আমি ঐ উত্তাল সমুদ্রের ঢেউ তরঙ্গের কাছে চেয়েছিলাম অজস্র মুক্তা সমুদ্র আমার গলে পরিয়েছে রাশি রাশি মুক্তার মালা, আমি ঐ সুউচ্চ পাহাড়ের কাছে চেয়েছিলাম ঝর্না পাহাড় আমাকে শান্ত করেছে ঝর্নার শীতল জলপ্রাতে। আমি ঐ সূর্যের কাছে চেয়েছিলাম একমুঠো আশার আলো সূর্য আমাকে আলোকিত করেছে ডিঙ্গিয়ে সব আধার, আমি ঐ নদীর মোহনার কাছে চেয়েছিলাম সকল নদীর মিলনের জল মোহনা আমাকে একাকার করেছে শত নদীর জলে। আমি ঐ আগুনের কাছে চেয়েছিলাম উষ্ণ পরশ আগুন আমাকে করেছে উন্মাদ তার উষ্ণ ছোয়ায়, আমি ঐ আকাশের কাছে চেয়েছিলাম বৈরী হাওয়ার বৃষ্টি আকাশ আমাকে শুদ্ধ করেছে ভিজিয়ে তার জলে। আমি ঐ বাতাসের কাছে চেয়েছিলাম শীতল হাওয়া বাতাস আমাকে নিথর করেছে তার শীতল পরশে, আমি তোমার ঐ মনের অরন্য গহীনে চেয়েছিলাম একটু ঠাই তুমি আমাকে ঠাই দেওনি দিয়েছ বিষাধের জ্বালা। তোমার কাছে চেয়েছিলাম তোমার অশ্রুসিক্ত নয়নের ভাগ তুমি আমাকে দিয়েছ সাত সমুদ্রের জল, তুমি সমুদ্রকেও হার মানিয়েছ আর কেড়ে নিয়েছ সব তুমি শুধু কেড়েই নিয়েছ দাওনি আমার চাওয়া। দিয়েছ এক বুক বিষাধের জ্বালা, অশ্রুসিক্ত দু’নয়ন তুমি ঝর্নাকেও হার মানিয়েছ, আমার চোখে ঝড়িয়েছ ঝর্না প্রবাহ, আমার ঝর্নার জল প্রবাহিত হয়ে মিলিত হয়েছে নদীর জলে নদীর সঙ্গে হয়ে গেছে একাকার, কখনও ফিরবেনা তার উৎসে জলের ধারা বয়ে বেড়ায় আকড়ে সকল স্মৃতি, আর খুজে ফিরে তার উৎস। প্রতি পরতে বার বার বলে কাহারে যেন খুজিতে গিয়া আমি নামিয়াছি নদীর জলে আমারে ডুবায়ে অতল সমুদ্রে সে চলে গেল কোন ছলে ডুবিয়া মরিলাম আমি, ডুবিয়া মরিলাম জলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আব্দুল্লাহ্ আল মোন্তাজীর
সমুদ্র, সূর্য, আকাশ, নদী ইত্যাদির কাছে যা চেয়েছেন, তা না চাইলেও আপনি তা পেতেন প্রাকৃতিক নিয়মেই। আপনার সেই ‘তুমি’র কাছে অনেক মান-অভিমান সম্পূর্ণ সাহিত্য জগতেই। নিজের কাজ যথাযথ করলে ‘তুমি’র এই ধুম্রজাল গুছে প্রত্যাশার সাথে প্রাপ্তির সামাঞ্জস্য, আশা করা যায়, প্রাকৃতিক নিয়মেই হবে।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।