সেই প্রথম একদিন

শ্রমিক (মে ২০১৬)

একনিষ্ঠ অনুগত
  • ৭৬
একদিন,
কার হাতে যে প্রথম পড়েছিলাম,
বুঝে উঠতে পারিনি।
তাই অভিমানে চিৎকার করে উঠেছিলাম।
তাতেই একজন বেডে শুয়ে থাকা মহিলাকে বলল,
‘পোলা হইছে, ফুটফুটে, চান্দের লাহান’।
আমার সে কি প্রতিবাদ!
আমি মানুষ; চাঁদ হতে যাব কেন?
এর পর শোয়ায়ে দেয়া হল,
শুয়ে থাকা মহিলাটির পাশে।
সে ই প্রথম বলল, 'এ আমার নাড়ি ছেড়া ধন'।
বুঝলাম, ইনি আমাকে মানুষ বলছেন।
তার নিজের মতন।

তুমি কে গো, সমর্থন দিলে সবার আগে।
আবার সময় মতো সুধা দিচ্ছ মুখে।
তোমাকে তো আগে কখনো দেখি নি,
আমায় কি দেখতে পেয়েছিলে?
ঐ যে যেখানে ছিলাম।
তখনি কি আমায় ভালবেসেছিলে?
আমি কিন্তু তোমার কোলেই থাকব,
তোমার কোলে আমার খুব ভাল লাগছে।
তুমি কি যাদু জান?
আমার সব কথা বুজে ফেলছ।
বলতে না বলতেই আরও কাছে টেনে নিলে, বুকে
কিন্তু আমি তোমার সব কথা বুঝতে পারছি না।
বেলা অবেলায় কত কিছু নষ্ট করে ফেলছি তোমার,
তুমি কিন্তু আমার উপর রাগ করো না।
রাগ করে ঐ কালো মহিলাটির কাছে আবার দিও না আমায়।
আমাকে একটুও আদর করেনি তখন,
তোমার মতন;
আমি তোমার কথা বুঝলে এসব করতাম না।
আমি যখন বড় হব, তোমাকেও আমি এমনি আদর করব,
দেখে নিও।
অনেক কথা হয়েছে, প্রথম দিনে
ঘুম পাচ্ছে খুব,
আমি একটু ঘুমাই,
তুমি ঘুম পারিয়ে দেবে তো?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
রেজওয়ানা আলী তনিমা উপস্থাপনায় ভিন্নতা আছে। ধন্যবাদ ও শুভেচ্ছা।
প্রীতি ও শুভেচ্ছা
ভালো লাগেনি ১৫ ডিসেম্বর, ২০১৭
কাজী জাহাঙ্গীর subject is very interesting,conversation design also good, keeping Vote for you here, go ahead.
শামীম খান উপস্থাপনাটা ভিন্ন । কথাগুলো মমতার । ভালো লেগেছে কবিতাটি । একটা কথা বলব , ভুল বুঝবেন না । কালো যে মহিলাটির কথা এলো তিনি সম্ভবত আয়া বা বুয়া হবেন । তিনিও কিন্তু একজন মা । শিশুর কথোপকথনে আরও নিরপেক্ষতা এবং মমতা আশা করাটা কি বেশী হবে ! ভবিষ্যতে বিষয়টা ভেবে দেখবেন । শুভ কামনা আর ভোট রইল ।
সুন্দর আলোচনার জন্য ধন্যবাদ।
ভালো লাগেনি ১৫ ডিসেম্বর, ২০১৭
মোহাঃ ফখরুল আলম সত্যি বলছি- কবিতাটি পড়ে অনেক ভাল লেগেছে। গল্পের মত। পাশে থাকব। আমার কবিতা পড়ার আমন্ত্রণ রইল।
ভালো লেগেছে জেনে খুশি হলাম।।
ভালো লাগেনি ১৫ ডিসেম্বর, ২০১৭
কেতকী ২৮তম লাইনে (সম্ভবত) "কালো মহিলা" শব্দটি সুন্দর কবিতার সাথে কেমন যেনো বেমানান লাগলো। এছাড়া পড়তে বেশ লেগেছে। ভোট রইল।
এর আগেও একজন বিষয়টা লক্ষ্য করেছেন, যদিও আমার উদ্দেশ্য ছিল নিজ মাতা এবং একজন স্রেফ দায়িত্ব পালনে ব্যস্ত নারীর যত্ন ও ভালোবাসার পার্থক্য তুলে ধরা, হয়ত সেখানে ব্যর্থ হয়েছি।।
ভালো লাগেনি ১৫ ডিসেম্বর, ২০১৭

২৭ আগষ্ট - ২০১৪ গল্প/কবিতা: ১৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্থিতিশীলতা”
কবিতার বিষয় "স্থিতিশীলতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ নভেম্বর,২০২৪