কুকুরের জবানবন্দী

ঘৃনা (আগষ্ট ২০১৫)

রূপক বিধৌত সাধু
  • 0
তোমরা যারা প্রাচুর্যে করো বসবাস,
আমাদের দুঃখ নিয়ে কতো উপহাস
করো; নিকৃষ্ট কুৎসিত একটা প্রাণী
বলে গালি গালাজ করো, দাও পেঁদানি।
তোমাদের ঘরে কতো উৎসব হয়,
কতো শত মানুষের সেথা অভ্যুদয়;
সকলেরে ভালোবেসে করো আপ্যায়ণ,
জ্ঞানি গুণী মানুষের কতো মূল্যায়ন!
আহারের অন্বেষণে যদি কভু আসি,
আমাদের মুখ দেখে তোমাদের হাসি
অদূরে মিলিয়ে যায়, লাঠি সোটা হাতে
পেছনে ধাওয়া করো; আর কভু যাতে
তোমাদের দেবালয়ে না আসতে পারি;
গ্যেট লক করে করাও পাহারাদারি।
অথচ তোমাদের কতো জল খাবার
ডাস্টবিনে ফেলে দাও না করে সাবাড়।
উচ্ছিষ্টটাও দাওনা আদবের সাথে,
কুড়িয়ে চেটেই খাই ডাস্টবিন হতে।
তোমরা ঘুমাও খাট পালঙ্কের প’রে,
শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ঘরে।
সেথা জ্বলে কতো বাহারি রঙের বাতি,
বিজ্ঞান-উৎকর্ষতা তোমাদের সাথি।
রৌদ্রের প্রখরতায় উত্তপ্ত ভুবন,
সারাদিন পথে ঘাটে মোদের চলন।
বৈদ্যতিক পাখা বা কোমল ঘর নয়,
তরু ছায়ায় দাঁড়িয়ে গা জুড়াতে হয়।
আমরা তো আমাদেরে করিনি সৃজন,
আমাদের কেন এতো অবমূল্যায়ন!
কেন লাঠির পিটুনি, কেন তিরস্কার;
অন্ন সংস্থানে কেন এতো অত্যাচার!
কোথায় জগদীশ, কোথায় কেরামতি;
দয়া মায়া নেই তার পশুদের প্রতি!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
হাসনা হেনা ৫তোমরা ঘুমাও খাট পালঙ্কের প’রে, শীতাতপ নিয়ন্ত্রিত আধুনিক ঘরে। সেথা জ্বলে কতো বাহারি রঙের বাতি, বিজ্ঞান-উৎকর্ষতা তোমাদের সাথি। সুন্দ্র হয়েছে। শুভ কামনা।
মোহাম্মদ সানাউল্লাহ্ সুন্দর লিখেছেন, বেশ ভাল লাগল ।
গোবিন্দ বীন কেন লাঠির পিটুনি, কেন তিরস্কার; অন্ন সংস্থানে কেন এতো অত্যাচার! কোথায় জগদীশ, কোথায় কেরামতি; দয়া মায়া নেই তার পশুদের প্রতি! ভাল লাগল,পাতায় আমন্ত্রন রইল।

১৫ জুন - ২০১৪ গল্প/কবিতা: ২৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪