কষ্টের জীবন যাচ্ছে তোমার,
আমার ঘরে এসে।
রোজ নিশিতে থাকো তুমি,
উল্টো দিকে বসে।
কথায় কথা অন্য কথা,
আমার হৃদয় হাসে।
তুমি থাকো মুখ ফিরিয়ে,
আঁখি জলে ভাসে।
দু:খে ভরা জীবন তোমার,
বৈছে বার মাস।
সুখ পাখী কয়না কথা,
স্বর্গে তাহার বাস।
সুখ চলে বায়ুর গতি,
ধরার মত নহে।
কষ্টের নদী এত ভারী,
দিবা নিশী বহে।
মাসুম পান্থ পায়না ভেবে,
সুখটা কোথায় যায়,
তোদের লাগী কত কষ্টে,
পুরুষ সংসার বায়।
#####
সাভার
জীবন সংসারে পরুষ মানুষের কষ্ট তুলে ধরার চেষ্টা মাত্র ।