তবুও আবদ্ধ বৈরিতায়

বৈরিতা (জুন ২০১৫)

মোহাম্মদ সানাউল্লাহ্
  • ১৯
  • ৫৭
জীবনালেখ্যর নাতিদীর্ঘ খতিয়ান মূলে
এখন ও জীবন প্রদীপ জ্বলে জোনাকীর মত
শৈশব রুদ্ধ ছিল নিয়মের বেড়াজালে
কৈশরের উন্মুক্ত-দুরন্ত মাঠ ছিল উর্বর ক্ষেত্র
যেখানে শুরু হ’লো বৈরিতার বীজের বপন !

রক্তস্নাত তারুণ্য খুনের দরিয়া করে পার
হেসেছিল মুক্তির আনন্দে নবোদিত সূর্যালোকে,
অথচ শুরু হ’লো সেথা স্বার্থের সংঘাত-
লোভ-মোহ অশালীন স্বেচ্ছাচারিতার উত্থানে
উন্মোচিত হ’লো বৈরিতার নতুন সংষ্করণ !

ফুঁসে ওঠে ভ্রমর প্রেমের কুঞ্জ ছেড়ে রুদ্রতায় !
বৈরিতার আগ্রাসনে সুখের স্বপ্ন সাধ মোচড় খায়,
জীবন বিচিত্র বড় ! এলো মেলো পথ বেয়ে এগিয়ে যায়
জীবন দেখেছে যেমন পূর্ণিমার ভরা চাঁদ-
তেমনি দেখেছে আবার চাঁদের গ্রহণ !

অশান্তির ছায়া হাসে দানবকে ভালবেসে
দিগন্ত ঘেঁষা যত প্রান্ত গাঁয় !
কখনও ধুসর পথে কিংবা সবুজের শ্যামল ছায়ায়
অথবা কখনও আবার অরণ্যের অসভ্যতায় ।
তবুও বাসর এসে সুখের প্রলেপ হয়ে হৃদয়টা ছুঁয়ে যায় !

এখন ক্রান্তিকাল ! দিগন্তে গোধূলীর আভা,
ক্লান্ত পান্থ ওই অস্বচ্ছ দৃষ্টি নিয়ে পেছনে তাকায় !
ইতিহাসের প্রহরীরা এভাবেই বৈরিতা ভেঙ্গে ভেঙ্গে
আনন্দ-বেদনা নিয়ে প্রহর কাটায় !
এ বুঝি নিয়তিরই প্রহসন অথবা নয় ।

তবু যদি দেখে যেতাম নির্ঘুম ভেজা চোখে-
ভূ-কম্পনের ঝাঁকুনী এসে বৈরিতার উৎসকে জমিনে পুঁতে দিতে-
অথবা সুনামী এসে অপয়া বীজানুকে ধুয়ে দিতে,
হয়তো বা সান্ত্বনার ছোঁয়ায় শীতল হ’তো উত্তপ্ত হৃদয় !
অতৃপ্তি ঘুঁচে যেত, মুখরিত মাতৃভূমি দেখে বিদায় বেলায় ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোহাম্মদ সানাউল্লাহ্ নাছজমু-ছায়াদাত (সবুজ) কে অসংখ্য ধন্যবাদ, চমৎকার মন্তব্য করার জন্য । শুভ কামনা রইল ।
তাপস এস তপু ভাল লাগল। শ্রদ্ধা জানবেন কবি :)
আপনার চমৎকার মন্তব্যে আপ্লুত হলাম । স্নেহাশিস আর শুভকামনা রইল ।
মোহাম্মদ আহসান ভালো লাগলো।
সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ।
অনেক সুন্দর লেখা । মোবাইল থেকে লিখতে হয়েছে তাই মুল কমেন্ট এ লিখতে সমস্যা হচ্ছে
সাদিক ইসলাম মোহাম্মদ সানাউল্লাহ্ মোহাম্মদ সানাউল্লাহ্ ভাই বৈরিতা সুন্দর ভাবে তুলে ধরেছেন ......খুব ভালো লাগলো
আপনাকে অসংখ্য ধন্যবাদ কবিতাটি পড়ে চমৎকার মন্তব্য করার জন্য । আপনার জন্য শুভ কামনা রইল ।
আল আমিন শ্রদ্ধেয় কবি আপনার কবিতার মন্তব্য করার ভাষা নেই আমার। শুধু এটুকুই বলব আমি মুগ্ধ এ লেখায়। শুভাকামনাও শ্রদ্ধা জানবেন। ভোটের মাধ্যমে আপনার প্রাপ্য মেটানো অসম্ভব তবু, যেটুকু ছিল যাহা তাহাই করে গেনু দান
চমৎকার ! এত সুন্দর মন্তব্য করার জন্য কী বলে যে ধন্যবাদ জানাব ভেবে পাচ্ছি না । খুব ভাল লাগল মন্তব্যটা । প্রাণ ঢালা আশীর্বাদ আর শুভ কামনা রইল ।
এশরার লতিফ সুন্দর লিখেছেন, ভালো লাগলো অনেক।
আপনাকে অসংখ্য ধন্যবাদ । শুভ কামনা রইল ।
কবিরুল ইসলাম কঙ্ক ভালো লাগলো কবিতাটি ।
আপনার ভাল লাগা আমাকে অনুপ্রাণিত করে । অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য ।
শামীম খান দারুণ বোধের কবিতা । পড়তে পড়তে একাত্ম হয়ে যাই । শুভ কামনা আর শ্রদ্ধা রেখে গেলাম । ভোট প্রাপ্য .........।
কৃতজ্ঞতার পাশাপাশি অসংখ্য ধন্যবাদ । আপনার দারুন সব মন্তব্য সব সময় আমাকে আবেগাপ্লুত করে ফেলে । শুভ কামনা রইল ।
Abdul karim chy বেশ ভালো লাগা একটি কবিতা।সত্যি হৃদয় ঝংকৃত করে তুলেছে।
সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।
খন্দকার আনিসুর রহমান জ্যোতি লোভ-মোহ অশালীন স্বেচ্ছাচারিতার উত্থানে উন্মোচিত হ’লো বৈরিতার নতুন সংষ্করণ !......মুগ্ধতা রেখে গেলাম ...কবিকে ধন্যবাদ ...
সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং শুভ কামনা রইল ।

০৭ সেপ্টেম্বর - ২০১৪ গল্প/কবিতা: ৩২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“মে ২০২৪” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মে, ২০২৪ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী