ওলটপালট হৃদয় উঠান

এ কেমন প্রেম (আগষ্ট ২০১৬)

সূনৃত সুজন
  • ৭৩
সাত সমুদ্র হাজার ঢেউয়ে
জলের তোড়ে ওলটপালট হৃদয় উঠান
পললতটে তোমার জন্যেই বেড়ে উঠেছে শখের কোমলকমলকুঁড়ি
অথচ কাছে থেকেও তুমিই এখন দূরের আকাশ
কাঁচদেয়ালে হাতড়ে ফিরি তোমার কপাল
দেখি অথচ শুনি না
খুঁজি অথচ বুঝি না
কলিজার গোপনকোষে হঠাৎ করে নড়ে ওঠে ভালোবাসার ভ্রুণ
কেউ না থাকা ঘুম প্রহরে চুলকানিটা টের পাই অথচ কিছুই করার নাই
নিরুপায় ছটফটানির তীব্র তাড়নায়
বুকের হাপর জমাট বাতাসে ভারী হয়ে ওঠে
ধমনীর সুতার ভেতর তুমি থাকো চিনচিনিয়ে
বলেছিলে...
খুব আদরের বালুচরে তিলে তিলে নরম করে বুনে বুনে গড়বে সাধের খেলাঘর
কল্পনারা তাদের দেশেই ঘুমিয়ে থাকে
আমার চোখে মুখ রাখে না
সময় গেলেও ঘর হলো না
তুমি আমার সে হলে না যাকে নিয়ে স্বপ্নবুনে রাজ্যগড়া
যাকে নিয়ে একা একাই অনেক কথার পাহাড়চড়া
প্রবল স্রোতে তোমার তোলা বালুঠাসা দেয়ালগুলো শরীর হারায়
স্রোত চলে যায়
আর ফেরে না
চলে গেলে তুমিও
কেবল আমার বুকজুড়ে খামচে রেখেছো থোকা থোকা কষ্টের ছোপ ছোপ ছাপ
তারপরও...
জানতে ইচ্ছে করে
আছো তো ভালো?!
তুমি নাকি আর আগের মতো রাত জাগো না
আগের মতো মুখবাগানে দমকা হাসির ফুল ফোটে না
খুব জানা চাই
কেমন আছো করছোটা কি
তোমার শ্বাসে কার মিশে যায় ঘন গরম শ্বাসের বাতাস
কার কারণে একলা আমার সুখের সর্বনাশ
থাক বলো না
কেবল শোনো
ভালোই আছি
কেউ জানেনা
একলা হলেই ভেতরদেশে কেবল জাগে
ঘুমিয়ে থাকা মাতালব্যাথার সাদাবাদুড়ঝাঁক
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কাব্যের কবি শুভকামনা। আমন্ত্রণ রেখে গেলাম।
সূনৃত সুজন অশেষ কৃতজ্ঞতা অার শ্রদ্ধা রইলো...
Fahmida Bari Bipu চমৎকার কাব্যিকতার তীব্র প্রকাশ। খুব ভালো লাগলো।
ফেরদৌস আলম দারুণ কবিতা তো ! আপনার লেখার সাথে আরো আগে পরিচিত হতে হত।
এভাবেই পাশে থাক কাছের মানুষেরা...
মনোয়ার মোকাররম ভালো আছেন , ভালো থাকেন, অন্যরাও ভালো থাকুক... কবিতা সুন্দর হয়েছে...শুভেচ্ছা
পৃথিবী ভালো থাকুক, ভালো থাকুক মানুষগুলো!
কাজী জাহাঙ্গীর থোকা থোকা কষ্টের ছোপ ছোপ ছাপ...।। ভাল লেগেছে, শুভেচ্ছা , ভোট আর আমার পাতায় আমন্ত্রন ।
জলধারা মোহনা কি অপার্থিব স্বপ্নময় হাহাকার.. ভীষণ রকমের মুগ্ধতা।
অবগাহন হোক সুশান্তির জলে!
জয় শর্মা (আকিঞ্চন) দাদা আপনার লিখা কবিতায় প্রতিবার অন্য রকম স্বাদ খুঁজে পাই। ছোট-বড় সব কবিতাই আপনার লিখার তুলনা নাই। জানুয়ারি মাসের #অনল-দহন কবিতা টিও আমার প্রায় মুখস্থ ১০০ বার পড়েছি। আপনার ভাবনার দৃষ্টিপথ খুব দূরত্ব। শুভকামনা রইল সাথে ভোট ও।
অন্তহীন শুভকামনায় ভিজিয়ে দিলাম!

২৪ জুলাই - ২০১৪ গল্প/কবিতা: ২৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

বিজ্ঞপ্তি

“জানুয়ারী ২০২৫” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জানুয়ারী, ২০২৫ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী