নিশিকাব্য

নতুন (এপ্রিল ২০১২)

তান্নি
  • ১৯
  • ৮২
সেদিন তুমি বলেছিলে সন্ধ্যার পর পরই তুমি আসবে।
বলতে পারো পাকা কথাই দিয়েছিলে আমাকে।
টেবিলের উপর রাখা মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে,
অপেক্ষার অস্থিরতা নিয়ে
বেলকনির ঘুনে ধরা চেয়ারটায় বসেছিলাম।
যতদুর চোখ যায় শহরের চাকচিক্যে চোখ ধাঁধিঁয়ে যায় ক্রমাগত।
ল্যাম্পপোষ্ট গুলো আকাশে নীরবে জ্বলতে থাকা
নক্ষত্ররাজির সাথে সামঞ্জস্য রাখার প্রয়াসে বুঝি মগ্ন।
গাড়ীর ভেঁপু আর হকারদের শোর আওয়াজে মুখরিত রাজপথ।
জানালার পর্দা সরিয়ে বার বার চোখ ছুটে যায় গেটের দরজায়।
উৎসুখ দৃষ্টি আটকে যায় গেটের কাছে থেমে যাওয়া কোনো গাড়ীর দিকে।
প্রবল আগ্রহী মন বলে, এই বুঝি তুমি এলে।
কল্পনার জাল বুনতে বুনতে প্রসারিত প্রতিক্ষা ক্রমশ ছোট হয়ে আসে।
চৌরাস্তার মোড়ে প্রতিদিনই চা বিক্রির ঢল নামে।
চলন্ত গাড়ী থামিয়ে সেই চায়ের কাপে চুমুক দেয়ার অভ্যাস আমার অজানা নয়
সেই সাথে প্রশংসার পালাতো আছেই!
তাও আবার শুরু হলে থামতেই চায়না!
পুরনো খবরের কাগজে হঠাৎ চোখ আটকে গেলে আর কথাই নেই।
সূচনা থেকে শেষ অব্দি পড়া শেষ হওয়া চাই।
গলির মোড়ে দাড়িয়ে সিগারেট মুখে দেয়ার গল্প ও শুনেছি বহুবার।
চাপা অভিমানে নীরবে কষ্ট পেয়েছি তা ভেবে।
কখনো হেসে কুটি কুটি হই তোমার ঐ বেমালুম ভুলে যাওয়া মনভোলা স্বভাবে
তবুও সবকিছুই কেন জানি তোমাকে মানিয়ে যায়।
এভাবে অপেক্ষার কাল মুহুূর্ত ভাবনার অন্তরালে পেরিয়ে যায়।
নিশুতি রাত গভীর থেকে গভীরতর হয়।
নির্ঘুম সময়গুলো কাটিয়ে দিই তোমাকে নিয়ে নিশিকাব্য লিখে।
প্রতিনিয়তই রাতে দু কলম লিখে যাই নিশিকাব্যের পাতায়।
ঠোটের কোণে একচিলতে হাসি ফোটে তোমার এলোমেলো পথচলা ভেবে।
আর এ যদি হয় আমার প্রতি তোমার চরম অবহেলা!
অজান্তে চোখ ফেটে গড়িয়ে পড়ে অশ্রুর ফোটা।
পরম মমতায় সে অশ্রু শোষে নেয় নিশিকাব্যের পাতা।
সুনীল বাবুর ভারাক্রান্ত মনের অনুভূতির সেই কাব্য 'কেউ কথা রাখেনি।
সেই কারো মতো কথা রাখোনি তুমিও।
কখনোই আমাকে দেয়া কথা রাখা হয়নি তোমার।
আদৌ কখনো হয়তো ভালোবাসোইনি আমাকে!
অভিযোগ নয়, অজান্তে গড়ে উঠা এ অনুরাগ।
এ দূর্বলতা ক্ষমা করো করুণা ভরে।
পারলে কথা দিও অন্যকোনো নতুন সন্ধ্যায়!
আবার নতুন করে সাজাবো আমার নিশিকাব্য।
যার প্রতিটি পাতা অভিযোগের অপবাদ হতে তোমায় মুক্ত করে দেবে গৌরবে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
দিপা নূরী নিশিকাব্য কবিতায় সুন্দর আবেগ প্রকাশ হয়েছে। খুব ভালো লাগলো আপু ।
জালাল উদ্দিন মুহম্মদ আর এ যদি হয় আমার প্রতি তোমার চরম অবহেলা! / অজান্তে চোখ ফেটে গড়িয়ে পড়ে অশ্রুর ফোটা। / পরম মমতায় সে অশ্রু শোষে নেয় নিশিকাব্যের পাতা। // অবেগ আর অনুভূতির অপূর্ব সমাহার। প্রকাশভঙ্গিটাও চমৎকার। ভাল লেগেছে খুব। শুভকামনা অশেষ।
তান্নি বন্ধুরা, সবার জন্য অনেক অনেক ভালবাসা রইলো . সবাই ভালো থাকুন.
মাহ্ফুজা নাহার তুলি অনেক ভালো লাগলো নিশিকাব্য ................এ যেন ছোট্ট হাতে বড় লেখা...........
বশির আহমেদ খুবই আবেগ ঘন নিশি কাব্য । তোমার উত্তর উত্তর উন্নতি কামনা করি । অনেক অনেক ভাল লেগেছে । শুভেচ্ছা তোমার জন্যে ।
হোসেন মোশাররফ অনুযোগ আর অভিমানে ভরা নিশিকাব্য .....
খোন্দকার শাহিদুল হক খুব ভাল লাগল। নিশিকাব্য শব্দের মধ্যে অনেক আগুন। ভাল থাকবেন।
সুমাইয়া শারমিন নির্ঘুম সময়গুলো কাটিয়ে দিই তোমাকে নিয়ে নিশিকাব্য লিখে। চমৎকার।
তানি হক অনেক দিন পরে প্রিয় আপুটার লিখা চোখে পরতেই চমকে উঠলাম ..ভেবেছিলাম তুমি বুঝি হারিয়েই গেলে ..যা হোক অভিনন্দন ..এবং সুভেচ্ছা ..অসাধারণ আবেগময় এই কবিতার জন্য ..কামনা করি আবার ও নিয়মিত হবে ...ধন্যবাদ
আরমান হায়দার কবির ছোট ফ্রেমে কবির বড় ছবি দেখা গেল। প্রতিশ্রুতিশীল লেখা। শুভাশীষ রইল।

০৪ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪