বিষন্ন কাব্য

গ্রাম-বাংলা (নভেম্বর ২০১১)

তান্নি
  • ৪৬
  • ৭৫
ভোর বেলাকার একমুঠো রোদ ফিরে বারে বারে আসে
ব্যার্থ চোখের চাউনিতে যেন বিচ্ছেদ ছায়া ভাসে।
বিষন্ন মনে গড়াগড়ি খেলে জীর্ণ বারান্দাটায়
ক্ষণপরে দূরে সমাধিটাতে আদর বুলিয়ে যায়।
ভরা সাংগুর কিনারায় নামে বুনো শালিকের ঝাঁক
কোথা সেইজন তারাও খোঁজে কীসে এতো ক্ষোভ রাগ?
মনে পড়ে দাদু' সাত কিসিমের গপ্পো বলার দিন,
মাদুর বিছিয়ে আসন পেতে পান চিবানোর সে ক্ষণ।
বাদলা দিনের মেঘের গরজে ভয়ে দুরু দুরু বুক
মিষ্টি ধমক, ভয় পেতে হয়! ঢেকে রাখ তবে মুখ।
শ্বেত আচলের তলায় রেখে দিয়েছ ন্সেহে ভরিয়ে
শুন্য বুক যে ফেটে যায় দাদু কোথায় গেলে হারিয়ে।
ক্ষনে ক্ষনে চোখ উত্থলে উঠে ঝাপসা যে চারিধার
আসবেনা ফিরে ভাবতেযে বুকে ঝড় বহে তোলপাড়।
বলবেনা আর বিস্মিত স্বরে কী যে হবি তুই বোন
দোয়া করি দাদু বড় হ' অনেক বুকের মানিক ধন।
কোমল স্বরের আদূরে সে ডাক 'আয় দাদু শুনে যা'
মিষ্টি পানের খিলি বানিয়েছি মুখে পুরে দিয়ে যা।
বুকের গভীরে লুকানো ক্ষতের অঝোর রক্তক্ষরণ
জানবেনা দাদু ডাকবেনা কাছে এতোই নিঠুর মরণ!
গ্রাম বাংলার মাটিকে যে তুমি বড়ই বাসতে ভালো,
শুয়ে আছ তুমি সে মাটির বুকে এ কেমন প্রেম বলো!
বিধাতার ডাকে সাড়া দিয়ে তুমি ভাসিয়েছ দূর সোপান
ভালো রেখো তারে 'বিধাতা ওগো প্রভু মেহেরবান'।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ ইকরামুজ্জামান (বাতেন) খুব ভালো লাগলো ((শ্বেত আচলের তলায় রেখে দিয়েছ ন্সেহে ভরিয়ে শুন্য বুক যে ফেটে যায় দাদু কোথায় গেলে হারিয়ে। ক্ষনে ক্ষনে চোখ উত্থলে উঠে ঝাপসা যে চারিধার আসবেনা ফিরে ভাবতেযে বুকে ঝড় বহে তোলপাড়।)) এই লাইন গুলো ।
হোসেন মোশাররফ `বিষন্ন কাব্য '.... সত্যি যেন মনটা বিষন্নতায় ভরে গেল...কবির জন্য রইল শুভ কামনা ...
মামুন ম. আজিজ খুব ছন্দে ছন্দে মনের কথা বুনেছ তুমি।
ওয়াছিম এ মরন কি আর ভাল লাগে? দাদু যদি আদর করে না ডাকে।
সূর্য স্মৃতিকাব্য ভাল হয়েছে। দাদু বন্দনায় দাদুর গ্রাম-বাংলা ভালবাসার স্বরুপটাও সুন্দর করে তুলে আনলে..........
রোদের ছায়া কবর কবিতা মনে পরে গেল তোমার কবিতাটি পড়ে/ ভালো লাগা রেখে গেলাম তোমার জন্য/.
সুলতানা জাফরিন পিংকি বিধাতার ডাকে সাড়া দিয়ে তুমি ভাসিয়েছ দূর সোপান ভালো রেখো তারে 'বিধাতা ওগো প্রভু মেহেরবান'। খুব ভালো লিখেছেন।
নিলাঞ্জনা নীল তোমার কবিতা আমাকে আমার দাদুর কথা মনে করিয়ে দিল............. কিছু স্মৃতি কখনো ভোলার নয়.......... অনেক সুন্দর হয়েছে তোমার কবিতা ভালো থেক ........
Tahasin Chowdhury ভাল লাগল কবিতাটি ।

০৪ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ১৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪