কুঁচি গুলোর রেখা যেন আজও স্পষ্ট হয়ে আছে । আপনার লিখা কিনা ! সব সময়ই এক একক সত্তা নিয়েই নিজের মত সাহিত্যের স্বার্থকতা কে স্বার্থক করে । অসাধারণ গম্ভীর অনুভূতির অনুভব আপু , সুন্দর --
আপনার অনুভূতির প্রাবল্য আমাকে আপ্লুত করল। ধন্যবাদ।
কবি এবং হিমু কুচিগুলোর রেখা যেন আজও স্পষ্ট হয়ে আছে। চিরুনির ভাঁজে ভাঁজে বুঝি আটকে আছে কিছু চুল! তোমার বাহারী খোঁপায় ভারী মানিয়ে যেত কৃষ্ণচূড়া, দু’একটি পাঁপড়ি কী এখনো এখানে ওখানে খুঁজে পাওয়া যায়? _____ লাইন গুলো বেশ লাগলো
অনেক ধন্যবাদ আপনাকে।
জুনায়েদ বি রাহমান বেশ ভালো লাগলো কবি। শুভ কামনা রইলো।
অসংখ্য ধন্যবাদ। ভাল থাকবেন।
রেজওয়ানা আলী তনিমা ভালো লাগলো বেশ, যদিও অন্তমিলের অভাব বোধ করেছি। শুভেচ্ছা।
গদ্য কবিতা। পড়ার জন্য ধন্যবাদ।

০১ ডিসেম্বর - ২০১৪ গল্প/কবিতা: ৬৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪