নষ্ট প্রেম

প্রেম (ফেব্রুয়ারী ২০১৭)

আল মামুন খান
  • ১৪
  • ৪৩
কণার সাথে বিচ্ছেদ
সম্পর্ক ভেংগে গেছে
ভরা বসন্ত মিলায়
বাতাসে ভেসে ভেসে।
রোদন ভরা বসন্তে জীবনটা এলোমেলো...

না শত্রু না বন্ধু
কি বলা যায় এমন সময়
না সুসময় না দু:সময়
তবে কি এখন ঘোর অসময়?

শিহাবের রাতের অলস সময়
প্রহেলিকাময়-হারায় দূর নিলীমায়
কুহকী প্রহর একাকি কেটে যায়
চরম বিষন্নতায়।

এখনও প্রতিটি কাক ডাকা ভোর
ভাত ঘুমে ঢলে পড়া ক্লান্ত দুপুর
কিংবা পাখিদের ঘরে ফেরা কোনো পড়ন্ত প্রহর
চকিতে ছুঁয়ে যায় সেই হারানো সময়।

কখনো কণা এলোমেলো করে যায়
নোটিফিকেশনের মৃদু শব্দ দু:খ ভুলায়
মন জ্বলে ওঠা মৃদু হাসির দোলায়
ভালোলাগাগুলো শেষে সুদূরে হারায়।

কষ্টের দোলাচালে শিহাব ক্রমশ: হারায়
দূর থেকে দূরে পরম শূন্যতায়
নীল বেদনারা যেথায় আরো নীল হয়
কষ্টের নীল কাব্য রচে চরম বিষন্নতায়।

এই কষ্টগুলো দারুন বলেই
একা একা গেঁথে চলে শিহাব বেদনার অণুকাব্য-
'মনে পড়ে কোনো আঁধার রাতে
হেঁটেছিলে পথ আমার সাথে
কেটেছিল ক্ষণ নিমগ্ন সুখে
এখন তুমি অন্য কারো বুকে!'

পলাতক স্মৃতির ট্রেইল পানে ধেয়ে
আজও শিহাব স্মৃতির মিনার বেয়ে
প্রিয়ার শরীর থেকে অদৃশ্য কারো হাত সরিয়ে দিতে চায়
অনুভবে কল্পনায় নিঝুম নিমগ্নতায়।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মামুনুর রশীদ ভূঁইয়া বেশ ভালো লাগল... ধন্যবাদ
ডাকপিয়ন খুব ভাল লাগল। আমার পাতায় আমন্ত্রণ রইল...
পারভেজ রূপক বাহ, কণা বেশ ভাগ্যবতী
গোবিন্দ বীন এই কষ্টগুলো দারুন বলেই একা একা গেঁথে চলে শিহাব বেদনার অণুকাব্য- 'মনে পড়ে কোনো আঁধার রাতে হেঁটেছিলে পথ আমার সাথে কেটেছিল ক্ষণ নিমগ্ন সুখে এখন তুমি অন্য কারো বুকে!' ভাল লাগল,ভোট রেখে গেলাম ।পাতায় আমন্ত্রন রইল।
এম ইমন ইসলাম অনেক ভালো লাগলো।
কমল দাশগুপত ভালো লেগেছে ৷ ভোট দিলাম ৷ আমার পাতায় স্বাগত ৷
আমার ভোটিং অপশন বন্ধ, কিভাবে ভোট দিলেন?! তারপর ও অনেক ধন্যবাদ। জি, আসবো ।
কাজী জাহাঙ্গীর গাথুনিতে নতুনত্ব আছে,ভালো লেগেছে কিন্তু ভোটিং অপশন আসছেনা কেন বুঝলাম না।অনেক শুভকামনা আর আমার পাতায় আমন্ত্রণ।
আমি এক পর্বে কবিতায় বিজয়ী হয়েছিলাম মানে ৩য়, পরের দুই পর্বে নিয়মানুযায়ী আমার পোষ্টে ভোটিং অপশন বন্ধ থাকবে, তাই পান নাই। এতো আপনার জানার কথা প্রিয় ভাই।
তাও তো হবার নয়। আমি বৈজ্ঞানিক কল্পকাহিনী পর্বে 'এ কেমন ভালোবাসা' কবিতার জন্য ৩য় হয়েছি। নভেম্বর সংখ্যা। আমার পরবর্তী দুই পর্বে ভোটিং বন্ধ থাকবে- ডিসেম্বর, জানুয়ারী। এই কবিতাটি মানে ফেব্রুয়ারী পর্বে তো বন্ধ হবার কথা নয়।
মিলন বনিক সুন্দর কবিতা...ভালো লাগলো....
ধন্যবাদ মিলন ভাই। আপনার ভালো লাগা প্রেরণা জানবেন।

২৫ সেপ্টেম্বর - ২০১৪ গল্প/কবিতা: ৩০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৫