 
                 
                আমি চাই
বসন্তের মাতাল হাওয়া
উড়িয়ে দিক তোমার আঁচল 
চাই, তোমার চোখের তারা হয়ে উঠুক
ফাগুন পূর্ণিমার চাঁদ, 
সোনালী সূর্য লুকোচুরি খেলুক
তোমার যুগল বলয়ে 
তাও আমি চাই।
তোমার কোলে মাথা রেখে
জুঁই ফুলের সুবাস পেতে চাই,
চাই দুনিয়ার সব খুশি 
আদর হয়ে ফুটুক তোমার হৃদয়ে
তোমায় ভালবাসতে গিয়েই আসবে মরণ?
তাই – ই তো আমি চাই।
 
                                                    
                                                 
                                                    
                                                 
                                                    
                                                ভালোবাসায় শ্লীল অশ্লীল বলে কিছু নেই। প্রেমিকার শরীরে প্রকৃতিকেই দেখে প্রেমিক।
 
             
                     
                     
                    “নভেম্বর ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ নভেম্বর, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।
প্রতিযোগিতার নিয়মাবলী