ভূত ও ভূতের চশমা

অসহায়ত্ব (আগষ্ট ২০১৪)

হাসান সাস্‌
  • ১০
যদি নাইবা জানে আকাশ,
সেদিন ছিলো জ্যোৎস্না স্নান দুপুর।
ক্লান্ত রতো চোখে তোমায় দেখেছিলাম,
উদম্ম নিত্য, জাগ্রত প্রাণ, নাচিয়ে নূপুর।

কি যে বলি? এখন তোমায় জরিয়ে পাঁজর
আমি শূন্য ভাবি, স্পর্শ হীন ভূত
পাবো কি, ছুঁয়ে তোমায় বন্ধী দশায়।

চাইবে না কেউ আমার মতো, এমন তোমায়
দেখবে না কেউ আমার চোখে এ সহসায়,
ডাকবে না কেউ আমার মতো ভূত বলে আর
ধরলাম বাজী এ জীবনে মাঝ দরিয়ায়।

কতক বোঝাবো, এ নয় মিথ্যে প্রেম আমার
বাকি যদি থাকে কিছু বলতে পারো?
বিশ্বাসের পথে তুমি নামতে পারো?
আমার পৃথিবীর হাতে, হাত রাখতে পারো।

ভূতের ঐ চশমা পরা দারুণ লাগা,
এলোমেলো চুলগুলো তার ফাল্গুন লাগা
ভুতেরই স্পর্শ গন্ধ মাখা
কি করে ভুলতে বলো স্বপ্ন আঁকা।

এখন আর তাবিজে বলো কি আসে যায়
কালো সুতো ছিঁড়ে গেছে, কি ক্ষতি হয়
হৃদয়ের দখিন বাঁকে তোমার ছবি,
ভূতের চশমা চোখে হৃদয় হারায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আখতারুজ্জামান সোহাগ ভূত এবং ভূতের চশমা পরা চোখ- দু’টোয় কবি-হৃদয়কে আচ্ছন্ন করে রেখেছে। তা-কি ভোলা যায়! শুভকামনা কবি।
সুগত সরকার ভালো লাগল।শুভেচ্ছা রইল। আমার কবিতাই আমন্ত্রন রইল।

১০ জুন - ২০১৪ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ছোটবেলা”
কবিতার বিষয় "ছোটবেলা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ডিসেম্বর,২০২৪