এখনও প্রতিটি কাক ডাকা ভোর ভাত ঘুমে ঢলে পড়া ক্লান্ত দুপুর কিংবা পাখিদের ঘরে ফেরা কোনো পড়ন্ত প্রহর চকিতে ছুঁয়ে যায় সেই হারানো সময়।
কখনো কণা এলোমেলো করে যায় নোটিফিকেশনের মৃদু শব্দ দু:খ ভুলায় মন জ্বলে ওঠা মৃদু হাসির দোলায় ভালোলাগাগুলো শেষে সুদূরে হারায়।
কষ্টের দোলাচালে শিহাব ক্রমশ: হারায় দূর থেকে দূরে পরম শূন্যতায় নীল বেদনারা যেথায় আরো নীল হয় কষ্টের নীল কাব্য রচে চরম বিষন্নতায়।
এই কষ্টগুলো দারুন বলেই একা একা গেঁথে চলে শিহাব বেদনার অণুকাব্য- 'মনে পড়ে কোনো আঁধার রাতে হেঁটেছিলে পথ আমার সাথে কেটেছিল ক্ষণ নিমগ্ন সুখে এখন তুমি অন্য কারো বুকে!'
পলাতক স্মৃতির ট্রেইল পানে ধেয়ে আজও শিহাব স্মৃতির মিনার বেয়ে প্রিয়ার শরীর থেকে অদৃশ্য কারো হাত সরিয়ে দিতে চায় অনুভবে কল্পনায় নিঝুম নিমগ্নতায়।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন
এই কষ্টগুলো দারুন বলেই
একা একা গেঁথে চলে শিহাব বেদনার অণুকাব্য-
'মনে পড়ে কোনো আঁধার রাতে
হেঁটেছিলে পথ আমার সাথে
কেটেছিল ক্ষণ নিমগ্ন সুখে
এখন তুমি অন্য কারো বুকে!'
ভাল লাগল,ভোট রেখে গেলাম ।পাতায় আমন্ত্রন রইল।
তাও তো হবার নয়। আমি বৈজ্ঞানিক কল্পকাহিনী পর্বে 'এ কেমন ভালোবাসা' কবিতার জন্য ৩য় হয়েছি। নভেম্বর সংখ্যা। আমার পরবর্তী দুই পর্বে ভোটিং বন্ধ থাকবে- ডিসেম্বর, জানুয়ারী। এই কবিতাটি মানে ফেব্রুয়ারী পর্বে তো বন্ধ হবার কথা নয়।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।