ইমরানুল হক বেলাল
ফাহমিদা কে অনেকবারই
তার ভোট অবশন বন্ধ রাখতে চেয়েছি,
আবার দেখলাম পাঠকের ভোট ছাড়াই উনাকে
সেরা তালিকায় রেখেছেন,
এই বিষয়ে আমি উনাকে প্রশ্ন করেছিলাম,
আপনার তো ভোট লাইন বন্ধ ছিল,
তবে জয়ী হলেন কী করে?
একথা বলার পর উনি আমার ওপর তেলে বেগুনে রেগে ওঠলেন,
উত্তরে তিনি বলেছিলেন, আমার কোনো ভোটের
প্রয়োজন হয়না,
ভোট ছাড়াই চলে;
এই বিষয় নিয়ে একটু কথা তর্কাতর্কি হলো,
পরের দিন 'মন মোর মেঘের সঙী' উনার গল্পে
কমেন্ট করার পর কি যেন একটা বিষয় নিয়ে একটু কথা কাটাকাটি হয়,
এর ঘন্টাখানেক পর একজনের একটা গল্প পড়ে কমেন্ট করতে গিয়ে দেখি কমেন্ট করা যাচ্ছেনা,
সাথে সাথে ঘঠনাটি আমি 'গল্প কবিতা ' প্রধান
কার্যালয়ে জানাই,
উনারা ব্লক খুলে দেবেন বলে আর খুলে দেননি,
পরে আবার সরাসরি ফোনে যোগাযোগ করি,
এর পরে ও ব্লক খুলবে বলে আশা দিয়ে খুলে দেননি,
বুঝতে পারলাম আমি সত্য কথা বলেছি বলে
অন্যায়ের প্রতিবাদ করেছি বলে আমাকে তাঁরা
এই আসরে দেখতে চাননা;
এই সময়টাতে আমি নতুন হিসেবে ভালো একটা অবস্হানে ছিলাম ; অনেক লেখক এবং পাঠকদের সাথে আমার একটা ভালো সম্পর্ক গড়ে ওঠেছিল, হঠাৎ করে ব্লক হওয়ার কারণে
আমি ছয়মাস পর্যন্ত কারো লেখায় মন্তব্য করতে পারিনি ; শুধু তাই নয় , অনেক পাঠক এবং লেখকরা যখন আমার গল্প কবিতা পড়ে লাইক কমেন্ট করে মূল্যয়ন করেছিলেন তাঁরের মন্তব্যের জবাবটুকু ও দিতে পারিনি,
এই জন্যে অজস্র কবিদের কাছে আমাকে লজ্জিত হতে হলো, অনেক কবিরা আমার ওপর অভিমান করে আর কোনো লেখাই পড়েননি, ধীরে ধীরে ছিটকে পড়লেন সবাই ;
এটা ছিমো ফাহমিদা বারীর চালাকি,
কারণ , কোনো কবি বা লেখক অল্প দিনে এই সাইটে কেউ জনপ্রিয় হয়ে ওঠোক এটা উনি চাননি ;
উনি চেয়েছিলেন , কিছু ভালো সংখ্যা কবিদেরকে
যে কোনো ছল কাটিয়ে বিদায় করা হোক,
এটাই ছিলো ওই মহিলার প্রধান টার্গেট !
এভাবেই শেষ হলো ' গল্প কবিতা ' সাইটের তিন বছরের ক্যারিয়ার ;
শুধু মাত্র এই ফাহমিদা বারীর জন্য আজ আমি
সবার কাছে দোষী হলাম;
মিসেস ফাহমিদা বারী,
একটা কথা জেনে রাখুন, সত্য কোনোদিন গোপন থাকেনা, আপনি যতই ধামাছাপা দেননা কেন আপনার অসত্যতার পরিচয় এখন সবাই বুঝে গেছে ;
বিচারকদের উদ্দেশ্য ও দু 'টো কথা বলি,
আমি প্রায় সময় খেয়াল করে দেখেছি,
এই মহিলার সাথে যাঁরা তর্ক যুদ্ধ করেছে তাঁরা
যত সুন্দর কবিতাই লিখেছেন , পাঠক এবং লেখকরা লাইক কমেন্ট কিংবা ভোট দিয়ে নির্বাচন করেছেন, বিচারকরা নাম্বার দিয়েছেন-
(0000%)
আবার দেখলাম, কারো কারো ভোট লাইন বন্ধ ছিল, তাঁদেরকেই বিচারক প্যানেল সেরা তালিকায় রেখেছেন ;
আবার যাঁরা 1/2/3/ ভোট পেয়েছেন তাদেরকেও
বিচারকরা সেরা তালিকায় রেখেছেন,
অর্থাৎ-
এটাই প্রমাণিত হলো যে, বিচারক প্যানেল
যাকে খুশি তাকেই বিজয়ী করতে পারেন,
এই হলো ' গল্প কবিতা ' সাহিত্য গ্রপ ;
Amir Islam
অভিনন্দন ভাই। উপরের কতগুলো মতামত পড়লাম। আমি কিছু কথা বলব। অামি এখানে গত ফেব্রয়ারীতে যোগ দিয়েছি। ফাহমিদা আপা আমার সাথেও যোগাযোগ করে কথার মায়াজালে ফেলে। আমি নতুন। তাই কিছু বুঝতে না পেরে উনার কথামত উল্টাপাল্টা ভোট দিয়েছি। উনি বিশেষ কিছু পুরান লেখককে ভোট দিতে বা কম ভোট দিতে বলেছেন। আমার এখানে কোন গল্প বা কবিতা নেই। আমার কোন স্বার্থ নেই। উনার সাথে কোন শত্রুতাও নেই। জানি উনার একটা গ্রুপ আছে। আর আমি সামান্য পাঠক। আমার কথা বিশ্বাস করুন। আপনারা উনার কথা না শুনে ভোট দিন বেশী করে। তাহলে দেখবেন ভোটমান বেশী হবে। বেলাল ভাইকে পাশে পেয়ে ভাল লাগল। আমি আপনাদেরকে উনার কথামত কম ভোট দিয়ে লজ্জিত। আমি ক্ষমা চাচ্ছি। আরও যারা এ ধরনের করেছেন উনার কথামত তারাও ক্ষমা চান।
ফাহমিদা আপা আপনাকে কথার মায়াজালে ফেলেছেন কীভাবে? যোগাযোগ করে? মেসেজ দিয়ে? প্লিজ সেগুলোর স্ক্রিনশট নিয়ে দেখান। প্রমাণ ছাড়া কিছু বলবেন না দয়া করে। এখন যদি বলি রনি ভাই আমাকে মেসেজ দিয়ে কয়েকজন ভালো লেখকের নামে উল্টাপাল্টা বলেছেন তাহলে আপনি বিশ্বাস করবেন? অভিযোগ থাকলে প্রমাণসহ গক এর এডমিন মডারেটরদের সাথে যোগাযোগ করুন। এখানে সুন্দর একটা পরিবেশকে আপনাদের অগ্রহণযোগ্য কথায় নষ্ট করবেন না। অনুরোদ করলাম
মাসুদ হোসেন রনি
সবাই সালাম নেবেন। অভিনন্দন আপনাকে। ইদানিং ভোট কম পড়ছে। কারন কী? আপনারা জানেন যে ফাহমি আপা ভোট চায় না; উনি শুধু বিচারকের নম্বর চান। গত কয়েক সংখ্যায় উনি এ ব্যাপারে প্রচারণা চালাচ্ছেন। উনি এবারও একজনের গল্পে ভোট চান না বলে মন্তব্য করলেন। কারন উনার ভোট না হলেও চলে। উনি বিভিন্ন নতুন পাঠক বা লেখকের সাথে প্রথমতঃ বার্তা পাঠিয়ে ভাব জমান। তারপর বলেন যে অমুক অমুক উনার সাথে অশ্লীল আচরন করেন। ইত্যাদি বলে ক্ষেপিয়ে তুলেন। তারপর উনি ঐসব লেখককে ভোট না দিতে বা কম ভোট দিতে বলেন। আমাকে সহ এরকম অনেক নতুনকে উনি ফোন, মেইল বা বার্তা পাঠিয়ে এ ব্যাপারে উৎসাহিত করেছেন। আমার কথা আপনারা বিশ্বাস করুন। সবাই ভোট দিন। বেশী ভোট দিন দেখবেন আগামী পর্বে এ সমস্যা থাকবে না। আর এর পর থেকেই উনি আমার পিছু লেগেছেন। শুধু আমার নয়; উনার গকতে উনার অভিযোগের কারনে এবার অনেক লেখকবিকে কম নম্বর দেয়া হয়েছে। উনার এসব প্রচারণায় কান না দিয়ে আপনারা বেশী করে ভোট দিন। দেখবেন কম ভোট পাওয়ার সমস্যাটি কেটে যাবে। সবাইকে ধন্যবাদ।
ami sudhu likhi. er ageo ami dubar puroskrito hoechi. pathak to iswar, sudhu tader bhalobasa pelei jibon dhanya. puroskar ki hobe ? ami to gato dubarer puroskar mulya ba sanadpatra chokhei dekhini. dhanyabad.
রনি ভাইয়া আপনি কেন এভাবে প্রত্যেক জনকে একই কমেন্ট দিচ্ছেন? আপনি জানেন আপনি মিথ্যা বলছেন। মানুষের কাছে ছোট হচ্ছেন, হাসির পাত্র হচ্ছেন। নিজের বিবেকের কাছে নিচু হয়ে যাচ্ছেন। কী লাভ এসব করে! আমরা সবার কাছে ভালো হতে পারি না? যতদিন থাকবো একটা ভালো মানুষ হয়ে থাকতে ক্ষতি কী ভাই?
বেলাল ভাই... আমি অবাক হলাম। উনি ঠিক বলেছে এটা কীভাবে বললেন! উনার কাছে কী প্রমাণ আছে? ফাহমিদা আপু যদি সত্যিই এমন করে সবাইকে বার্তা পাঠায় তাহলে উনাকে এসবের স্ক্রিনশট দেখাতে বলেন। আপু দীর্ঘদিন ধরে গক তে লিখে আসছেন। আপুকে সরানোর জন্য এটা একটা অপচেষ্টা ছাড়া আর কিছুই না। আপুকে আমি অনেকদিন ধরে চিনি। আমি গকতে একেবারে নতুন। তবে ফেসবুকে আপুকে কয়েক বছর ধরে চিনি
আমি ফাহমিদা আপাকে সেদিন এই কথাটা বলেছিলাম শুধু আপনারতো ভোট লাইন বন্ধ ছিলো,
তবে সেরা হলেন কিভাবে?
এ কথাটুকু বলা মাত্রই আমাকে ব্লক মেরেছিলেন,
ছয়মাস পর্যন্ত কারো লেখায় মন্তব্য করতে পারিনি,
আপনার কথা শুনে সত্যিই খারাপ লাগছে। যদি ছোটখাট ব্যাপারে এমন করে থাকেন তাহলে এমন করার কারণটাও তার কাছে জানতে হবে। আর ভোট লাইন বন্ধ থাকলে সেরা হওয়ার প্রশ্নই আসে না। নিশ্চয়ই গক এর সিস্টেমে কোন সমস্যা হয়েছিল। আর আপনি ছ'মাসের জন্য ব্লক ছিলেন জেনে খুব খারাপ লাগছে
বেলাল ভাই, আমি আপনাকে এই কারণে ব্লক করেছিলাম না। আপনি বার বার আমাকে মেসেজ পাঠাচ্ছিলেন যাতে আমি বিরক্ত হচ্ছিলাম। একজন মহিলা অথবা মেয়ে যাই বলুন না কেন, তাকে তার ইচ্ছার বিরুদ্ধে বারবার মেসেজ পাঠিয়ে বিরক্ত করতে নেই। একজন মিথ্যুক নোংরা কথা বলে সবাইকে উত্তেজিত করতে চাচ্ছে। আপনি কেন এত এটাতে মজা নিচ্ছেন ভাই? যাহোক, ভেবেছিলাম ঢুকবো না। তবু ঢুকলাম।
আমার মনে আছে, গল্পটার নাম ছিল 'মন মোর মেঘের সঙ্গী।' আপনি আমার সেই গল্প ঢুকে দেখুন আমি আপনাকে উত্তরে কী বলেছিলাম। এখনো সেখানে লেখা আছে। বেলাল ভাই, আপনাকে একটা কথা বলি। আমি একটা কনজারভেটিভ ধরনের মানুষ। অহেতুক গল্পগুজব অথবা বিনা প্রয়োজনে মেসেজে বার বার নক করা এসবে আমি যারপরনাই বিরক্ত হই। শুধু আপনি না, গক'র অন্য যেকোন ছেলে এই কাজ করলে আমি একইভাবে রিআক্ট করবো। তবে মেয়েদের কথা নিশ্চয়ই আলাদা। :) মেয়েদের নিজেদের সম্মান নিজেদেরই রক্ষা করতে হয়। এটা আর কেউ এসে করে দেয় না। আজ আমাকে এই যে এই ছোকরা এসব কথা বলে আমার গায়ে কালিমা লেপ্তে চাইছে এতে আমি খুব খুশি। কেন জানেন? কিছু পাপ এই সুযোগে কেটে গেলেও যেতে পারে। তবে শুধু শুদু না জেনে যদি আপনি তার তালে তাল দেন, তাহলে আপনার বিবেককে জিজ্ঞেস করে দেখুন ত ব্যাপারটা! ভাল থাকবেন।
আর আরেকটা কথা, আপনি ৬ মাস কারো লেখাতে মন্তব্য করতে পারেননি এটা ত বুঝলাম না। আমি যদি আপনাকে ব্লক করি তাহলে হয়ত আপনি আমার লেখা পড়তে বা মন্তব্য করতে পারবেন না। অন্যক্ষেত্রে এই সমস্যা হবার কথা নয় নিশ্চয়ই। আপনি ত নিয়মিতভাবেই সবার লেখাতে মন্তব্য করে গিয়েছেন। হাসালেন ভাই। আমি আপনাকে ব্লক করার পরে আপনার ওপরে বেশ বিরক্তও ছিলাম। তবে সঙ্খ্যতে আবার আপনার লেখায় মন্তব্য করেছিলাম। আপনি সুন্দরকরে তার প্রতিউত্তর দিয়েছিলেন। ভেবেছিলাম, আগে এক মেসেজ করা নিয়ে যা হয়ছে তা মিটে গেছে। যাক গে সেসব। এখন এই মিথ্যেবাদীর কুতসার মধ্যে আপনাকে এভাবে জড়িয়ে পড়তে দেখে খুব আহত হলাম। এটা কিন্তু আপনি ভাল করলেন না। কেন মেয়েরা নিজেদের শামুকের খোলে ঢুকিয়ে ফেলতে বাধ্য হয় মাঝে মাঝে, ভাবছি তা নিয়ে একটা গল্প লিখবো। পড়ে দেখবেন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।